রেস্তোরাঁ ও ওষুধের ওপর ভ্যাট আরোপ থেকে সরে আসতে পারে সরকার

সারাদেশে তীব্র প্রতিক্রিয়ার মুখে তিনটি পণ্য ও সেবার ওপর বাড়ানো ভ্যাট প্রত্যাহার হতে পারে। বুধবার (১৫ জানুয়ারি) এনবিআরের ভ্যাট পলিসি বিভাগের প্রথম সচিব মো. মশিউর রহমানের সই করা এ সংক্রান্ত একটি চিঠি বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতিতে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ‘রেস্তোরাঁ মালিক সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে এ খাতের ভ্যাট হার পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ 

তিনটি পণ্য ও সেবার ওপর বাড়ানো ভ্যাট প্রত্যাহার হতে পারে— রেস্তোরাঁ, ওষুধ ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আইএসপি। 

এতদিন রেস্তোরাঁর ভ্যাট ছিল ৫ শতাংশ। গত ৯ জানুয়ারি এটি তিনগুণ বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়। এছাড়া, ওষুধ খাতে ভ্যাট ২ দশমিক ৪ শতাংশ থেকে বাড়িয়ে ৩ শতাংশ করা হয় এবং আইএসপি’র ওপর ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়। সব মিলিয়ে প্রায় ১০০ পণ্য ও সেবায় ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ানো হয়। এর পরিপ্রেক্ষিতে দেশব্যাপী তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়, ব্যবসায়ীরাও আন্দোলনে নামার হুমকি দেন। 

অন্যদিকে, ওষুধ খাতের উদ্যোক্তারাও এই ভ্যাট কমানোর জন্য এনবিআরকে চিঠি পাঠায়। ওষুধ খাতে ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টার কাছে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওষুধ শিল্প সমিতি।

এ প্রসঙ্গে এনবিআরের কর্মকর্তারা বলছেন, রেস্তোরাঁর মতো ওষুধেও বর্ধিত ভ্যাট প্রত্যাহার হতে পারে।