এখনও অবরুদ্ধ আইডিআরএ চেয়ারম্যান

বিমা কোম্পানিগুলোর নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান জয়নুল বারীকে তার অফিসে অবরুদ্ধ করে রেখেছেন আন্দোলনকারীরা। রাত ১০টার দিকে তিনি বাংলা ট্রিবিউনকে জানান, আন্দোলনকারীরা তাকে অবরুদ্ধ করে রেখেছে। সেনাবাহিনী এসেছে, তবুও তারা (আন্দোলনকারীরা) যাচ্ছে না। পদত্যাগ প্রশ্নে তিনি বলেন, গতকাল সোমবার মন্ত্রণালয় এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত আইডিআরএর অফিসের নিচে তার পদত্যাগের দাবিতে কয়েকশ মানুষ অবস্থান করছেন। এর আগে সন্ধ্যায় ধর্মঘট পালনের সময় ভুক্তভোগী বিভিন্ন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২০ আগস্ট) মতিঝিলে আইডিআরএ’র কার্যালয়ের সামনে এই অবস্থান ধর্মঘট পালন করছিলেন সোনালী লাইফ ইন্স্যুরেন্সের কর্মকর্তারা। এ সময় আইডিয়ারএর চেয়ারম্যানের নির্দেশে তাদের ওপর হামলার ঘটনা ঘটে।