পদ্মা সেতু উদ্বোধন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশ উপলক্ষে মাদারীপুরের শিবচর উপজেলার বাংলাবাজার ঘাট সংলগ্ন পদ্মা নদীতে নৌকাবাইচের আয়োজন করা হয়েছে।
শনিবার (২৫ জুন) বেলা ১১টায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) তত্ত্বাবধানে নৌকাবাইচ শুরু হয়। এতে মানিকগঞ্জ ও ঢাকার নবাবগঞ্জ থেকে আগত ছয়টি নৌকা অংশগ্রহণ করে। প্রতিটি নৌকায় ৪০ থেকে ৫০ জন করে আছে।
নৌকা নিয়ে আসা মানিকগঞ্জের হারুন অর রশিদ বলেন, ‘প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে সকালে ঘাটে এসে পৌঁছেছি। তিনি আমাদের দেশে এত বড় একটি স্থাপনা নির্মাণ করেছেন, সেজন্য নৌকাবাইচের আয়োজন করেছি।’
ঢাকার নবাবগঞ্জ থেকে আসা আরেক নৌকার দায়িত্ব থাকা ডা. শাহিন বলেন, ‘আমরা এখানে আগতদের আনন্দ দিতে নৌকাবাইচের আয়োজন করেছি। আমার নৌকায় ৪৫ জন লোক আছে।’
মানিকগঞ্জের হরিরামপুর থেকে আসা রুবেল মিয়া নামে এক মাঝি বলেন, ‘এখানে আসা লোকজন যাতে বাংলার ঐতিহ্য দেখতে পায়, সেজন্য এই আয়োজন। এটি আমাদের সংস্কৃতির অংশ। আমাদের উদ্দেশ্য সবাইকে আনন্দ দেওয়া।’
বাংলাবাজার ঘাটে উপস্থিত বিআইডব্লিউটিএ’র যুগ্ন পরিচালক শহিদুল্লাহ জানান, নৌকাবাইচ চলছে। তাদের দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।
এদিকে দুপুর ১২টায় মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মা সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে শনিবার (২৫ জুন) সকাল ১০টায় হেলিকপ্টারে মাওয়া প্রান্তে সমাবেশস্থলে পৌঁছান। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের আয়োজনে এই সুধী সমাবেশ থেকে পদ্মা সেতুর উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
বেলা সাড়ে ১২টার দিকে ওপারে শরিয়তপুরের জাজিরা প্রান্তে পৌঁছান। সেখানে ১২টা ৩৬ মিনিটে আরেকটি ফলক মঞ্চে যান। সেখানে দ্বিতীয় দফায় মোনাজাতে অংশ নেন। এরপর তিনি মাদারীপুরের বাংলাবাজার ঘাটে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় অংশ নেবেন।