X
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

দলীয় অনুশীলনে ফিরলেন সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০২১, ১৪:৫৫আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১৪:৫৫

করোনাভাইরাস পরীক্ষার নমুনা দিয়েছিলেন। কিন্তু ফল হাতে পাওয়া হয়নি। তাই ঢাকা টেস্টের স্কোয়াডে থাকলেও দলীয় অনুশীলনে থাকার অনমুতি মেলেনি সাকিব আল হাসান। যে কারণে আজ (বৃহস্পতিবার) শুরুতে একক অনুশীলন সারতে হয়েছে তাকে। যদিও বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি, ‘নেগেটিভ’ ফল মিলে যাওয়ায় দুপুরেই দলের সঙ্গে যোগ দিতে পেরেছেন বাঁহাতি অলরাউন্ডার।

আজই শুরু হয়েছে বাংলাদেশ দলের ঢাকা টেস্টের প্রস্তুতি। মুমিনুল হকরা দুপুর থেকে অনুশীলনে নামলেও সাকিব শুরু করেছিলেন সকাল থেকে। চোট কাটিয়ে ঢাকা টেস্টের স্কোয়াডে থাকার পরও সাকিব কেন একা অনুশীলন করছেন, তার কারণ জানিয়েছিলেন বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী এই বলে, ‘যেহেতু সাকিবের করোনা পরীক্ষার ফলাফল এখনও আসেনি, এই কারণে তিনি দলের সঙ্গে যোগ দেননি। যেহেতু তিনি ঢাকা টেস্টের দলে আছেন, তাকে তো অনুশীলন করতেই হবে। বিকালের মধ্যে আমরা করোনার ফল পেয়ে যাবো।’

তবে বিকাল পর্যন্ত অপেক্ষা করতে হয়নি, দুপুরেই মিলে গেছে নেগেটিভ ফল। তাই পুরোদমে প্রস্তুতি নিতে আর কোনও বাধা নেই। মিরপুরের ইনডোরে আবার মিলিত হতে পেরেছেন টেস্ট দলের সতীর্থদের সঙ্গে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোটে পান সাকিব। টুর্নামেন্টও শেষ হয়ে যায় তার। এরপর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ মিসের পর খেলতে পারেননি চট্টগ্রাম টেস্টও। অতঃপর ফিটনেস পরীক্ষায় উতরে গিয়ে ফিরেছেন ঢাকা টেস্টের দলে।

সাকিব অবশ্য নিজেকে প্রস্তুত করতে আরও আগেই মাঠে নেমেছেন। গত শুক্রবার থেকে নিজেকে প্রস্তুত করতে কাজ শুরু করেছেন এই অলরাউন্ডার। নিজের একাডেমিতে শৈশবের কোচ সালাউদ্দিনের তত্ত্বাবধানে অনুশীলন করেছেন। সেখানে কোনোরকম অস্বস্তি ছাড়াই নেটে ব্যাটিং করেছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৪ ডিসেম্বর, ফলে নিজেকে পুরোপুরি প্রস্তুত করতে আরও একদিন সময় পাবেন তিনি।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সাকিব কীভাবে একটি ‘বাজে’ দলে যোগ দিলেন, প্রশ্ন প্রেস সচিবের
যদি নিরাপত্তা নিশ্চিত করা হয়, দেশে তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত: সাকিব 
ব্র্যান্ড অ্যাম্বাসেডর থেকে দুদকের আসামি হতে পারেন সাকিব আল হাসান: দুদক চেয়ারম্যান 
সর্বশেষ খবর
জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
তিন সাংবাদিকের চাকরিচ্যুতিতে আমাদের কোনও সংশ্লিষ্টতা নেই: ফারুকী
তিন সাংবাদিকের চাকরিচ্যুতিতে আমাদের কোনও সংশ্লিষ্টতা নেই: ফারুকী
প্রাগে পুরস্কৃত বাংলাদেশের ‘নট আ ফিকশন’
প্রাগে পুরস্কৃত বাংলাদেশের ‘নট আ ফিকশন’
মেয়র পদ নিয়ে ইশরাকের মামলায় ইসির ভূমিকা নিয়ে এনসিপির উদ্বেগ
মেয়র পদ নিয়ে ইশরাকের মামলায় ইসির ভূমিকা নিয়ে এনসিপির উদ্বেগ
সর্বাধিক পঠিত
দ্বিতীয় বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি: প্রধান উপদেষ্টা
দ্বিতীয় বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি: প্রধান উপদেষ্টা
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ
শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ
রুদ্ধদ্বার শুনানিতে জামিন পাননি খালেদা জিয়ার ভাগনে সাবেক এমপি তুহিন 
রুদ্ধদ্বার শুনানিতে জামিন পাননি খালেদা জিয়ার ভাগনে সাবেক এমপি তুহিন