X
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫
২০ চৈত্র ১৪৩১
সাক্ষাৎকার 

বিচার বিভাগ ডিজিটালাইজড হলে দুর্নীতি বন্ধ হবে: অ্যাটর্নি জেনারেল

বাহাউদ্দিন ইমরান
২১ নভেম্বর ২০২১, ১৩:৪৫আপডেট : ২২ নভেম্বর ২০২১, ০৯:১৯

জ্যেষ্ঠ আইনজীবী মাহবুবে আলমের মৃত্যুর পর বাংলাদেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন। দায়িত্ব গ্রহণের এক বছরেরও বেশি পার করেছেন। পাশাপাশি তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। বিগত দিনের পথচলা ও বিচার বিভাগের ভবিষ্যৎ ভাবনা নিয়ে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন কথা বলেছেন বাংলা ট্রিবিউন-এর সঙ্গে।

বাংলা ট্রিবিউন: অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্বের এক বছর পার করলেন। অভিজ্ঞতা কেমন ছিল?

এএম আমিন উদ্দিন: পদটি শূন্য হওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদনে মহামান্য রাষ্ট্রপতি আমাকে নিয়োগ দেন। সরকারি কাজে এর আগেও অভিজ্ঞতা ছিল। আগে সহকারী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে কাজ করেছি বলে এই পদে অসুবিধা হয়নি, উপভোগ করেছি। বিভিন্ন সরকারি মামলার সঙ্গে যারা যুক্ত তারা সহযোগিতা করেন। এটি বেশ সুবিধার।

অনেক মামলায় দেখেছি, বিশেষ করে ফৌজদারী মামলায়, অনেকসময় নিজ আইনজীবীকে ফাঁকি দিয়ে সঠিক তথ্য মামলায় সন্নিবেশিত করা হয় না। এসব আমাদের (রাষ্ট্রপক্ষের আইনজীবীদের) জন্য বড় সমস্যা হয়ে দাঁড়ায়। সেটি খুঁজে বের করতে হয়, তারপর আদালতের গোচরে আনতে হয়। এটি বাড়তি যন্ত্রণার। 

বাংলা ট্রিবিউন: এই ‘বাড়তি যন্ত্রণা’ থেকে উত্তোরণের উপায় কী?

এএম আমিন উদ্দিন: আমার মনে হয়, আমরা যদি পুরোপুরিভাবে ই-জুডিসিয়ারিতে প্রবেশ করতে পারি, বিচার বিভাগকে ডিজিটালাইজড করতে পারি, তবে এ সমস্যা থাকবে না। এতে যা হবে, কেউ একজন একটি সার্টিফায়েড কপি আপলোড করার পর সেটার বিস্তারিত আমরা সাইট থেকে নামিয়ে দেখে নিতে পারবো।

বাংলা ট্রিবিউন: বিচার বিভাগকে ডিজিটালাউজড করাই কি এখন চ্যালেঞ্জ?

এএম আমিন উদ্দিন: অবশ্যই। ইতোমধ্যে আপিল বিভাগে ঝড়ু-মোকিমের মামলায় দেখা গেলো দুটি আপিল হয়েছে। জেল আপিল নিষ্পত্তি হলো, কিন্তু নিয়মিত আপিল শুনানির জন্য পেন্ডিং থেকে গেলো। তাই বিচার বিভাগ ডিজিটালাইজড না হলে এসব সমস্যাও যাবে না।

বাংলা ট্রিবিউন: আপনি প্রথমবারের মতো সুপ্রিম কোর্টে বারের নেতৃত্বে থাকাকালে সুপ্রিম কোর্টের সেকশনে অনৈতিক লেনদেন কমে এসেছিল। কিন্তু অধস্তন আদালতে এখনও চলছে। এ থেকে উত্তোরণের উপায় কি নেই?

এএম আমিন উদ্দিন: ডিজিটাল বিচার বিভাগ নিশ্চিত করতে পারলে এসব সমস্যা দূর হবে। বারবার টাইপ করা বা কাগজ পাঠানোর প্রক্রিয়া থাকবে না। এখন দেখা যায়, একবার বিচারপতিরা টাইপ করছেন, পরে আবার সেটি টাইপ করতে হচ্ছে। কিন্তু একবার যখন ডিজিটাল বিচার বিভাগে প্রবেশ করতে পারবো তখন এ সমস্যা থাকবে না।

বিচার বিভাগ ডিজিটালাইজড হলে দুর্নীতি বন্ধ হবে: অ্যাটর্নি জেনারেল

বাংলা ট্রিবিউন: একইসঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। ব্যক্তিজীবনে সময় বের করেন কীভাবে?

এএম আমিন উদ্দিন: আমার মতো অনেক আইনজীবী সকালে ঘুম থেকে উঠে প্রস্তুত হয়েই কোর্টে চলে আসেন। এরই মাঝে মামলার ফাইল দেখতে হয়। বাড়িতে ফিরে আবার মামলার ফাইল নিয়ে বসতে হয়। অনেক পড়ালেখাও করতে হয়। সব আইনজীবীর পরিবারেই এ নিয়ে অনুযোগ থাকে। (হেসে বললেন) দেখা যায়, এসব দেখেই অনেক আইনজীবীর সন্তানরা পরে আর আইনজীবী হতে চায় না।

বাংলা ট্রিবিউন: নবীন-প্রবীণ সব আইনজীবীর কাছেই আপনি হাস্যোজ্জ্বল প্রিয় ব্যক্তি। এর পেছনে কী কারণ থাকতে পারে?

এএম আমিন উদ্দিন: আমি খুবই সাদামাটা জীবন-যাপনের চেষ্টা করি। সাধারণ থাকার চেষ্টা করি। মানুষের সঙ্গে যথাসম্ভব ভালো ব্যবহারের চেষ্টা করি। এর মাঝেও কখনও খারাপ ব্যবহার করে ফেলি। এর জন্য পরে নিজেও কষ্ট পাই। তবে চেষ্টা করি, কেউ যখন আমার কাছে আসেন নিশ্চয়ই একটি সমস্যা নিয়ে আসেন। সেটা সমাধানের চেষ্টা করি। না করতে পারলে কারণটি বুঝিয়ে বলি। কাউকে মিথ্যা আশ্বাস দেওয়া পছন্দ করি না। মৃত্যুর পর তো এই আইন অঙ্গনেই আমার মরদেহ আনা হবে, আইনজীবীরাই জানাজায় অংশ নেবেন। তারা যেন তখন আমাকে নিয়ে কটু কথা না বলেন, সেই চেষ্টা করি।

বাংলা ট্রিবিউন: বাংলা ট্রিবিউনকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

এএম আমিন উদ্দিন: বাংলা ট্রিবিউন-এর সবাইকে ধন্যবাদ।

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিমসটেক সামুদ্রিক পরিবহন সহযোগিতা চুক্তি সই
বিমসটেক সামুদ্রিক পরিবহন সহযোগিতা চুক্তি সই
পাহাড়ে কাউকে চাঁদাবাজি বা অস্ত্রবাজি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
পাহাড়ে কাউকে চাঁদাবাজি বা অস্ত্রবাজি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
গরীব মানুষের ঋণ প্রাপ্তি মানবাধিকার: প্রধান উপদেষ্টা 
গরীব মানুষের ঋণ প্রাপ্তি মানবাধিকার: প্রধান উপদেষ্টা 
অতিথি অ্যাপায়নে পরিবেশন করতে পারেন পাউরুটির তৈরি মালাই রোল
অতিথি অ্যাপায়নে পরিবেশন করতে পারেন পাউরুটির তৈরি মালাই রোল
সর্বাধিক পঠিত
সাবেক এমপি-মেয়রসহ আ.লীগের তিন নেতার বাসায় হামলা-ভাঙচুর
সাবেক এমপি-মেয়রসহ আ.লীগের তিন নেতার বাসায় হামলা-ভাঙচুর
বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করলো যুক্তরাষ্ট্র
বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করলো যুক্তরাষ্ট্র
দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে অ্যাকশনে পাসপোর্ট অধিদফতর
দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে অ্যাকশনে পাসপোর্ট অধিদফতর
বাংলাদেশের প্রতিবেশী নীতির কি পরিবর্তন হচ্ছে
বাংলাদেশের প্রতিবেশী নীতির কি পরিবর্তন হচ্ছে
যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ফলাফল বিশ্লেষণ করছে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ফলাফল বিশ্লেষণ করছে বাংলাদেশ