X
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

সাশ্রয়ীমূল্যে ফাইভ-জি ফোন দিতে চায় মটোরোলা

হিটলার এ. হালিম
১২ অক্টোবর ২০২১, ০৯:০০আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১৫:৩৩

নস্টালজিক ব্র্যান্ড মটোরোলা এ দেশে মোবাইল ফোনের কারখানা তৈরি করতে চায়। মোবাইল ফোন প্রেমীদের হাতে তুলে দিতে চায় ‘মেড ইন বাংলাদেশ’ লেখা মটোরোলা ফোন। করোনা মহামারি সেই পরিকল্পনা খানিকটা পিছিয়ে দিলেও সম্ভাবনাকে শেষ করে দেয়নি। এ লক্ষ্যে আগামী মাসে একটি প্রতিনিধি দল বাংলাদেশ পরিদর্শনে আসছে বলে জানালেন এ দেশে মটোরোলার ন্যাশনাল সেলস পার্টনার সেলেক্সট্রা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত। বাংলা ট্রিবিউনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, মটোরোলা ফিচার ফোনও আনবে। তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। সাকিব আরাফাত আশাবাদী, করোনার ধাক্কা কাটিয়ে দেশের মোবাইল ফোনের বাজার আরও বড় হবে। ফাইভ-জি নেটওয়ার্ক চালুর সময় মটোরোলা স্টাইলিশ ফাইভ-জি স্মার্টফোন নিয়ে সেই যাত্রায় শামিল থাকবে।

বাংলা ট্রিবিউন: ডিসেম্বরে দেশে চালু হবে ফাইভ-জি। মটোরোলার পরিকল্পনা কী?

সাকিব আরাফাত: আমরা এরই মধ্যে ফাইভ-জি নিয়ে কাজ শুরু করেছি। আমাদের আপকামিং সেগমেন্ট হলো ফাইভ-জি ফোন। আগামী নভেম্বর মাস নাগাদ মটোরোলার অন্তত তিনটি মডেলের ফাইভ-জি ফোন দেশের বাজারে আসবে। আমাদের পরিকল্পনা হলো সাশ্রয়ী মূল্যে স্মার্টফোনপ্রেমীদের হাতে ফাইভ-জি ফোন তুলে দেওয়া।

বাংলা ট্রিবিউন: ফাইভ-জি ইকোসিস্টেমের সম্ভাবনা কেমন দেখছেন?

সাকিব আরাফাত: আমরা যেভাবে গ্লোবালাইজেশনের দিকে যাচ্ছি, যেভাবে নেট নির্ভর হয়ে পড়ছি এবং ইন্টারনেটের গতি-প্রকৃতি দেখে মনে হচ্ছে, আগামীতে ফাইভ-জির কোনও বিকল্প নেই। শিল্প খাত, ব্যক্তিক ব্যবহার—সব জায়গায় এটি আগ্রহ তৈরি করবে। সরকারও ফাইভ-জি নিয়ে আশাবাদী। আমরা সরকারের ফাইভ-জি জার্নিতে সহযাত্রী হতে পারবো।

বাংলা ট্রিবিউন: করোনা মহামারির পরে দেশের মোবাইল ফোনের বাজার এখন কেমন?

সাকিব আরাফাত: করোনা মহামারি চলাকালে দেশের টেলিকম খাত ও আইসিটি খাত ভালো ছিল। তেমন কোনও প্রভাব পড়েনি। এই সময়ে গ্রাহক তার প্রয়োজনীয় পণ্য পেয়েছেন। ঘরে বসে অফিস করা, ক্লাস করা, কেনাকাটা—সবকিছু প্রযুক্তিনির্ভর থাকায় ভালোভাবেই করোনাকাল পার হওয়া গেছে। এখন মার্কেট খুলেছে। স্মার্টফোনের চাহিদা বাড়ছে। রেভিনিউ বেড়েছে। তবে বিশ্ব বাজারে চিপ সংকট থাকায় স্মার্টফোনের সরবরাহে কিছুটা প্রভাব পড়েছে। এই সংকট কাটতে শুরু করেছে।

বাংলা ট্রিবিউন: আমরা জেনেছি মটোরোলা দেশে মোবাইল কারখানা স্থাপন করবে। বিখ্যাত ব্র্যান্ডগুলোর মধ্যে দুই একটি বাদে সবাই মোবাইলের কারখানা চালু করেছে। আপনাদের পরিকল্পনা কী? 

সাকিব আরাফাত: এ দেশে মটোরোলার কারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে। আমরা সেভাবেই এগোচ্ছিলাম। করোনার কারণে পিছিয়ে পড়েছি। কারখানা স্থাপনের জন্য একটি প্রতিনিধ দলের এ দেশ ভিজিট করার কথা ছিল। সব তথ্য তাদের দেওয়া রয়েছে। কিন্তু করোনার কারণে তাদের ভিজিট হয়নি। আমরা আশাবাদী নভেম্বর মাসে সেই ভিজিট হবে। তারপরই আসলে আমরা দিনক্ষণ বলতে পারবো কবে নাগাদ বাংলাদেশে মটোরোলা কারখানা চালু করবে।

বাংলা ট্রিবিউন: মটোরোলা ফিচার ফোন নিয়ে আসছে—এ ধরনের কথাও শোনা যাচ্ছে। মাকের্ট শেয়ার বাড়ানোই কি উদ্দেশ্য?

সাকিব আরাফাত: আমরা শুনেছি মটোরোলা ফিচার ফোন তৈরি করতে যাচ্ছে। তবে কবে নাগাদ ফিচার ফোন বাজারে আসবে এমন তথ্য আমাদের হাতে নেই। অফিসিয়ালিও আমাদের এখনও কিছু জানানো হয়নি। আমরা আশাবাদী চলতি মাসের শেষ দিকে জানতে পারবো মটোরোলার ফিচার ফোন কেমন হবে, তাতে ফোর-জি ব্যবহার করা যাবে কিনা ইত্যাদি।

সাশ্রয়ীমূল্যে ফাইভ-জি ফোন দিতে চায় মটোরোলা

বাংলা ট্রিবিউন: ক্রেতারা আসলে কত টাকার মধ্যে একটি স্মার্টফোন কিনতে চান? সাশ্রীয় বা বাজেট ফোন কত টাকা দামের হওয়া উচিত?

সাকিব আরাফাত: আমরা দেখেছি একজন ক্রেতা যখন মোবাইল ফোন কিনতে আসেন তখন শক্তিশালী ব্যাটারি, ভালো ক্যামেরা, চার্জার, র‌্যাম ও রমটা দেখেন। কিন্তু মোবাইলের দাম হতে হবে হাতের নাগালে। হাতের নাগালে পেলে তবেই তারা সেটি কেনেন। আমাদের কাছে মনে হয়েছে, ক্রেতা এই মানের ফোন কিনতে ১০ থেকে ২০ হাজার টাকা খরচ করতে আগ্রহী। এই রেঞ্জটাকে আমরা বলছি সাশ্রয়ী বা বাজেট ফোন। এই দামের ফোনের মার্কেট শেয়ার ৩৭-৪৫ শতাংশ।

/আইএ/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাটারায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া, যুবক গ্রেফতার
ভাটারায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া, যুবক গ্রেফতার
শর্তসাপেক্ষে সব জিম্মিকে ছেড়ে দিতে প্রস্তুত হামাস
শর্তসাপেক্ষে সব জিম্মিকে ছেড়ে দিতে প্রস্তুত হামাস
জাতীয় পুরস্কারের সম্ভাব্য তালিকায় যারা
জাতীয় পুরস্কারের সম্ভাব্য তালিকায় যারা
চ্যাম্পিয়ন্স লিগে লা লিগারও পাঁচ দল নিশ্চিত
চ্যাম্পিয়ন্স লিগে লা লিগারও পাঁচ দল নিশ্চিত
সর্বাধিক পঠিত
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
ভাসানচরকে চট্টগ্রামের সন্দ্বীপে অন্তর্ভুক্ত না করতে আইনি নোটিশ
ভাসানচরকে চট্টগ্রামের সন্দ্বীপে অন্তর্ভুক্ত না করতে আইনি নোটিশ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, উভয় পাশে যান চলাচল বন্ধ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, উভয় পাশে যান চলাচল বন্ধ
টিপকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে সেই কনস্টেবলের মামলা
টিপকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে সেই কনস্টেবলের মামলা