X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

যে কারণে তৃপ্ত আব্দুর রাজ্জাক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০২১, ১৯:১৬আপডেট : ০২ অক্টোবর ২০২১, ১৯:১৬

হুট করেই জাতীয় লিগ শুরুর ঘোষণা দিয়ে ক্রিকেটারদের মাঠে নামিয়ে দেওয়া হতো। ফলে ফিটনেস কিংবা প্রস্তুতি- কিছুই ভালো হতো না ক্রিকেটারদের। তবে এবার আগেভাগে ঘোষণা আসায় ক্রিকেটারদের ফিটনেসের পাশাপাশি প্রস্তুতিটাও ভালো। এটাই তৃপ্তি দিচ্ছে সাবেক স্পিনার আব্দুর রাজ্জাককে।

গত আসরে ছিলেন খেলোয়াড়। এক মৌসুমেই পরিচয় বদলে গেছে রাজ্জাকের। এখন তিনি জাতীয় দলের নির্বাচক। আজ (শনিবার) তিন বিভাগের ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা হয় বিসিবির ইনডোরে। ফিটনেস পরীক্ষা পর্যবেক্ষণ করতে এসেছিলেন সাবেক বাঁহাতি স্পিনার।

সেখানেই জাতীয় লিগ নিয়ে তৃপ্তির ঢেকুর তুললেন রাজ্জাক, ‘দেখুন এক এক করে সিস্টেম যুক্ত হচ্ছে। এখন যেমন ফিটনেস টেস্ট। তার আগে হোটেলে রিপোর্টিং করতে হতো। এখন প্রত্যেক বিভাগে আলাদা ক্যাম্প হচ্ছে। এগুলো প্রক্রিয়ার মধ্যেই আছে। আমার কাছে মনে হয় সুন্দর প্রক্রিয়াতেই এগোচ্ছে। বৃষ্টির কারণে কোনও সমস্যা না হলে যথেষ্ট প্রতিযোগিতা হবে।’

সঙ্গে যোগ করলেন, ‘প্রত্যেক বছরই কিছু না কিছুতে উন্নতি হচ্ছে। আগে বেশি ড্র হতো। এখন প্রায় ম্যাচেই ফলাফল বের হয়। তার মানে প্রতিযোগিতা বেড়েছে। প্রত্যেক খেলোয়াড় চায় ১০০ রান করতে, ৫ উইকেট পেতে। এটা উন্নতির লক্ষণ। আগে এক-দুইজন ছিল। এখন ১১ জনের সঙ্গে বাইরের ওরাও ভালো করতে চায়। ২০০-৩০০ করা, ৫-৬ উইকেট পাওয়ার সাহস হয়েছে।’

পারফরম্যান্স মূল্যায়ন না হওয়ার অভিযোগ বেশ পুরনো। নির্বাচকের দৃষ্টিতে রাজ্জাক বললেন সবকিছুই ঠিক আছে, ‘কেউ এটা মনে করে থাকলে ভুল হবে। আমাদের পারফরম্যান্স দেখাই হয় এই দুই-তিনটি খেলায়- এনসিএল, বিসিএল, ডিপিএল আর এখন বিপিএল। এখানে যারা পারফর্ম করে সাধারণত তারাই থাকে। তারপরও সন্দেহ থাকার কথা না। এমন কিছু হতে পারে- কিছু খেলোয়াড় থাকে, যারা প্রথম শ্রেণির ক্রিকেটেই শুধু খেলছে। তুষার ইমরানের কথা ধরুন, ভালো খেলছে, কিন্তু এখন কি ওকে নেওয়া সম্ভব? এসব অভিযোগ থাকবে। এ নিয়ে চিন্তার কিছু নেই। মূল ব্যাপার হলো, যাদের নিয়ে জাতীয় দল চিন্তা করছেন, তাদের ঠিক পথে নিতে পারছি কিনা।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
হাওরে ইজারা বন্ধ করতে হবে: মৎস্য উপদেষ্টা
হাওরে ইজারা বন্ধ করতে হবে: মৎস্য উপদেষ্টা
৫০০ টাকায় ২০ এমবিপিএস গতির ইন্টারনেট দিতে চায় আইএসপিএবি  
৫০০ টাকায় ২০ এমবিপিএস গতির ইন্টারনেট দিতে চায় আইএসপিএবি  
এগিয়ে যাওয়ার ক্ষেত্রে রাজনৈতিক বিভাজন বড় বাধা: ঢাবি উপাচার্য
এগিয়ে যাওয়ার ক্ষেত্রে রাজনৈতিক বিভাজন বড় বাধা: ঢাবি উপাচার্য
সর্বাধিক পঠিত
এক সংবাদ একই শিরোনামে ১৩ পত্রিকায়, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
এক সংবাদ একই শিরোনামে ১৩ পত্রিকায়, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
মৃত্যুর আগে ফেসবুকে লিখলেন ‘ওরা মানুষকে মানুষ মনে করে না’
মৃত্যুর আগে ফেসবুকে লিখলেন ‘ওরা মানুষকে মানুষ মনে করে না’