X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

শিক্ষার্থীদের চুল কাটলো কে!

উদিসা ইসলাম
২৯ সেপ্টেম্বর ২০২১, ২১:১৯আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৫:৪৫

শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ ছাত্রের মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে বিভাগীয় চেয়ারম্যান ও সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করা শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেনের বিরুদ্ধে। অপমান সহ্য করতে না পেরে এক শিক্ষার্থী এরমধ্যে আত্মহত্যার চেষ্টা করে এখন হাসপাতালে। কিন্তু অভিযুক্ত শিক্ষক বলছেন, এমন কোনও ঘটনা তিনি ঘটাননি।

“১৬ জন অভিযোগ করেছে (শিক্ষার্থীরা বলছেন ১৪ জন)। ১৬ জনের চুল কাটতে ন্যূনতম ১৬ মিনিট লাগার কথা। এরমধ্যে ওরা একজনও প্রতিবাদ করলো না? ছবি তোলা বা ভিডিও করলো না? দুদিন পর যখন ‘প্রতিবাদ’ শুরু করলো আমি সত্যি অবাক।” বাংলা ট্রিবিউনকে এমনটা জানালেন ফারহানা ইয়াসমিন বাতেন।

তার এমন কথার জবাবে ‘চুল হারানো’ শিক্ষার্থীরা বলছেন, আমাদের চুল তবে কোথায় গেলো? ১৪ শিক্ষার্থীর একজন হাবিবুর রহমান। তিনি বাংলা ট্রিবিউনকে জানালেন, ‘সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের প্রথম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান পরিচিতি বিষয়ের ফাইনাল পরীক্ষার হলে প্রবেশের সময় এ ঘটনা ঘটে। কয়েক দিন আগে ক্লাস চলাকালে চুল বড় রাখার বিষয়ে ছাত্রদের সতর্ক করেন বিভাগের চেয়ারম্যান ও সহকারী প্রক্টর ফারহানা ইয়াসমিন বাতেন। তার ভয়ে সবাই পরদিন চুল ছোট করে। এরপরও পরীক্ষার হলের দরজার সামনে কাঁচি হাতে দাঁড়িয়েছিলেন। হাত দিয়ে ধরে চুল মেপে দেখেন তিনি। যাদের চুল মুঠোর মধ্যে ধরা গেছে, তাদের সামনের দিকের বেশ খানিকটা কাঁচি দিয়ে কেটে দিয়েছেন।’

‘আমি কেঁদেছি, মন খারাপ করে পরীক্ষা শেষ করেছি। উনি একটা কথা বলেননি। এখন বলছেন আমরা গল্প বলছি। ছবি বা ভিডিও করার পরিস্থিতি ছিল না। বিভাগে কিছু ঘটলে ছাত্ররা সেখানে দাঁড়িয়ে ভিডিও করবে, এটা কতটা যৌক্তিক?’ বললেন হাবিবুর।

বিভাগের আরেক শিক্ষার্থী তায়েবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সেদিন আমি উপস্থিত ছিলাম। তিনি চুল কেটেছেন সচক্ষে দেখেছি। এখন কেন অস্বীকার করছেন জানি না। সেখানে সিসিটিভি ছিল। সকাল ৮টা ৫০ থেকে ৯টা ১০ পর্যন্ত সময়কার ফুটেজ দেখা গেলেই সব পরিষ্কার হয়ে যাবে।’

ফারহানা ইয়াসমিন বাতেন ২০১৮ সালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। ঘটনা অস্বীকার করে বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘তদন্তে সত্য বেরিয়ে আসবে। চুপ করে আছি বলে আমি দোষী, এটা ভেবে নেওয়া ঠিক হবে না। আমি এমন কোনও কাজে জড়িত নই।’

ঘটনার সময় আরও দুজন শিক্ষক উপস্থিত ছিলেন পরীক্ষা কেন্দ্রে। তাদের কারও সঙ্গেই যোগাযোগ করা সম্ভব হয়নি।

এদিকে এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ওঠে সমালোচনার ঝড়। বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় চুল কেটে দেওয়া কীসের ইঙ্গিত, প্রশ্ন অনেকের। প্রশাসনের দায়িত্ব পালনের অভিজ্ঞতা থেকে অনেকে বলছেন, প্রক্টরের দায়িত্বে থাকা অবস্থায় এমন কাজ যিনি করেছেন তার বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ আনা যায়।

প্রতিক্রিয়া ব্যক্ত করে মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেন, ‘আমি সংবিধান উচ্চারণ করতে চাই। আমাদের সংবিধানে জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার সংরক্ষণ অংশে বলা আছে, জীবন ও ব্যক্তি-স্বাধীনতার অধিকার থেকে কোনও ব্যক্তিকে বঞ্চিত করা যাবে না। ফলে যদি তিনি এই কাজটি করে থাকেন তবে তা অন্যায় হয়েছে।’

চুল বড় রাখার কারণে জোর করে কেটে দেওয়ার যে ঘটনা ঘটেছে তা শুধু দুঃখজনক ও অস্বাভাবিক ঘটনাই নয়, দণ্ডনীয় অপরাধও। এমনটা বলেছেন নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের পোস্ট-ডক্টরাল ফেলো ড. এম সানজীব হোসেন।

বাংলা ট্রিবিউনকে তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ছাত্র লম্বা চুল রাখবে কি রাখবে না, তা নিয়ে একজন শিক্ষক কেন মাথা ঘামাবেন তা মোটেই বোধগম্য নয় আমার কাছে। দেশে একের পর এক বিশ্ববিদ্যালয় খোলা হয়েছে। তবে কেমন মানুষ শিক্ষক হবেন সেদিকে পর্যাপ্ত মন দেওয়া হয়নি। আমি যুক্তরাজ্যের অক্সফোর্ড ও ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেছি পাঁচ বছর। ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি চার বছর। একজন ছাত্র কী কাপড় পরবেন, চুল লম্বা রাখবেন কিনা, এ নিয়ে কোনও শিক্ষককে চিন্তিত হতে দেখিনি। নিজে যখন শিক্ষকতা করেছি, এসব বিষয়ে ভাবিনি।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি মোস্তাক আহমেদ। সহকারী প্রক্টরের দায়িত্ব পালন করেছেন তিনি। মোস্তাক আহমেদ বলেন, ‘ছাত্র চুল কত বড় রাখলো এটা দেখা বিশ্ববিদ্যালয়ের কাজ না। কেউ যদি প্রক্টরিয়াল দায়িত্ব থেকে কাজটি করে থাকেন তবু সেটা ঠিক হয়নি। প্রক্টরের কাজ নিরাপত্তা নিশ্চিত করা। কে চুল বড় রাখলো সেটা দেখা তার কাজ নয়। যিনি এমনটা করেছেন তার নৈতিক স্খলন ঘটেছে বলে আমরা ধরে নিতে পারি।’

 

/এফএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম
প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম
মাদারীপুরের শিবচর থেকে ককটেল-গুলি ও ইয়াবা উদ্ধার
মাদারীপুরের শিবচর থেকে ককটেল-গুলি ও ইয়াবা উদ্ধার
গৃহকর্মী-যৌনকর্মীদের ‘শ্রমিক’ হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ
গৃহকর্মী-যৌনকর্মীদের ‘শ্রমিক’ হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ
সবার জন্য উন্মুক্ত হবে মাঠ, কোনও ক্লাবের দখলে থাকবে না: ডিএনসিসি প্রশাসক
সবার জন্য উন্মুক্ত হবে মাঠ, কোনও ক্লাবের দখলে থাকবে না: ডিএনসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
চীনের অর্থনীতি আবারও চমকে দিলো বিশ্বকে
চীনের অর্থনীতি আবারও চমকে দিলো বিশ্বকে