X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

লকডাউন বাস্তবায়নে যেভাবে কাজ করবে পুলিশ

জামাল উদ্দিন
১৩ এপ্রিল ২০২১, ০৯:০০আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ০৯:০০

লকডাউন বাস্তবায়নে সরকারের দেওয়া নির্দেশনা অনুযায়ী কাজ করবে পুলিশ। জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি ক্ষেত্র বিশেষে আইন প্রয়োগ করে হলেও সরকারের নির্দেশনা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এছাড়া করোনায় নিজেদের সুরক্ষার পাশাপাশি পুলিশ সাধারণ মানুষের সুরক্ষায়ও কাজ করবে নিয়মিত। গত বছর দেশে করোনা সংক্রমণ শুরু হলে আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক পুলিশ হিসেবে পরিচিতি পেয়েছিল পুলিশ। সেই সুনাম অব্যাহত রাখতে চায় সরকারের এই আইন-শৃঙ্খলা বাহিনী। এরইমধ্যে করোনায় মানুষের সচেতনতা বাড়াতে কাজ শুরু করেছে পুলিশ।
পুলিশ সদর দফতরের সংশ্লিষ্ট সূত্র জানায়, করোনায় কার্যক্রম চালাতে পুলিশ সদর দফতর ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর কমব্যাট কোভিড-১৯ পেনডামিক-২০২০’  নামে একটি এসওপি তৈরি করেছে। সে অনুযায়ী পুলিশ সদর দফতরের নির্দেশনায় সারা দেশের পুলিশ ইউনিটগুলো করোনার বিরুদ্ধে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এছাড়াও সরকারের পক্ষ থেকে যখন যেই নির্দেশনা দেওয়া হবে, সে অনুযায়ী কাজ চালাবে তারা। এসওপি অনুযায়ী প্রতিটি ইউনিটে অপারেশনাল কমিটি ও টেকনিক্যাল কমিটিসহ একাধিক কমিটি রয়েছে। যারা পুলিশের দায়িত্ব পালনের ক্ষেত্রে দিক নির্দেশনা দেবেন। একইসঙ্গে পুলিশ সদস্যদের মনোবল অটুট রাখতে তাদের পরিবারের সদস্যদের জন্য নগদ সহায়তাসহ বিভিন্ন উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যদের দেখা শোনার জন্য ‘বিশেষ টিম’ গঠন করা আছে। এই টিম করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় সবকিছুর ব্যবস্থা করবে।
গত ২১ মার্চ থেকে দ্বিতীয় দফায় পুলিশ করোনা সংক্রমণ ঠেকাতে জনগণের মাঝে সচেতনতা বাড়াতে উদ্ধুদ্ধকরণ কর্মসূচি হাতে নেয়। জনগণকে উদ্ধুদ্ধ করতে মাস্ক বিতরণ করে তারা। করোনামুক্ত থাকতে হলে সচেতনতার কোনও বিকল্প নেই বলেও মনে করেন পুলিশ কর্মকর্তারা।
পুলিশ কর্মকর্তারা বলছেন, নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি করোনা মোকাবিলায়ও পুলিশ মাঠে থেকে কাজ করে যাচ্ছে। করোনা সংকটে যখন কেউ পাশে থাকে না, তখন পুলিশ সদস্যরা গিয়ে পাশে দাঁড়িয়েছেন। করোনায় মৃত্যুর পর লাশ দাফন ও সৎকারের কাজও করছে পুলিশ। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায়ও মানুষের পাশে দাঁড়াতে পিছপা হবে না পুলিশ। এরইমধ্যে প্রায় ২০ হাজার পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৮৯ জন।
পুলিশ সদর দফতরের জনসংযোগ বিভাগের এআইজি মো. সোহেল রানা বলেন, ‘সরকার যেসব নির্দেশনা দিয়েছে বা দেবে— তার আলোকেই লকডাউন বাস্তবায়নে কাজ করবে পুলিশ। এছাড়া করোনাকালে পুলিশের দায়িত্ব পালনের বিষয়ে পুলিশ সদর দফতর থেকে একটি আন্তর্জাতিক মানের এসওপি তৈরি করা হয়েছে। সেখানে সুস্পষ্টভাবে বলা আছে— পুলিশ করোনাকালে কীভাবে দায়িত্ব ও কর্তব্য পালন করবে। সেই এসওপি অনুসরণ করে সরকারি নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করবেন পুলিশ সদস্যরা।
ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপ কমিশনার ইফতেখায়রুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, লকডাউন বাস্তবায়নে সরকারের যে বিধিবদ্ধ দায়িত্ব সেটা পালন করবে পুলিশ। তাছাড়া নিয়মিত চেকপোস্টগুলো তাদের কাজ চালিয়ে যাবে।
পুলিশের একজন কর্মকর্তা বলেন, লকডাউন বাস্তবায়নে সরাসরি শাস্তিমুলক ব্যবস্থা নেওয়ার কোনও সুযোগ নেই পুলিশের। এক্ষেত্রে মোবাইল কোর্টের প্রয়োজন হয়। সংক্রমণ আইনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয় আছে। সেটাও বাস্তবায়ন করতে হলে ম্যাজিস্ট্রেট লাগবে। তবে স্থানীয় সিভিল প্রশাসন ও মেডিক্যাল অথরিটি তাদের প্রয়োজন অনুযায়ী পুলিশকে নির্দেশনা নেবে।

 
 
/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আত্মীয়ের জানাজা শেষে ফেরার পথে প্রাণ গেলো মা-ছেলের
আত্মীয়ের জানাজা শেষে ফেরার পথে প্রাণ গেলো মা-ছেলের
বৃষ্টির প্রার্থনায় বিভিন্ন জেলায় নামাজ আদায়
বৃষ্টির প্রার্থনায় বিভিন্ন জেলায় নামাজ আদায়
ফেসবুকে পোস্ট দিয়ে শিশুসন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
ফেসবুকে পোস্ট দিয়ে শিশুসন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর বোল্ট
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর বোল্ট
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা