X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্স স্তর ঢেলে সাজানোর পরিকল্পনা

এস এম আববাস
১০ এপ্রিল ২০২১, ১০:০০আপডেট : ১০ এপ্রিল ২০২১, ১০:০০

এমপিওভুক্ত বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স স্তর ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিগগিরই একটি কমিটি এ নিয়ে কাজ শুরু করবে। শিক্ষক প্রশিক্ষণ এবং শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বিবেচনায় রেখে সার্বিক পরিকল্পনা করা হচ্ছে।

জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, ‘আমরা কাজ শুরু করেছি। শিগগিরই একটি কমিটি বিষয়টি নিয়ে কাজ করবে।’

গত ২৪ জানুয়ারি আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছিলেন, ‘শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো হবে। যেসব বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্স রয়েছে, পর্যায়ক্রমে সেগুলো বন্ধ করে দেওয়া হবে। কলেজগুলোয় বিভিন্ন ধরনের শর্টকোর্স পড়ানো হবে। কলেজগুলো থেকে যারা বিএ, বিএসসি ও বি-কম পাস করবেন তাদের জন্য ওই কোর্সগুলো থাকবে।’

শিক্ষামন্ত্রীর এই নির্দেশনার পর বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স স্তর নিয়ে অভ্যন্তরীণ আলোচনা শুরু করে শিক্ষা মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় কাজ শুরু করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।   

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মো. মাহবুব হোসেন বলেন, ‘আমরা বেসরকারি কলেজ থেকে অনার্স একবারেই উঠিয়ে দেবো না। অনার্স ডিগ্রিকে উপযোগী করে তোলা হবে। বেসরকারি অনেক কলেজে অনার্স স্তরের ডিগ্রির স্ট্যান্ডার্ড বজায় রাখা হচ্ছে না। ক্ষেত্রবিশেষে অনার্স স্তর নিয়ে আরও গবেষণা হবে। পুরো চিত্রটা এখনই বোঝা যাচ্ছে না। তবে পরিবর্তন আসবে।’

এ ক্ষেত্রে উচ্চশিক্ষায় সংকট তৈরি হবে কিনা জানতে চাইলে মো. মাহবুব হোসেন বলেন, ‘আমরা সংকট তৈরি করছি, এমনটা নয়। গ্রামে যত্রতত্র অনার্স স্তর থাকলে স্ট্যান্ডার্ড ঠিক রাখা যাবে না। বাজারের চাহিদার ভিত্তিতে কোর্সটির উন্নয়ন করা হবে। বাজারে কিছু বিষয়ের চাহিদা রয়েছে। সব বিষয়ের নেই। সেসব বিবেচনায় রেখে কমিটি কাজ করবে।’

শিক্ষকদের আর্থিক নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, ‘শিক্ষকদের আর্থিক অবস্থান শক্ত না করলে তারা অংশ নেবেন কেন? অভ্যন্তরীণ আলোচনা হয়েছে। বেসরকারি কলেজের অনার্স স্তর নিয়ে যে হতাশা শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে রয়েছে, সে জায়গা থেকে বেরিয়ে আসতে চাই।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এমপিওভুক্ত বেসরকারি কলেজের ডিগ্রি স্তরের শিক্ষকরা সরকারি বেতন-ভাতার অংশ পেলেও অনার্স-মাস্টার্স স্তরের শিক্ষকরা পান না। ২৮ বছরের বঞ্চনার শেষ সমাধান হিসেবে জনবল কাঠামোতে পদ অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে আসছিলেন তারা।

শর্টকোর্স চালুর বিষয়ে শিক্ষামন্ত্রীর আশ্বাসে শিক্ষকদের মধ্যে আর্থিক নিরাপত্তার নিশ্চয়তা তৈরি হলেও নতুন জনবল কাঠামো ও এমপিও নীতিমালা জারির পর আবার হতাশায় পড়েন তারা। কারণ, ২০২১ সালের ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা’ প্রকাশের পর দেখা যায় কাঠামোতে অনার্স-মাস্টার্স স্তর নেই। তাই অনার্স স্তর ঢেলে সাজানোর কাজ শেষ হলে শিক্ষকদের আর্থিক নিরাপত্তাও নিশ্চিত হবে বলে জানান সচিব।

 

 

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়