X
শনিবার, ০৫ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

‘নারী ও কন্যাশিশুরা বড় ঝুঁকির মধ্যে থেকে গেছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০২১, ২৩:০১আপডেট : ৩১ মার্চ ২০২১, ২৩:০১

করোনা মহামারিকালীন জেন্ডারভিত্তিক অভিজ্ঞতার আলোকে দেখা গেছে দেশে নারী, কন্যাশিশুরা বড় ঝুঁকির মধ্যে রয়েই গেছে। সমাজে অবস্থানের দিক থেকে দুর্বলতার মাপকাঠিতে নারী ও পুরুষের মধ্যে বেশ বড় ফারাক আছে। নারী মানসিক ও শারীরিক নিপীড়নের কারণে ক্রমাগত দুর্বলতর হচ্ছে। করোনার কারণে নারীর যৌন ও প্রজনন স্বাস্থ্য সংক্রান্ত তথ্য ও সেবা পাওয়ার হারও কমে গেছে।

বুধবার (৩১ মার্চ) মানুষের জন্য ফাউন্ডেশন ও ব্র্যাকের জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথ যৌথভাবে উত্থাপিত ‘লাইফ ইন দ্যা টাইমস অব করোনা ভাইরাস: এ জেন্ডার পারসপেকটিভ, এভিডেন্স ফ্রম বাংলাদেশ’ বিষয়ক একটি গবেষণাপত্রে এসব তথ্য উল্লেখ করা হয়। এই কাজে সহায়তা করেছে শেয়ার নেট ইন্টারন্যাশনাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম ।

গবেষণায় বলা হয়েছে, বিশ্বে করোনাকালে সবচেয়ে বেশি ঘটমান বিষয় ছিল স্বাস্থ্য এবং আর্থ-সামাজিক সংকট, যা বর্তমান ও ভবিষ্যৎ কর্মপন্থা গ্রহণে প্রভাব রাখবে। করোনার পুরো সময়কালে জেন্ডার সম্পর্ক এবং যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে দৃষ্টিও খুব কম দেওয়া হয়েছে।

গবেষণায় বলা হয়, করোনার মতো সংক্রামক রোগ ব্যবস্থাপনার ক্ষেত্রেও দেখা গেছে নারীর স্বাস্থ্য চিন্তা সেখানে অপ্রধান বা গৌণ। বিশেষ করে নারীর যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়টিও এই করোনাকালে খুবই অবহেলিত ছিল। কারণ এসময়ে প্রজনন স্বাস্থ্য সংক্রান্ত সুবিধাদি যেমন স্থায়ী ক্লিনিক, গৃহ-পর্যন্ত সেবা প্রদান, সেবাদানের সময় কমে যাওয়াসহ সরবরাহে বিঘ্ন ঘটেছে। সেইসাথে কমেছে সেবাগ্রহীতার সংখ্যাও।

মানুষের জন্য ফাউন্ডেশন জানায়, ২০২০ সালের জুলাই থেকে ২০২১ এর মার্চ পর্যন্ত এই গবেষণা পরিচালিত হয়েছে দেশের ১০ টি অঞ্চলে। অঞ্চলগুলো হলো রাঙ্গামাটি, বান্দরবান, নেত্রকোনা, কুড়িগ্রাম, পটুয়াখালী, বরগুনা, নীলফামারী, ঢাকা মহানগরী এবং সাভার।

গবেষণায় জড়িত ছিলেন শাহানা সিদ্দিকী, ফারহানা আলাম, সুভাষচন্দ্র বিশ্বাস এবং সামিরা আহমেদ রাহা।

/এসও/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তুর্কমেনিস্তানকে উড়িয়ে গ্রুপ সেরা হয়ে এশিয়ান কাপে বাংলাদেশ 
তুর্কমেনিস্তানকে উড়িয়ে গ্রুপ সেরা হয়ে এশিয়ান কাপে বাংলাদেশ 
ভাইয়ের লাশ আনতে গিয়ে, লাশ হলেন আরও দুই জন
ভাইয়ের লাশ আনতে গিয়ে, লাশ হলেন আরও দুই জন
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
‘নতুন করে লিখতে আপত্তি নেই, তবে এটি এখনও বিশ্বের সবচেয়ে ভালো সংবিধানের একটি’
‘নতুন করে লিখতে আপত্তি নেই, তবে এটি এখনও বিশ্বের সবচেয়ে ভালো সংবিধানের একটি’
সর্বাধিক পঠিত
৯ ধরনের মামলার আগে মধ্যস্থতার বাধ্যবাধকতা: বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে?
৯ ধরনের মামলার আগে মধ্যস্থতার বাধ্যবাধকতা: বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে?
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা
জুলাই অভ্যুত্থানের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড: মাহফুজ আলম
জুলাই অভ্যুত্থানের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড: মাহফুজ আলম
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ