X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

করোনায় আক্রান্ত ঋতুপর্ণা, কোয়ারেন্টিনে সিঙ্গাপুর

বিনোদন ডেস্ক
১৬ মার্চ ২০২১, ১২:৪৯আপডেট : ১৬ মার্চ ২০২১, ১৫:৪৫

ঋতুপর্ণা সেনগুপ্ত করোনাভাইরাসে আক্রান্ত হলেন দুই বাংলার অন্যতম অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

সোমবার (১৫ মার্চ) রাতে এই অভিনেত্রী নিজেই জানালেন খবরটি, টুইটারে। লিখলেন, ‘আমি কোভিড-১৯ পজিটিভ হয়েছি। তবে সবাইকে এটাও নিশ্চিত করতে চাই, আমি সুস্থ আছি। তেমন কোনও অসুবিধা হচ্ছে না। শরীরে করোনার কোনও উপসর্গ নেই। তবে চিকিৎসকদের পরামর্শ মেনে চলছি।’

এটিও জানান, তিনি এখন অবস্থান করছেন সিঙ্গাপুরে। সেখানেই তিনি কোয়ারেন্টিনে রেখেছেন নিজেকে।

ঋতু সবাইকে অনুরোধ করে বলেন, ‘সবাইকে শান্ত ও সুরক্ষিত থাকার অনুরোধ জানাচ্ছি। আমার বাড়ির সব সদস্য ও কর্মচারী ভালো আছেন। আপনাদের শুভকামনার জন্য হাতজোড় করে ধন্যবাদ জানাচ্ছি।’

করোনার আতঙ্ক কাটিয়ে ক্রমেই স্বাভাবিকের পথে এগুচ্ছে ভারত ও বাংলাদেশ। তবে তার মধ্যেই গত কয়েকদিন ধরে দুই দেশে সংক্রমণ উল্লেখযোগ্যভাবে বাড়ছে। ঋতুপর্ণার খবরটির সূত্র ধরে অনুমান করা যায়, সিঙ্গাপুরও করোনামুক্ত নয়। কারণ, ধারণা করা হচ্ছে এই শিল্পী সে দেশে গিয়েই আক্রান্ত হয়েছেন।

চলতি মাসের শুরুর দিকে কলকাতাতেই দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে। ‘অচেনা উত্তম’ ছবির মহরতে অংশ নিয়েছেন। এতে সুচিত্রা সেনের ভূমিকায় অভিনয় করবেন ঋতুপর্ণা।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
ধর্ম ইস্যুতে অভিনেতা সামনে আনলেন ছেলের জন্মসনদ!
ধর্ম ইস্যুতে অভিনেতা সামনে আনলেন ছেলের জন্মসনদ!
৩৬ দিনে ৩৬ পর্বের ‘৩৬ জুলাই’
৩৬ দিনে ৩৬ পর্বের ‘৩৬ জুলাই’
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার