X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

চেয়ারম্যানকে ৩০ হাজার টাকা দিয়েও মেলেনি উপহারের ঘর!

আবদুল কাইউম, পটুয়াখালী
১৫ মার্চ ২০২১, ১২:৩৮আপডেট : ১৫ মার্চ ২০২১, ১২:৩৮

প্রধানমন্ত্রীর গৃহহীন পরিবারকে উপহার হিসেবে নতুন ঘরের তালিকায় নাম ছিল পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নের গরিব হিরণের। তার নামে একটি ঘরও বরাদ্দ হয়ে আসে। তবে চেয়ারম্যানকে দাবিকৃত টাকা না দেওয়ার কারণে হিরণের নামে বরাদ্দ ঘরটি এখন ওই চেয়ারম্যানের কর্মচারী পেয়েছেন।

ভুক্তভোগী হিরণ আকন বলেন, যে সময় ঘরের নাম নেওয়া শুুরু হয় তখন ঘর দিবে বলে আমাদের চেয়ারম্যান ভোটার আউডির ফটোকপি ও ছবি চান। এ সময় তিনি ৩০ হাজার টাকা দাবি করেন। আমি ছবি, ভোটার আইডির ফটো ও ৩০ হাজার টাকা চেয়ারম্যানকে দেই। কিছুদিন পর চেয়ারম্যান ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে বলেন। তার কথা মতো পাঁচশ’ টাকা দিয়ে পূবালী ব্যাংকে অ্যাকাউন্ট খুলি। ঘর বরাদ্দ হয়ে আসার পরে চেয়ারম্যান আমাকে ডেকে নিয়ে বলেন, তোর নামে ঘর আসছে, এখন আরও ৭০ হাজার টাকা দিতে হবে। আমি বললাম প্রধানমন্ত্রী ঘর দিছেন, তাতে আপনারে টাকা দিমু কেন। এ কথা বলায় চেয়ারম্যান আমাকে মারধর করেন। বাকি ৭০ হাজার টাকা না দেওয়ায় আমার নামে আসা ঘরটি তার মৎস্য-ঘেরের কর্মচারী শামীমের বাবা আইয়ুব আকনের জমিতে তৈরি করে তাদেরকে দিয়ে দেন। আমি এখন বউ, বাচ্চা নিয়া শ্বশুরবাড়ি থাকি। চেয়ারম্যানের ভয়ে বাড়ি যাই না।

তবে অভিযোগ অস্বীকার করেন মাধবখালী ইউপি চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম তালুকদার। তিনি বলেন, ঘর দেওয়ার আমি কে? আমি শুধু নামের তালিকা দিয়েছি। কোথায় ঘর তোলা হবে এটা প্রকল্প বাস্তবায়ন অফিসের দায়িত্ব। আমি কোনও টাকা পয়সা নেইনি। তবে ঘর পাওয়ার জন্য হিরণ আমার কাছে আবেদন করলে ওকে সহযোগিতা করবো।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ওই সময় আমি দায়িত্বে ছিলাম না। তবে ফাইল দেখে নিশ্চিত হওয়া যাবে কিভাবে তার নামে বরাদ্দ হওয়া ঘর অন্যের জমিতে তৈরি করা হয়েছে।

এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. তানিয়া ফেরদৌস।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা