X
রবিবার, ১২ মে ২০২৪
২৯ বৈশাখ ১৪৩১

যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি 
১৪ মার্চ ২০২১, ০৯:৪৪আপডেট : ১৪ মার্চ ২০২১, ০৯:৪৪

কুমিল্লায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে করা মামলায় বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ওই শিক্ষকের নাম ইফতেখার আহম্মেদ রানা। তিনি চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়ন্সেস বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব মাইক্রোবায়োলজি অ্যান্ড ভেটেরিনারি পাবলিক হেলথ ফ্যাকাল্টির সহকারী অধ্যাপক।

শুক্রবার (১২ মার্চ) সন্ধ্যায় কুমিল্লা নগরীর রেইসকোর্স খাল পাড়ের খন্দকার হাউজ নামের ভাড়া বাসা থেকে ওই শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। এরপর শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

অভিযোগে সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১ নভেম্বরে পারিবারিকভাবে কুমিল্লা আদর্শ সদর উপজেলার উত্তর দুর্গাপুরের গোমতী হাউজিং এলাকার কামাল হোসেনের মেয়ে আঁখি আক্তারের (ছদ্ম নাম) সঙ্গে বিয়ে হয় অধ্যাপক ইফতেখার আহম্মেদ রানার। বিয়ের পর স্ত্রীকে নিয়ে কুমিল্লা নগরীর রেইসকোর্স এলাকায় পরিবারের ভাড়া বাসায় উঠেন ইফতেখার আহম্মেদ রানা। বিয়ের সময় মেয়ের বাবা উপহার ও মেয়েকে পাঁচ ভরি স্বর্ণসহ ছয় লাখ টাকার মালামাল প্রদান করেন। কিন্তু তাতেও সন্তুষ্ট হতে পারেনি রানা ও তার পরিবারের সদস্যরা। বিয়ের কিছুদিন পর থেকেই যৌতুকের জন্য চাপ সৃষ্টি করে রানা ও তার পরিবারের সদস্যরা। যৌতুক না পেয়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয় আঁখির ওপর। পরবর্তীতে ফ্যাট কেনার জন্য ১৫ লাখ টাকার যৌতুক দাবি করা হয় মেয়ের বাবার কাছে। টাকা না পেয়ে গত বছরের ৩১ জুলাই রেইসকোর্সের ভাড়া বাসায় নির্যাতন চালানো হয় আঁখির আক্তারের ওপর। ১০০ টাকা দামের তিনটি নন জুডিসিয়াল স্ট্যাম্পেও নেওয়া হয় স্বার। পরবর্তীতে পালিয়ে বাবার বাসায় গিয়ে আশ্রয় নেন তিনি।

 ২ ফেব্রুয়ারি কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দ্রমন ট্রাইব্যুনাল-১ এর আদালতে অভিযোগ দায়ের করেন আঁখি। ওই অভিযোগের ভিত্তিতে আদালতের গ্রেফতারি পরোয়ানা মূলে কোতোয়ালি মডেল থানার পুলিশ নগরীর রেইসকোর্স এলাকার ভাড়া বাসা থেকে ইফতেখার আহম্মেদ রানাকে গ্রেফতার করেন।

কোতোয়ালী মডেল থানার ওসি আনোয়ারুল হক বলেন, নারী ও শিশু নির্যাতন দ্রমন ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় আদালতের গ্রেফতারি পরোনায় সহকারী অধ্যাপক ইফতেখার আহম্মেদ রানাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। বিজ্ঞ আদালত তাকে কারাগারে প্রেরণ করেছেন।

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব মাইক্রোবায়োলজি অ্যান্ড ভেটেরিনারি পাবলিক হেলথ ফ্যাকাল্টির প্রধান প্রফেসর আবদুল আহাদ বলেন, ইফতেখার আহম্মেদ রানা সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। নারী নির্যাতনের মামলায় পুলিশ রানাকে গ্রেফতার করেছে শোনে তিনি দুঃখ প্রকাশ করেন।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুটবল খেলা নিয়ে বিরোধে প্রাণ গেলো কলেজছাত্রের
ফুটবল খেলা নিয়ে বিরোধে প্রাণ গেলো কলেজছাত্রের
শুরুতেই তানজিদ, সৌম্যকে হারিয়েছে বাংলাদেশ
শুরুতেই তানজিদ, সৌম্যকে হারিয়েছে বাংলাদেশ
আসামি ধরতে গিয়ে নারীর মাথায় পিস্তল ঠেকালেন ডিবি কর্মকর্তা
আসামি ধরতে গিয়ে নারীর মাথায় পিস্তল ঠেকালেন ডিবি কর্মকর্তা
জিম্মি মুক্তির দাবিতে তেল আবিবের মহাসড়ক অবরোধ
জিম্মি মুক্তির দাবিতে তেল আবিবের মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
ইএফডিতে নজর দিয়ে হিরো হতে পারেন এনবিআরের চেয়ারম্যান
ইএফডিতে নজর দিয়ে হিরো হতে পারেন এনবিআরের চেয়ারম্যান
মান ভাঙলো মিমির, এলো ‘তুফান’র দ্বৈত ঝলক
মান ভাঙলো মিমির, এলো ‘তুফান’র দ্বৈত ঝলক
টাকা দিয়ে কেনা সনদের তালিকা পেয়েছি: ডিবি হারুন
টাকা দিয়ে কেনা সনদের তালিকা পেয়েছি: ডিবি হারুন
নেতানিয়াহুর কঠোর সমালোচনা করলো আমিরাত
নেতানিয়াহুর কঠোর সমালোচনা করলো আমিরাত
এসএসসি পরীক্ষার ফল জানা যাবে যেভাবে
এসএসসি পরীক্ষার ফল জানা যাবে যেভাবে