X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

নতুন মাত্রায় পৌঁছেছে ব্রাজিলে করোনা সংক্রমণ

বিদেশ ডেস্ক
১১ মার্চ ২০২১, ১০:২৯আপডেট : ১১ মার্চ ২০২১, ১০:২৯
image

করোনাভাইরাসের মহামারিতে ব্রাজিলে প্রথমবারের মতো এক দিনে দুই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। একই সঙ্গে দেশটিতে বাড়ছে সংক্রমণ। যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় সর্বোচ্চ মৃতের দেশ এখন ব্রাজিল। দেশটিতে মোট দুই লাখ ৬৮ হাজার ৩৭০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বুধবারই মারা গেছে দুই হাজার ২৮৬ জন। বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলছেন অতি সংক্রামক ভ্যারিয়েন্টের কারণে সংক্রমণ পরিস্থিতি চরম আকার নিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

করোনা পরিস্থিতি মারাত্মক আকার নেওয়ায় বুধবার প্রেসিডেন্ট জইর বলসোনারোর কঠোর সমালোচনা করেন সাবেক প্রেসিডেন্ট লুলা ডি সিলভা। তিনি অভিযোগ করেন বর্তমান প্রেসিডেন্টের ‘স্টুপিড’ সিদ্ধান্তের কারণে পরিস্থিতি এমন আকার নিয়েছে। এদিকে বরাবরই করোনা মহামারিকে অবহেলা করে আসা প্রেসিডেন্ট বলসোনারোকে কয়েক মাসের মধ্যে বুধবার প্রথমবারের মতো মাস্ক পরতে দেখা গেছে। এর আগে তিনি করোনা নিয়ে জনগণকে ‘ঘ্যানঘ্যানানি’ বন্ধ করতে বলেন।

সংক্রমণ বাড়তে থাকায় ব্রাজিলের বড় শহরের হাসপাতালগুলোর ওপর মারাত্মক চাপ তৈরি হয়েছে। এর অনেকগুলোয় বিপর্যস্ত হয়ে পড়ার মুখে রয়েছে বলে জানিয়েছে দেশটির শীর্ষ স্বাস্থ্য কেন্দ্র ফিওকরাজ। কেন্দ্রটির চিকিৎসক এবং গবেষক মার্গারেথ ডালকোলমো বলেন, মহামারির সবচেয়ে বাজে অবস্থায় রয়েছে ব্রাজিল।

বুধবার এক দিনেই ব্রাজিলে নতুন করে ৭৯ হাজার ৮৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এটা একদিনে তৃতীয় সর্বোচ্চ শনাক্ত। সম্প্রতি আক্রান্ত বেড়ে যাওয়ায় ভূমিকা রাখছে ভাইরাসটির পি১ নামের নতুন একটি ভ্যারিয়েন্ট। ধারণা করা হচ্ছে এই ভ্যারিয়েন্টটি অ্যামাজন অঞ্চলের শহর মানাউস থেকে ছড়িয়েছে।

/জেজে/
সম্পর্কিত
পেরুতে বাস দুর্ঘটনায় ১৬ জন নিহত
লাতিন আমেরিকায় এক বছরে ১২৬ অ্যাক্টিভিস্ট নিহত
হাইতির প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার হুমকি গ্যাং লিডারের
সর্বশেষ খবর
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
টিভিতে আজকের খেলা (১৯ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ মে, ২০২৪)
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?