X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কোভ্যাক্সিন নিরাপদ, কার্যকারিতা জানতে চূড়ান্ত পরীক্ষা প্রয়োজন: ল্যানসেট

বিদেশ ডেস্ক
০৯ মার্চ ২০২১, ১৬:৪৫আপডেট : ০৯ মার্চ ২০২১, ১৬:৪৫

ভারত বায়োটেকের উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন কোভ্যাক্সিন নিরাপদ। তবে এর কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য চূড়ান্ত ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল পর্যালোচনা প্রয়োজন। আন্তর্জাতিক মেডিসিন জার্নাল ল্যানসেটে প্রকাশিত এক প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। চূড়ান্ত পর্বের ক্লিনিক্যাল ট্রায়াল শেষ হওয়ার আগেই ভারতে ভ্যাকসিনটি অনুমোদন পেয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

ল্যানসেটের প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালের পর কোনও ভ্যাকসিন কার্যকর কিনা তা বলা যায় না। কিন্তু ভারত বায়োটেকের এই ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড আপার চেসাপিক হেল্থের ইনফেক্সাস ডিজিজের প্রধান ফাহিম ইউনাস জানান, এটি অবশ্যই সুখবর। টুইটারে তিনি লিখেছেন, ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের দ্বিতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল প্রকাশিত হয়েছে। আর সেই প্রকাশিত ফলাফল সুখবর বয়ে এনেছে।

ল্যানসেটের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দ্বিতীয় ধাপের ফলাফল এই ভ্যাকসিনের কার্যকারিতা সম্পর্কে সম্পূর্ণ নিশ্চয়তা দিতে পারে। এই বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য চূড়ান্ত ধাপের ফলাফল পর্যালোচনা প্রয়োজন।

এতে আরও বলা হয়েছে, ভ্যাকসিনের সুরক্ষা ফলাফল সম্পর্কে নিশ্চিত হতে তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল প্রয়োজন। কনভ্যালসেন্ট সিরাম নমুনা অল্প পরিমাণ হওয়া জন্য অন্যান্য প্রতিরোধক প্রতিক্রিয়াগুলি (বাইন্ডিং অ্যান্টিবডি ও সেল-মেডিয়েটেড রেসপন্স) মূল্যায়ন করা সম্ভব হয়নি। এছাড়া স্বেচ্ছাসেবীদের বয়স বা তাদের রোগের লক্ষণের বিষয়ে কোনও অতিরিক্ত তথ্য পাওয়া যায়নি। প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালের ক্ষেত্রে অংশগ্রহণকারীদের দৈবচয়ন পদ্ধতিতে বেছে নেওয়া হয়নি। কোনও বেসলাইন প্যারামিটারের সমন্বয় করা হয়নি। পোস্ট-হক বিশ্লেষণের পরই এ প্রসঙ্গে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে ভারত বায়োটেকের পক্ষ থেকে কিছুদিন আগেই জানানো হয়েছিল, কোভ্যাক্সিন ৮১ শতাংশ কার্যকর। তৃতীয় পর্যায়ের ট্রায়ালে ২৫ হাজার ৮০০ জন স্বেচ্ছাসেবককে নিয়ে পরীক্ষা চালানো হয়। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের সঙ্গে যৌথভাবে এই ট্রায়াল চালিয়েছিল কোম্পানিটি।

ভারত বায়োটেক আরও জানায়, কোভ্যাক্সিনকে ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হবে। এটি তরল অবস্থায় থাকে।

কোম্পানির জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর সুচিত্রা এলা ভ্যাকসিনের সঙ্গে জড়িত সব স্বেচ্ছাসেবককে ধন্যবাদ জানিয়েছেন। ক্লিনিক্যাল ট্রায়ালের তিনটি পর্যায়ে যাদের নিয়ে পরীক্ষা চালানো হয়েছে তাদের বয়স ১৮ থেকে ৯৮ বছরের মধ্যে। এদের মধ্যে আবার ২ হাজার ৪৩৩ জনের বয়স ৬০ বছরের বেশি। ৪ হাজার ৫০০ জনের কোমরবিডিটি রয়েছে।

/এএ/
সম্পর্কিত
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!