X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

অনুদানের খবরে শিক্ষার্থীদের আবেদনের হিড়িক, যা বলছে শিক্ষা মন্ত্রণালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০২১, ১৯:২৬আপডেট : ০৮ মার্চ ২০২১, ১৯:২৬

শিক্ষার্থীদের প্রথমে ১৫ হাজার, পরে ১০ হাজার টাকা অনুদান দেওয়া হবে—এমন খবর ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন জেলায়। তবে শিক্ষা মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে বিষয়টি নিছকই গুজব। সোমবার (৮ মার্চ) মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জানান, গুজবে কান না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া নির্দেশনা ফলো করে শিক্ষক এবং শিক্ষার্থীরা যথাযথ ব্যবস্থা নেবেন।

১০ হাজার টাকা অনুদান দেওয়া হচ্ছে এমন গুজবে গত দুদিন জামালপুরসহ দেশের বিভিন্ন জেলায় শিক্ষার্থীরা ভিড় করে শিক্ষাপ্রতিষ্ঠানে। তারা কম্পিউটারে দোকানে অনলাইন ফরম পূরণ করতে শুরু করে। এমনকী শিক্ষার্থীদের চাপে কয়েকটি জেলা ট্রাফিক জ্যামও দেখা দেয়।

ওইদিন জামালপুর থেকে প্রত্যক্ষদর্শী সাংবাদিক মো. মনিরুল আলম জামালপুরের ১০ থেকে ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের চিত্র তুলে ধরে বাংলা ট্রিবিউনকে বলেন, শিক্ষার্থীদের অনুদান দেওয়া হবে বলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের কাছ থেকে ৫০ টাকা করে আদায় করে একটি ফরম হাতে ধরিয়ে দেয়।  শনিবার দুপুরে ভিড় করে শিক্ষার্থীরা ফরম সংগ্রহ করে। তারা কম্পিউটারের দোকগুলোতে গিয়ে আরও ৫০ টাকা করে দিয়ে অনুদান পাওয়ার আবেদন করতে থাকে।

রবিবার (৭ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টাঙ্গাইল শহরের বিভিন্ন অনলাইনের দোকানে শিক্ষার্থী ও অভিভাবকদের ছিল উপচে পড়া ভিড় শুরু হয়।  করোনাকালে স্কুল-কলেজ বন্ধ থাকায় সরকার শিক্ষার্থীদের ১০ হাজার করে টাকা অনুদান দেওয়া হবে এমন খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থী নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফরম তুলতে ভিড় করে।

রবিবার (৭ মার্চ) মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানান, তথ্য জমা দেওয়ার শেষ দিন ছিল ৭ মার্চ। শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের অনুদান দেওয়ার সংশোধিত নীতিমালা (২০২০ সালের) অনুযায়ী  শিক্ষাপ্রতিষ্ঠান,  শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রীদের অনলাইনে (www.shed.gov.bd)  আবেদন  আহ্বান  করা হয়েছে। ৭ মার্চ আবেদনের শেষ দিন হলেও কর্তৃপক্ষ আবেদনের সময় বাড়ানোর বিষয়ে চিন্তা-ভাবনা করছে। আবেদন যাচাই-বাছাই করে সীমিত সংখ্যক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অনুদান দেওয়া হবে। এই বিষয়ে কোনও গুজবে কান না দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।’

এরপর বিকালে ১৫ মার্চ পর্যন্ত আবেদনের সময় বাড়িয়ে দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয় জানায় কত টাকা দেওয়া হবে কবে কখন দেওয়া হবে তা বলা হয়নি।  শুধু তথ্য চাওয়া হয়েছে। একইসঙ্গে শিক্ষার্থীদের বিকাশ নম্বর, গোপন পিন নম্বরসহ অন্যান্য তথ্য হস্তান্তর না করার পরামর্শ দেওয়া হয়।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
ভাটারায় নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে হোটেল কর্মচারীর মৃত্যু
ভাটারায় নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে হোটেল কর্মচারীর মৃত্যু
সুইডেনের প্রিন্সেস ক্রাউনের কয়রা সফর সম্পন্ন
সুইডেনের প্রিন্সেস ক্রাউনের কয়রা সফর সম্পন্ন
২০২৩ সালে বায়ুদূষণে শীর্ষে বাংলাদেশ
২০২৩ সালে বায়ুদূষণে শীর্ষে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই