X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

কলেজ ছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন

জামালপুর প্রতিনিধি
০৮ মার্চ ২০২১, ১৮:০২আপডেট : ০৮ মার্চ ২০২১, ১৮:২২

জামালপুরে কলেজ ছাত্রীকে বিয়ের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে মাসাধিককাল আটকে রেখে ধর্ষণ করায় রুবেল (৩৭) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে বিশ হাজার টাকা জরিমানাও করা হয়েছে তাকে। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিল।

রবিবার (৮ মার্চ) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালত-১ এর বিচারক, জেলা জজ এম আলী আহমদ এই দণ্ডাদেশ দেন।

দণ্ডিত রুবেল রাজশাহী জেলার মোহনপুর থানার আতা নারায়ণপুর গ্রামের সিরাজ উদ্দিন মন্ডলের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আকরাম হোসেন জানান, ওই ছাত্রী (১৬) স্থানীয় একটি মহিলা কলেজে এইচএসসি প্রথম বর্ষে পড়াকালে তাদের দূর সম্পর্কের আত্মীয় রুবেল রাজশাহী থেকে মাঝেমধ্যে তাদের বাসায় বেড়াতে আসতেন। এরমধ্যে রুবেলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই ছাত্রীর। এভাবে রুবেল ২০০৯ সালের ৫ আগস্ট তাদের বাড়িতে বেড়াতে আসেন। পরদিন সকালে বাড়ি থেকে বিদায় নেওয়ার কিছুক্ষণ পর ওই ছাত্রীও কেনাকাটার জন্য শহরের কথাকলি মার্কেটে যান। তারপর বিয়ের কথা বলে কৌশলে কিশোরীকে নিজের গ্রামের বাড়িতে নিয়ে যায় রুবেল। সেখানে তাকে বিয়ে না করে নিজবাড়িসহ আত্মীয়স্বজনের বাড়িতে মাসাধিককাল আটকে রেখে ধর্ষণ করে।

এ ঘটনায় ওই বছরের ১২ আগস্ট জামালপুর সদর থানায় একটি অপহরণ মামলা করেন ধর্ষণের শিকার ছাত্রীটির মা। পরে মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যায়। মাসাধিককাল পর রুবেলের বাড়ি থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। সেই সঙ্গে রুবেলকেও গ্রেফতার করা হয়।

সেই মামলায় ৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় দেন।

মামলায় রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ছিলেন আইনজীবী মো. আকরাম হোসেন এবং বিবাদী পক্ষের আইনজীবী ছিলেন জাহিদ আনোয়ার।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা