X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

এশিয়া কাপ হলে দ্বিতীয় সারির দল পাঠাবে ভারত!

স্পোর্টস ডেস্ক
০৮ মার্চ ২০২১, ১৫:৩৬আপডেট : ০৮ মার্চ ২০২১, ১৫:৪৩

এশিয়া কাপ নিয়ে এক জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোয় সেটি হবে কিনা, তা নিশ্চিত নয় এখনও। কারণ দুটি ইভেন্টের সূচিই প্রায় কাছাকাছি সময়ে। শেষ পর্যন্ত যদি এশিয়া কাপ মাঠে গড়ায়ই, তাহলে এশিয়া কাপে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে ভারত। এমন তথ্যই জানাচ্ছে দ্য টাইমস অব ইন্ডিয়া।

অবশ্য এ ক্ষেত্রে করোনা পরিস্থিতিই প্রভাব ফেলছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু হবে ১৮ জুন। শেষ হবে ২২ জুন। তাই টেস্ট শেষ হলে ইংল্যান্ডেই থেকে যাবে বিরাট কোহলির দল। কারণ ইংল্যান্ডেই আবার ৫ টেস্টের সিরিজ খেলতে হবে ভারতকে। তাই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে তাদের খেলোয়াড়দের সেখান থেকে সরিয়ে নেওয়ার কোনও পরিকল্পনা করতে চায় না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিসিসিআইয়ের এক মুখপাত্রও বলেছেন সেই কথা, ‘বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে যে, খেলোয়াড়দের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর ডেকে আনা হবে না। মূল কারণই হচ্ছে ওরা যেন ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের আগে সেখানকার কন্ডিশনে মানিয়ে নিতে পারে।’ সেক্ষেত্রে ভারতীয় দল দেশে ফিরবে আগস্টে। তাই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সঙ্গে টুর্নামেন্টের সূচি নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে বিসিসিআই।

সে ক্ষেত্রে যদি এশিয়া কাপ মাঠে গড়ায়ই, তাহলে বিরাট কোহলি, রোহিত শর্মা, ঋষভ পান্ত, জসপ্রিত বুমরাহ ও হার্দিক পান্ডিয়ারা তাতে খেলবেন না। এমন তথ্য জানিয়ে বিসিসিআইয়ের এক মুখপাত্র বলেছেন, ‘এখন আর কোনও বিকল্প নেই। ইংল্যান্ডের টেস্ট সিরিজের প্রস্তুতিকে আমরা হুমকিতে ফেলতে পারি না। তার ওপর দুবার ক্রিকেটারদের কোয়ারেন্টিনেও যেতে বলতে পারি না। তাই এশিয়া কাপ হলে ভারতের দ্বিতীয় সারির দল পাঠানো ছাড়া আর কোনও বিকল্প থাকবে না।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
ফরেন সার্ভিস একাডেমিতে ‘জেনোসাইড কর্নার’ বন্ধ থাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অসন্তোষ
ফরেন সার্ভিস একাডেমিতে ‘জেনোসাইড কর্নার’ বন্ধ থাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অসন্তোষ
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়