X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ সফর করবে ভারতীয় নৌবাহিনীর জাহাজ

বিদেশ ডেস্ক
০৮ মার্চ ২০২১, ১৩:৫২আপডেট : ০৮ মার্চ ২০২১, ১৩:৫২
image

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনের অংশ হিসেবে বাংলাদেশ সফর করবে ভারতীয় নৌবাহিনীর জাহাজ। ৮ থেকে ১০ মার্চ প্রথমবারের মতো ঐতিহাসিক মোংলা বন্দর সফর করবে ভারতীয় জাহাজ। ভারতীয় নৌবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, নিজেদের নির্মিত টহল জাহাজ সুমেধা এবং গাইডেড মিসাইল যুদ্ধজাহাজ কুলিশ এই সফরে অংশ নেবে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ৯০ হাজার সেনা সদস্যসহ আত্মসমর্পণ করতে হয় পাকিস্তান। ভারতের প্রত্যক্ষ সামরিক সহায়তায় অর্জিত ওই বিজয়ের ৫০তম বার্ষিকীতে স্বাধীণতার সুবর্ণ জয়ন্তী পালন করছে বাংলাদেশ। আর এই আয়োজনে অংশ নিতে মোংলা বন্দর সফরে আসছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ।

ভারতীয় নৌবাহিনীর এক বিবৃতিতে ভারত-বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্বের কথা উল্লেখ করা বলা হয়েছে, ‘প্রথমবারের মতো বাংলাদেশের মোংলা বন্দর সফর করছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ। আর এই সফরের উদ্দেশ্যে হলো ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গ করা বাংলাদেশি ও ভারতীয় যোদ্ধা এবং নাগরিকদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন। একই সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা অনুযায়ী ‘সবার জন্য নিরাপত্তা এবং উন্নয়ন’(এসএজিএআর) নীতির সঙ্গে মিল রেখে এই অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং শৃঙ্খলা বজায় রাখতে ভারতের জোরালো প্রচেষ্টা এবং প্রতিশ্রুতির প্রতিফলন ঘটানোও এই সফরের উদ্দেশ্য।’

সফরের সময় ভারতীয় নৌবাহিনী প্রধানের পক্ষে জাহাজ দুটির কমান্ডিং অফিসার বাংলাদেশের নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া কোভিড-১৯ সংক্রান্ত নিয়ম কানুন অনুসরণ করে ভারতীয় কর্মকর্তারা বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে পেশাগত বিভিন্ন বিষয় বিনিময়ের পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং খেলাধূলায় অংশ নেবেন। ভারতীয় নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, এই সফরের মধ্য দিয়ে দুই দেশের নৌবাহিনীর মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরালো হবে।

উল্লেখ্য,  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন বাংলাদেশ সফরের ক্ষেত্র প্রস্তুতে গত বৃহস্পতিবার ঢাকা সফর করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। করোনাভাইরাসের মহামারি শুরুর পর প্রথম বিদেশ সফরে বাংলাদেশে আসছেন মোদি।

/জেজে/
সম্পর্কিত
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
সর্বশেষ খবর
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ