X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

৭ বিঘা জমিতে পপি চাষ, প্রায় ১৭ লাখ ফল জব্দ

জয়পুরহাট প্রতিনিধি
০৭ মার্চ ২০২১, ১৮:৪০আপডেট : ০৭ মার্চ ২০২১, ১৮:৪০

জয়পুরহাটে সাত বিঘা জমিতে চাষ করা চার লক্ষাধিক পপি গাছ জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রবিবার (৭ মার্চ) সকালে জয়পুরহাট সদর উপজেলার বনখুর মাঠ থেকে চার লাখ ২৩ হাজার পপি গাছ কেটে জব্দ করা হয়। এসব গাছে উৎপন্ন হয়েছে ১৬ লাখ ৯৪ হাজার ৫০০ পপি ফল। এই ফল থেকে উৎপন্ন হয় মাদক আফিম। এ ঘটনায় আটক করা হয়েছে পাঁচ জনকে।

র‌্যাব সূত্রে জানা গেছে, তিন বছর আগে জয়পুরহাট সদর উপজেলার বনখুর গ্রামের কৃষক রাজেন্দ্রনাথ দাস পাঁচ শতক জমিতে পপি চাষ শুরু করে। এতে ভালো লাভ হয় তার। পরের বছরে সে বেশি জমিতে চাষ করে ঢাকায় বিক্রি করে আরও লাভবান হয়। তার দেখাদেখি আরও কয়েকজন কৃষক এই চাষ শুরু করে। এলাকাবাসী জানে, এটি পোস্তদানার গাছ। পরে গোয়েন্দা সূত্রের ভিত্তিতে রবিবার র‌্যাব সদস্যরা বনখুর মাঠে অভিযান চালান। এ সময় সাত বিঘা জমির পপি গাছ জব্দ করা হয়। একই সঙ্গে পপি গাছ চাষ এবং কৃষকদের ভুল বুঝিয়ে পপি গাছ চাষে উদ্বুদ্ধ করার অভিযোগে পাঁচ জনকে আটক করে র‌্যাব।

আটককৃতরা হলো– এলাকায় পপি চাষের মূল হোতা জয়পুরহাট সদর উপজেলার বনখুর গ্রামের রাজেন্দ্রনাথ দাস (৬০) ও মো. নইমুদ্দিন (৬০); বড়তাজপুর গ্রামের গোলাম মোস্তফা (৬৫); পাঁচবিবি উপজেলার পূর্ব বালিঘাটা গ্রামের রিপন সরদার (৩৭) এবং বালিঘাটা বাজারের নেপাল চন্দ্র দাস (৫২)।

জয়পুরহাট র‌্যাব-৫-এর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদ জানান, জয়পুরহাটে চাষ করা পপি ফুলের পাপড়ি সংখ্যা চারটি এবং এগুলো গোলাকৃতির। এ ধরনের পপি ফুল থেকে আফিম উৎপন্ন হয়। এ ছাড়া এ গাছ থেকে হেরোইনও তৈরি করা সম্ভব। পপি গাছের বীজ সংগ্রহ, চাষাবাদ এবং যাদের কাছে বিক্রি করা হতো সেই চক্রের পুরো সিন্ডিকেটকে আটক করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
দুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টিদুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন