X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

৭ বিঘা জমিতে পপি চাষ, প্রায় ১৭ লাখ ফল জব্দ

জয়পুরহাট প্রতিনিধি
০৭ মার্চ ২০২১, ১৮:৪০আপডেট : ০৭ মার্চ ২০২১, ১৮:৪০

জয়পুরহাটে সাত বিঘা জমিতে চাষ করা চার লক্ষাধিক পপি গাছ জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রবিবার (৭ মার্চ) সকালে জয়পুরহাট সদর উপজেলার বনখুর মাঠ থেকে চার লাখ ২৩ হাজার পপি গাছ কেটে জব্দ করা হয়। এসব গাছে উৎপন্ন হয়েছে ১৬ লাখ ৯৪ হাজার ৫০০ পপি ফল। এই ফল থেকে উৎপন্ন হয় মাদক আফিম। এ ঘটনায় আটক করা হয়েছে পাঁচ জনকে।

র‌্যাব সূত্রে জানা গেছে, তিন বছর আগে জয়পুরহাট সদর উপজেলার বনখুর গ্রামের কৃষক রাজেন্দ্রনাথ দাস পাঁচ শতক জমিতে পপি চাষ শুরু করে। এতে ভালো লাভ হয় তার। পরের বছরে সে বেশি জমিতে চাষ করে ঢাকায় বিক্রি করে আরও লাভবান হয়। তার দেখাদেখি আরও কয়েকজন কৃষক এই চাষ শুরু করে। এলাকাবাসী জানে, এটি পোস্তদানার গাছ। পরে গোয়েন্দা সূত্রের ভিত্তিতে রবিবার র‌্যাব সদস্যরা বনখুর মাঠে অভিযান চালান। এ সময় সাত বিঘা জমির পপি গাছ জব্দ করা হয়। একই সঙ্গে পপি গাছ চাষ এবং কৃষকদের ভুল বুঝিয়ে পপি গাছ চাষে উদ্বুদ্ধ করার অভিযোগে পাঁচ জনকে আটক করে র‌্যাব।

আটককৃতরা হলো– এলাকায় পপি চাষের মূল হোতা জয়পুরহাট সদর উপজেলার বনখুর গ্রামের রাজেন্দ্রনাথ দাস (৬০) ও মো. নইমুদ্দিন (৬০); বড়তাজপুর গ্রামের গোলাম মোস্তফা (৬৫); পাঁচবিবি উপজেলার পূর্ব বালিঘাটা গ্রামের রিপন সরদার (৩৭) এবং বালিঘাটা বাজারের নেপাল চন্দ্র দাস (৫২)।

জয়পুরহাট র‌্যাব-৫-এর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদ জানান, জয়পুরহাটে চাষ করা পপি ফুলের পাপড়ি সংখ্যা চারটি এবং এগুলো গোলাকৃতির। এ ধরনের পপি ফুল থেকে আফিম উৎপন্ন হয়। এ ছাড়া এ গাছ থেকে হেরোইনও তৈরি করা সম্ভব। পপি গাছের বীজ সংগ্রহ, চাষাবাদ এবং যাদের কাছে বিক্রি করা হতো সেই চক্রের পুরো সিন্ডিকেটকে আটক করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সালমান-আনিসুলসহ নতুন মামলায় গ্রেফতার ৫
সালমান-আনিসুলসহ নতুন মামলায় গ্রেফতার ৫
পুলিশের হামলার প্রতিবাদে পটিয়া থানার সামনে ‘ব্লকেড’ কর্মসূচি
পুলিশের হামলার প্রতিবাদে পটিয়া থানার সামনে ‘ব্লকেড’ কর্মসূচি
প্রথম রাউন্ডে জোকোভিচকে রক্ষা করেছে ‘অলৌকিক ওষুধ’!
প্রথম রাউন্ডে জোকোভিচকে রক্ষা করেছে ‘অলৌকিক ওষুধ’!
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো: ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো: ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!