X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন মিঠুন চক্রবর্তী

বিদেশ ডেস্ক
০৭ মার্চ ২০২১, ১৭:৫১আপডেট : ০৭ মার্চ ২০২১, ১৭:৫৬
image

গুঞ্জন সত্যি করে অবশেষে ক্ষমতাসীন ভারতীয় জনতা দলে (বিজেপি) যোগ দিয়েছেন বাঙালি সুপারস্টার মিঠুন চক্রবর্তী। রবিবার (৭ মার্চ) কলকাতায় ব্রিগেড মঞ্চে পদ্ম পতাকা হাতে তুলে নেন 'ডিস্কো ড্যান্সার' খ্যাত এ অভিনেতা। আনুষ্ঠানিকভাবে যোগ দেন বিজেপিতে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

মিঠুন বিজেপিতে যোগ দিতে যাচ্ছেন বলে কয়েকদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিলো। কলকাতার ব্রিগেডের মাঠে নরেন্দ্র মোদির হাত থেকেই বিজেপির হাতে তুলে নিতে পারেন মিঠুন, সেই জল্পনাও জারি ছিল। এদিন সকাল-সকালই ব্রিগেডের উদ্দেশে রওনা দেন মিঠুন। মোদি পৌঁছানোর আগেই ব্রিগেড মঞ্চে কৈলাস বিজয়বর্গীয়র হাত থেকে বিজেপির পতাকা হাতে তুলে নেন।

এরপর বক্তব্য রাখতে উঠে মিঠুন বললেন, ‘আজকের দিনটা আমার কাছে স্বপ্নের মতো। আমি স্বপ্ন দেখেছিলাম, জীবনে কিছু একটা করব। কিন্তু এমনটা ঘটবে। আমি ভাবিনি। এতবড় নেতা, নরেন্দ্র মোদির মতো একজন নেতার সঙ্গে এখানে আসতে পেরেছি। এটা স্বপ্ন ছাড়া আর কী? গরীবের জন্য় আমি কিছু করতে চাই। এটাও স্বপ্ন ছিল আমার। স্বপ্ন হৃদয় দিয়ে আসে। আমি বাঙালি, আমি গর্বিত আমি বাঙালি।' 

মিঠুনের বক্তৃতা রাখার সময়ই প্রবল উৎসাহী জনতা তার উদ্দেশে সিনেমার ডায়লগ শোনার আবদার জুড়ে দেয়। আর তখনই নিজের বিখ্যাত সেই সংলাপ ‘মারব এখানে, লাশ পড়বে শ্মশানে' উচ্চারণ করে রীতিমতো ঝড় তোলেন ব্রিগেডের মাঠে। এরপরই মিঠুন আবার বলেন, ‘এই ডায়লগটা চলবে। আরেকটা নতুন ডায়লগ দিচ্ছি, আমি জলঢোড়াও নই, বেলেবোড়াও নই, আমি কোবরা, আমি জাত গোখড়ো, এক ছোবলেই ছবি। আমি সবসময় আপনাদের সঙ্গে থাকব।'

শনিবার রাতেই মিঠুনের সঙ্গে দেখা করেন বিজেপি-র কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। দু’জনের সাক্ষাতের ছবিও টুইট করেন কৈলাস। সঙ্গে লেখেন,‘গভীর রাতে কলকাতার বেলগাছিয়ায় অভিনেতা মিঠুন’দার সঙ্গে অনেকক্ষণ কথা ল। ওঁর দেশভক্তি এবং গরিব মানুষের প্রতি ওঁর ভালবাসা আমার ছুঁয়ে গিয়েছে’।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, অভিনয় জীবনে রাজনীতিকের ভূমিকায় একাধিক বার অভিনয় করেছেন মিঠুন। চলচ্চিত্রের চিত্রনাট্যে দুষ্টের দমনে রাতারাতি রাজনীতিতে অভিষেক ঘটেছিল ‘এমএলএ ফাটাকেষ্ট’র। বাস্তবে কিন্তু জমি মেপেই এগোচ্ছেন মিঠুন। বাম-তৃণমূল হয়ে সাময়িক বিরতি নিয়েছিলেন। এবার বিজেপি-র হাত ধরে রাজনীতিতে নতুন ইনিংস খেলতে তৈরি তিনি।

বিজেপিতে মিঠুনের ভূমিকা কী হবে কিংবা তাকে বিধানসভার নির্বাচনে প্রার্থী করা হচ্ছে কিনা তা স্পষ্ট হওয়া যায়নি। তবে ভারতীয় সংবাদমাধ্যমগুলো আভাস দিয়েছে তাকে প্রার্থী করতে চলেছে বিজেপি। সেক্ষেত্রে মিঠুনকেই বিজেপি মুখ্যমন্ত্রী মুখের জন্য বেছে নিয়েছে কিনা তা নিয়ে আবার জল্পনা শুরু হয়েছে।

/এফইউ/
সম্পর্কিত
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা