X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ভারতের চেয়ে তিন গুণ বড় প্রতিরক্ষা বাজেট ঘোষণা চীনের

বিদেশ ডেস্ক
০৫ মার্চ ২০২১, ১৭:১০আপডেট : ০৫ মার্চ ২০২১, ১৭:১২

ভারতের চেয়ে তিন গুণ বড় প্রতিরক্ষা বাজেট ঘোষণা দিয়েছে চীন। শুক্রবার চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং এই বিশাল বাজেটের ঘোষণা দেন।

২০২০ সালে কোভিড মহামারির মধ্যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনের অবস্থা ঠিক কতটুকু খারাপ হয়েছিল তা নিয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। একটি সূত্রে জানিয়েছে, গত বছর দেশটির জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৩ শতাংশ। বিশ্বে চীনই একমাত্র দেশ যেখানে গত বছর জিডিপি বৃদ্ধি পেয়েছিল।

শুক্রবার প্রধানমন্ত্রী লি কেকিয়াং জানান, ২০২১ সালে তাদের মোট জাতীয় উৎপাদন (জিডিপি) ছয় শতাংশ হারে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। অর্থাৎ, মহামারির ধাক্কা দ্রুত সামলে উঠছে বেইজিং।

এদিন ন্যাশনাল পিপলস কংগ্রেসে ২০২১ সালের ওয়ার্ক রিপোর্ট পড়ে শোনান লি কেকিয়াং। তাতে বলা হয়, চলতি বছর জিডিপি প্রবৃদ্ধি ছয় শতাংশ অর্জনের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে।

এ বছর প্রতিরক্ষা খাতে দেশটির বরাদ্দ বেড়েছে ৬ দশমিক ৮ শতাংশ। এর মধ্য দিয়ে টানা ছয় বছর পর প্রতিরক্ষা বরাদ্দ বাড়ালো বেইজিং।

২০২১ সালে যুদ্ধাস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জামের পেছনে ২০ হাজার ৯০০ কোটি ডলার ব্যয় করবে বেইজিং।

চীনের প্রধানমন্ত্রী বলেছেন, ‘প্রেসিডেন্ট শি জিনপিং চান সশস্ত্র বাহিনী আরও শক্তিশালী হয়ে উঠুক। নতুন পরিস্থিতির সঙ্গে সাযুজ্য রেখে তৈরি হোক রণকৌশল।’

লি কেকিয়াং বলেন, ‘আমাদের সামরিক প্রশিক্ষণের মান বাড়াতে হবে। যে কোনও পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে।’

গত বছর লাদাখে যখন উত্তেজনা তুঙ্গে, তখন ভারতের পাওয়ার গ্রিডে হ্যাক করেছিল চীনারা। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসভিত্তিক কোম্পানি রেকর্ডেড ফিউচার-এর সমীক্ষায় উঠে এসেছে এমন তথ্য। এর প্রতিক্রিয়ায় মার্কিন কংগ্রেসম্যান ফ্রাঙ্ক প্যালোন টুইট করে বলেন, ‘ভারত আমাদের কৌশলগত অংশীদার। চীন যেভাবে দেশটির পাওয়ার গ্রিডের ওপরে হামলা চালিয়েছে, তার নিন্দা করা উচিত। ওই হামলায় হাসপাতালে পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল।’

প্যালোন বলেন, ‘ওই অঞ্চলে চীনকে আমরা প্রভুত্ব করতে দেবো না। তারা সব দেশকে ভয় দেখাতে চায়।’

মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, তারা রেকর্ডেড ফিউচারের ওই রিপোর্ট সম্পর্কে অবগত। দফতরের এক মুখপাত্র বলেন, “আমরা ওই সমীক্ষার কথা জানি। সাইবারস্পেসে হামলার বিরুদ্ধে আমরা দুনিয়াজুড়ে কাজ করছি।’ সূত্র: দ্য ওয়াল।

/এমপি/
সম্পর্কিত
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
সর্বশেষ খবর
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
লিভারপুলের নতুন কোচ স্লট!
লিভারপুলের নতুন কোচ স্লট!
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!