X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্র থেকে শত কোটি ডলার তুলে নেওয়ার চেষ্টা করেছে মিয়ানমারের জান্তা সরকার

বিদেশ ডেস্ক
০৫ মার্চ ২০২১, ১৩:৪৪আপডেট : ০৫ মার্চ ২০২১, ১৩:৪৪
image

ক্ষমতা দখলের কয়েক দিনের মাথায় মিয়ানমারের সামরিক শাসকেরা যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্ক (এফআরবিএনওয়াই) থাকা প্রায় শত কোটি ডলার তুলে নেওয়ার চেষ্টা করেছে। এরপরই ওই তহবিল জব্দ করে দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের এক সরকারি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাত দিয়ে এই খবর দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে ব্যাপক গণ বিক্ষোভ এবং নাগরিক অসহযোগ আন্দোলন চলছে। বিক্ষোভকারীরা সেনা শাসনের অবসান এবং দেশটির নির্বাচিত নেতাদের মুক্তির দাবি করছেন। আন্তর্জাতিক সম্প্রদায় দেশটির অভ্যুত্থান এবং বিক্ষোভকারীদের ওপর সহিংস নিপীড়নের নিন্দা জানালেও তা উপেক্ষা করছে সেনা সরকার। বিক্ষোভকারীদের ওপর সহিংস বলপ্রয়োগের ঘটনায় ইতোমধ্যেই মিয়ানমারের বেশ কয়েকজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

১ ফেব্রুয়ারি সেনা সরকার ক্ষমতা দখলের পর ৪ ফেব্রুয়ারি সেন্ট্রাল ব্যাংক মিয়ানমারের নামে অর্থ তুলে নেওয়ার চেষ্টা আটকে দেয় যুক্তরাষ্ট্রের ফেডারেল কর্তৃপক্ষ। পরে তহবিলটি স্থগিত দেয় মার্কিন সরকারের কর্মকর্তারা। এখন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাহী আদেশ ছাড়া ওই তহবিল থেকে অর্থ তুলতে পারবে না মিয়ানমারের সেনা সরকার।

নিউ ইয়র্ক ফেডারেল ব্যাংক কর্তৃপক্ষ এবং যুক্তরাষ্ট্রের রাজস্ব দফতর সরাসরি এই বিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

এদিকে, সেনা অভ্যুত্থান এবং বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী নিপীড়নের পর নতুন করে মিয়ানমারের সেনা কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্য। বৃহস্পতিবার জাতিসংঘের তরফে জানানো হয়েছে, অভ্যুত্থানের পর থেকে অন্তত ৫৪ জনকে হত্যা করা হয়েছে। আর ২৯ সাংবাদিকসহ এক হাজার সাতশ’রও বেশি মানুষকে আটক করা হয়েছে।

/জেজে/
সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ