X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সাতছড়ি উদ্যানে ফের অবৈধ অস্ত্রের সন্ধানে অভিযান

হবিগঞ্জ প্রতিনিধি
০৩ মার্চ ২০২১, ০১:৩৮আপডেট : ০৩ মার্চ ২০২১, ০৩:৪২

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সাতছড়ি জাতীয় উদ্যানে ফের অবৈধ অস্ত্রের সন্ধান পাওয়া গেছে। মঙ্গলবার (২ মার্চ) বিকালে অস্ত্র উদ্ধারে অভিযানে নেমেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। তবে কী পরিমাণ অস্ত্র পাওয়া গেছে সে বিষয়ে এখনও কোনও তথ্য দেয়নি আভিযানিক সংস্থাটি। অভিযান এখনও চলছে। তবে একটি সূত্র বলছে, অভিযানে বেশ কিছু রকেট শেল উদ্ধারের খবর পাওয়া গেছে। 

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন একটি সূত্রের তথ্য পেয়ে মঙ্গলবার ( ২ মার্চ) বিকালের দিকে বিজিবি ৫৫ ব্যাটালিয়নের হবিগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সামীউন্নবী চৌধুরীর নেতৃত্বে সাতছড়ি জাতীয় উদ্যোনের গহীন অরণ্যে অভিযান শুরু করে বিজিবি। সন্ধ্যার দিকে সন্দেহভাজন এলাকা ঘিরে ফেলে সেখানে মাটি খুঁড়ে তথ্য যাচাইয়ের পর রাতে অস্ত্রের বিষয়টি নিশ্চিত হয় তারা।

সাতছড়ি জাতীয় উদ্যানের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হাসান জানান, মঙ্গলবার সন্ধ্যা থেকে বিজিবি গহীন অরণ্যে খোঁড়াখুঁড়ি’র কাজ করেছে।

বিজিবি’র নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন, অভিযানে অবৈধ অস্ত্রের সন্ধান মিলেছে। তবে এর পরিমাণ সম্পর্কে কিছু জানানো হয়নি। এ বিষয়ে বুধবার (৩ মার্চ) আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে অবহিত করা হবে।

প্রসঙ্গত, হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে অবৈধ অস্ত্র উদ্ধারের এটি সপ্তম ঘটনা। ২০১৪ সালের ১ জুন সাতছড়ি জাতীয় উদ্যানে প্রথম অস্ত্র উদ্ধারে অভিযান চালায় র‌্যাব। সবশেষ ২০১৯ সালের ১৪ নভেম্বর কয়েক দফায় বিপুল পরিমাণ কামান বিধ্বংসী রকেট, রকেট চার্জার, রকেট লঞ্চার, মেশিনগানসহ বিপুল পরিমাণ বুলেট উদ্ধার করা হয়। ভারতীয় সীমান্তবর্তী এলাকা হওয়ায় এই উদ্যানকে অস্ত্র চোরাচালানের রুট হিসেবে বিভিন্ন সময়েই ব্যবহার করে আসছে প্রতিবেশী দেশটির সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদীরা এমন অভিযোগ আছে দুদেশের আইন শৃঙ্খলা বাহিনীর। এর আগে ভারতের একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয় এই বনে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী