X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

অ্যান্টিবডি টেস্ট কি আদৌ হবে?

জাকিয়া আহমেদ
০৩ মার্চ ২০২১, ১১:০০আপডেট : ০৩ মার্চ ২০২১, ১১:০০

করোনা মহামারির প্রায় ১০ মাস পর গত ২৪ জানুয়ারি অ্যান্টিবডি টেস্টের অনুমোদন দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। কিন্তু এখনও টেস্ট শুরু করতে পারেনি অধিদফতর। অধিদফতর বলছে, শিগগিরই চালু করা হবে।

২৪ জানুয়ারি সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, ‘অনেক দিনের দাবি ছিল অ্যান্টিবডি টেস্টের। আজ আপনাদের যখন বললাম তখন থেকেই এটা চালু হয়ে গেলো।’

সূত্র জানায়, গত ১৮ ফেব্রুয়ারি সরকারি হাসপাতালগুলোর সক্ষমতা যাচাইয়ের জন্য স্বাস্থ্য অধিদফতর ও ওষুধ প্রশাসন অধিদফতরকে চিঠি দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। তাতে সময় লাগবে বলেও জানান তিনি।

এখন কেবল গবেষণা কাজের জন্য অ্যান্টিবডি টেস্ট করছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান।

কারও শরীরে নির্দিষ্ট কোনও রোগের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা (অ্যান্টিবডি) তৈরি হয়েছে কিনা সেটা স্বল্প সময়ে দেখা যায় এই টেস্টের মাধ্যমে। এ কারণে শুরু থেকেই স্বাস্থ্য বিশেষজ্ঞরা অ্যান্টিবডি টেস্টের ওপর গুরুত্বারোপ করে আসছিলেন।

কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটিসহ জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা একাধিকবার বলেছিলেন, ভ্যাকসিন দেওয়ার আগে অ্যান্টিবডি টেস্ট চালু করা দরকার। এতে যাদের শরীরে আগেই অ্যান্টিবডি তৈরি হয়েছে তাদের বাদ দিয়ে বাকিদের টিকা দেওয়া যেত। টিকার অপচয় হতো না। শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে এমন মানুষের সংখ্যাও নেহায়েত কম নয়।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেছিলেন, টিকা কে আগে পাবে, সেটা ঠিক করতে শরীরে অ্যান্টিবডির মাত্রা দেখতে হবে।

১৭ সেপ্টেম্বর পরামর্শক কমিটিও তাদের সভায় অ্যান্টিজেন ও অ্যান্টিবডি টেস্টের ওপর গুরুত্বারোপ করে। কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছিল, পিসিআর টেস্টের মাধ্যমে কোভিড-১৯ পরীক্ষা করা হচ্ছে। যার পরিমাণ কম। এজন্য জাতীয় পরামর্শক কমিটি অ্যান্টিজেন ও অ্যান্টিবডি টেস্টের জন্য একাধিকবার পরামর্শ দেয়।

পরামর্শক কমিটি মনে করে, তিন পদ্ধতিতে (পিসিআর, অ্যান্টিজেন ও অ্যান্টিবডি টেস্ট) কোভিড-১৯ পরীক্ষা কার্যক্রম পাশাপাশি থাকলে তা মহামারি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কোভিড-১৯ ল্যাবরেটরি পরীক্ষা সম্প্রসারণ নীতিমালা বিষয়ক বিশেষজ্ঞ কমিটির প্রধান অধ্যাপক ডা. লিয়াকত আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মহামারির সময় ইনফেকশন কতজনের হয়েছে, সেটা অ্যান্টিবডি টেস্ট ছাড়া বলা যায় না। কতজনের শরীরে অ্যান্টিবডি হওয়ার পর পোস্ট কোভিড সিন্ড্রোমে মারা গেছেন, সেটা জানতেও এই টেস্ট দরকার।

স্বাস্থ্য অধিদফতরের পাবলিক হেলথ অ্যাডভাইজারি কমিটির সদস্য জনস্বাস্থ্যবিদ আবু জামিল ফয়সাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কেবল অনুমোদন দিলেই হয় না, এর জন্য প্রয়োজনীয় সব করতে হবে। সেসবের কোনও প্রস্তুতি নেই।’

সরকারের অনুমোদন দেওয়ার পরও কেন সময় লাগছে জানতে চাইলে স্বাস্থ্য অধিদফতরের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সরকার অনুমোদন দিল কখন? স্বাস্থ্যমন্ত্রীর মুখের কথা কী সরকারি অর্ডার?’

তিনি আরও বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনও একটি অ্যান্টিবডি টেস্ট কিটেরও অনুমোদন দেয়নি। বিভিন্ন দেশে যেসব কিট ব্যবহার হচ্ছে সেখান থেকে ওষুধ প্রশাসন অধিদফতরের নীতিমালা অনুযায়ী সরকার প্রাথমিকভাবে কিছু কিট কিনে পরীক্ষার জন্য দেবে।’

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. ফরিদ হোসেন মিঞা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অ্যান্টিবডি টেস্টের জন্য বেসরকারি প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হবে না। সরকারি সব হাসপাতালে নয়। যেসব হাসপাতালে আরটি-পিসিআর টেস্ট হচ্ছে, যেগুলো কোভিড ডেডিকেটেড হাসপাতাল-কেবল সেগুলোকে অনুমতি দেওয়া হবে।’

সেক্ষেত্রে টেস্টের মূল্য কত হতে পারে জানতে চাইলে ডা. ফরিদ বলেন, ‘মূল্য ও কোন কিটস ব্যবহার হবে-এগুলো ঠিক হলেই আমরা অনুমতি দেব। এখনও চূড়ান্ত কিছু বলতে পারছি না।’

কমিটির আরেক সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডা. নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সব কিছু নিয়ে এত ঢিলেমি করলে কাজ আগাবে না।’ অ্যান্টিবডি টেস্ট খুব দরকার উল্লেখ করে তিনি বলেন, ‘ভ্যাকসিনে কাজ হচ্ছে কিনা, কতটুকু কাজ হচ্ছে-সেসব দেখার জন্যও অ্যান্টিবডি টেস্ট দরকার।’

তিনি বলেন, ‘লাখ লাখ টিকা দেওয়া হয়ে গেল, অথচ অ্যান্টিবডি টেস্ট শুরু করতে পারলাম না। এই টেস্ট করে টিকা দেওয়া হলে যার দরকার নেই, তাকে বাদ রেখে যার দরকার তাকে দেওয়া যেত।’

ওষুধ প্রশাসন অধিদফতরের উপ-পরিচালক মো সালাউদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত বছরের ২১ ও ২৩ জুন দুই দফায় বৈঠক করে সংশ্লিষ্টরা অ্যান্টিবডি টেস্ট নীতিমালা চূড়ান্ত করেছে। সেটা আমাদের ওয়েবসাইটেও দেওয়া আছে।’



/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!