X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

গ্রেফতার শিক্ষার্থীদের মুক্তির দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি
০২ মার্চ ২০২১, ২১:১৭আপডেট : ০২ মার্চ ২০২১, ২১:১৭

ঢাবি ক্যাম্পাসে গত ২৬ ফেব্রুয়ারি  মশাল মিছিলে পুলিশি  হামলার প্রতিবাদ এবং ২৮ ফেব্রুয়ারি টিএসসি থেকে গ্রেফতার ছাত্রদলের তিন নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবি করেছেন  ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২রা মার্চ) বিকালে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যানারে এক বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানান তারা।

সমাবেশে তারা তিন দফা দাবি উপস্থাপন করেন। তাদের দাবিগুলো হচ্ছে— ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে, টিএসসি থেকে গ্রেফতার তিন ছাত্রসহ ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার সব বন্দির নিঃশর্ত মুক্তি এবং লেখক মুশতাক  হত্যার তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে।

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ বিভাগের শিক্ষার্থী মেঘ মাল্লার বসু বলেন,‘এই আইন তৈরি হয়েছে সাংবাদিকতা ঠেকানোর জন্য,মত প্রকাশ ঠেকানোর জন্য,দেশে কী ঘটছে তা জানার অধিকার থেকে বঞ্চিত করার জন্য। এই আইনের সংস্কার নয়,বাতিল চাই।’

বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী মাইন আহমেদ বলেন, ‘ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের  অন্য একটা পরিভাষা আমাদের চালু করা দরকার,আর তা হলো-স্বৈরাচার প্রতিরক্ষা আইন। ডিজিটাল নিরাপত্তা আইন আমরা বাতিল চাই।’

বাংলা বিভাগের শিক্ষার্থী আমজাদ হোসেন বলেন, ‘যাদের কাছে অস্ত্র এবং যারা মানুষকে নির্যাতন করে তাদের জামিন হয়। কিন্তু ছাত্ররা যখন মানুষের মুক্তির কথা বলে,কারা হেফাজতে একজন মানুষ মারা যাওয়ায় তার প্রতিবাদ করতে যায়, তাকে গ্রেফতার করা হয়, তার জামিন হয় না। যে ডিজিটাল নিরাপত্তা আইন মরণ ফাঁদের মতো করে তৈরি করা হয়েছে,এ আইন বাতিল চাই। বিশ্ববিদ্যালয় থেকে যে শিক্ষকার্থীদের ধরে নিয়ে গেলো, অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানাই।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন— গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আবু রায়হান খান,ইংরেজি বিভাগের শিক্ষার্থী জাবির আহমদ রুবেল,সমাজ কল্যাণ বিভাগের শিক্ষার্থী তুহিন খানসহ আরও অনেকে।

সমাবেশ শেষে শিক্ষার্থীরা মিছিল নিয়ে রাজু ভাস্কর্য থেকে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে প্রায় ১৫ মিনিট সেখানে অবস্থানের পর সমাবেশ শেষ করেন।

/এপিএইচ/
সম্পর্কিত
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার শঙ্কা এজেন্সি মালিকদের
সর্বশেষ খবর
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ