X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ঘুষের মামলায় দুদকের চার্জশিট, তবু স্বপদে দুই প্রকৌশলী!

লিয়াকত আলী বাদল, রংপুর
২৭ ফেব্রুয়ারি ২০২১, ২০:০৪আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ২০:০৪

ঘুষের মামলায় স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদফতর (এলজিইডি) রংপুরের সাবেক নির্বাহী প্রকৌশলী আখতার হোসেন ও সিনিয়র সহকারী প্রকৌশলী কাওছার আলমের বিরুদ্ধে দুদক আইনে চার্জশিট জমা হয়েছে। আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলেও তাদের আবেদন মঞ্জুর হয়নি। এ অবস্থায় জেল হাজতেও থাকতে হয় তাদের। তবু কর্তৃপক্ষ এখনও তাদের সাময়িক বরখাস্ত না করেনি। আদালতের চার্জশিট গ্রহণ ও জেল হাজতে থাকার পরেও তাদের স্বপদে বহাল থাকার বিষয়ে বিস্ময় প্রকাশ করেছেন দুদকের আইনজীবীরা। এ ঘটনায় এলজিইডি কর্তৃপক্ষ আইনবিরোধী কাজ করেছে বলে অভিযোগ করেছেন আইনজীবীরা।

এলজিইডি সূত্রে জানা যায়, ঘুষের মামলায় রংপুরে কর্মরত নির্বাহী প্রকৌশলী আখতার হোসেন ও সহকারী প্রকৌশলী কাওছার আলমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন তদন্ত শেষে আদালতে গত বছরের ২৯ ডিসেম্বর চার্জশিট দাখিল করে। তবে আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়না জারির আদেশ দেন আদালত। এরপর গত ১০ ফেরুয়ারি দুই আসামি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। তবে রংপুর জেলা ও দায়রা জজ ও বিশেষ জজ মো. শাহেনুর তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়। এর পরেও এলজিইডির প্রধান কার্যালয় তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহন করেনি বলে অভিযোগ উঠেছে। এরপর দীর্ঘ ২৭ দিন জেল হাজতে থাকার পর হাইকোর্টের নির্দেশে তারা জামিন পান। গত বৃহস্পতিবার ওই দুই প্রকৌশলীসহ পাঁচ আসামি জেলা জজ আদালতে হাজির হন। আদালত আসামিদের বিরুদ্ধে দুদকের দেওয়া চার্জশিট গ্রণন করে মামলাটি বিচারের জন্য বিশেষ জজ আদালতে পাঠানোর আদেশ দেন।

এ বিষয়ে রংপুর দুদক আদালতের পিপি অ্যাডভোকেট শিরিন বলেন, কোনও সরকারি কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ ফৌজদারী মামলা দায়ের হলে এবং গ্রেফতারি পরোয়ানা জারির সঙ্গে সঙ্গে তাদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করতে হবে। আলোচ্য মামলায় এলজিইডির দুই প্রকৌশলীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুদক এবং আদালত সেই চার্জশিট গ্রহণ করেছেন। এ ক্ষেত্রে তাদের চাকরিতে থাকার আইনত কোনও সুযোগ নেই, তাদের অবশ্যই সাময়িকভাবে বরখাস্ত করতে হবে। তা না হলে আইনের প্রতি অশ্রদ্ধা ও অবজ্ঞা প্রদর্শন বলে বিবেচিত হবে।

একই কথা বলেন দুদকের অপর আইনজীবী হারুনর রশীদ। তিনি বলেন, এলজিইডির দুই প্রকৌশলীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছেন আদালত। তার ওপর কারাগারে আটক থাকলেই চাকরি থেকে সাসপেন্ড হওয়ার কথা। কিন্তু কীভাবে তারা চাকরিতে বহাল আছেন সেটাই প্রশ্ন।

রংপুর আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুল মালেক জানান, দুই প্রকৌশলী দুদকের মামলায় কারাগারে ছিলেন অনেক দিন। আইন অনুযায়ী তাদের সেই সময়েই সাসপেন্ড করার কথা। তারপরেও তাদের বিরুদ্ধে চার্জশিট আদালতে দাখিল হয়েছে ও আদালত তা গ্রহণ করেছে। এ অবস্থায় তাদের আর চাকরিতে থাকার কোনও সুযোগ নেই।

মামলার বিবরনে জানা যায়, রংপুর এলজিইডির অধীনে প্রায় ৭ কোটি টাকা প্রাক্কলিত মূল্যের দুটি টেন্ডারে ঠিকাদারি প্রতিষ্ঠান রবিউল আলম বুলবুল সর্বনিম্ন দরপত্র দাতা বিবেচিত হওয়ার পরেও শতকরা দুই ভাগ হারে ১৫ লাখ টাকা ঘুষ দাবি করে না পাওয়ায় অন্য একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ প্রদান করা হয়। এতে করে সরকারের এক কোটি ২৬ লাখ টাকা ক্ষতি হয়েছে। এ ঘটনায় ঠিকাদার রবিউল ইসলাম আদালতে অভিযোগ দায়ের করলে বিজ্ঞ বিচারক মামলাটি তদন্ত করার জন্য দুদককে নির্দেশ দেন। দুদক তদন্ত শেষে রংপুর এলজিইডির সাবেক নির্বাহী প্রকৌশলী আকতার হোসেন ও সিনিয়র সহকারী প্রকৌশলী কাওছার আলম বর্তমানে ঢাকায় কর্মরতসহ চার আসামির বিরুদ্ধে দণ্ডবিধি আইনের ১৬১/১৬৬/৪০৯ ধারা ও দুদক আইনের ৫(২) ধারায় আদালতে চার্জশিট দাখিল করে।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা