X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

লেখক মুশতাকের মৃত্যু: বিক্ষোভকারীদের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৪:২৫আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৪:২৫

রাজধানীর শাহবাগে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর মশাল মিছিল থেকে হামলার অভিযোগে একটি হত্যা চেষ্টার মামলা দায়ের করেছে পুলিশ। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর শাহবাগ থানায় পুলিশ বাদী হয়ে এই মামলাটি করে। এই মামলায় ঘটনাস্থল থেকে সাত জনকে গ্রেফতার দেখানো হয়েছে। অজ্ঞাত অনেককে আসামি করা হয়েছে।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুন অর রশীদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে প্রগতিশীল ছাত্রসংগঠনগুলোর লোকজন মশাল মিছিল নিয়ে বের হয়ে শাহবাগের দিকে আসে। এতে পুলিশ বাধা দিলে তারা পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। ঘটনাস্থল থেকে আমরা সাত জনকে গ্রেফতার করেছি। মুশতাক আহমেদের মৃত্যুতে ছাত্র সংগঠগুলোর বিক্ষোভ (ছবি: ফোকাস বাংলা)

তিনি আরও বলেন, এই মামলায় গ্রেফতার হওয়া আসামিদের আজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) আদালতে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

প্রসঙ্গত, ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা মডেল থানায় ২০২০ সালে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা একটি মামলায় কারাগারে ছিলেন লেখক মুশতাক আহমেদ। গত ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় কারাগারের ভেতরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা রাত ৮টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। মুশতাক আহমেদের মৃত্যুতে ছাত্র সংগঠগুলোর বিক্ষোভ (ছবি: ফোকাস বাংলা)

মুশতাক আহমেদ নারায়ণগঞ্জের আড়াই হাজার থানার ছোট বালাপুর এলাকার মো. আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি। ২০২০ সালের ৬ মে ঢাকা জেলে ও পরে ২৪ আগস্ট থেকে তিনি কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। মুশতাক আহমেদ

লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাতেই বিক্ষোভ করেন বামপন্থী ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবারও তারা মিছিল করেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়েরও কর্মসূচি দেন।

আরও পড়ুন- 

কাশিমপুর কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যু

কারাগারে লেখক মুশতাকের মৃত্যু, মধ্যরাতে বিক্ষোভ

মুশতাক আহমেদের ময়নাতদন্ত সম্পন্ন, অপমৃত্যুর মামলা

লেখক মুশতাক আহমেদের দাফন সম্পন্ন

লেখক মুশতাকের মৃত্যুতে ১৩ রাষ্ট্রদূতের উদ্বেগ

লেখক মুশতাকের মৃত্যুর কারণ খতিয়ে দেখা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মুশতাকের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি বিএনপির

লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

 
 

 

 

/আরটি/এফএস/
সম্পর্কিত
হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার শঙ্কা এজেন্সি মালিকদের
গরমে পানির সংকট রাজধানীতে, যা বলছে ওয়াসা
পাট শিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে
সর্বশেষ খবর
আত্মীয়ের জানাজা শেষে ফেরার পথে প্রাণ গেলো মা-ছেলের
আত্মীয়ের জানাজা শেষে ফেরার পথে প্রাণ গেলো মা-ছেলের
বৃষ্টির প্রার্থনায় বিভিন্ন জেলায় নামাজ আদায়
বৃষ্টির প্রার্থনায় বিভিন্ন জেলায় নামাজ আদায়
ফেসবুকে পোস্ট দিয়ে শিশুসন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
ফেসবুকে পোস্ট দিয়ে শিশুসন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর বোল্ট
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর বোল্ট
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা