X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

পুদুচেরিতে রাষ্ট্রপতির শাসন জারি

বিদেশ ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২১, ২১:২২আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ২১:২২
image

অবশেষে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে রাষ্ট্রপতির শাসন জারি করা হয়েছে। কংগ্রেসের নেতৃত্বাধীন সরকার ভেঙে পড়ায় এবং বিরোধীদের পক্ষ থেকে সরকার গঠনের দাবি না ওঠায় বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) এমন ঘোষণা দেওয়া হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

আর মাত্র তিন মাস পরেই কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তবে নির্বাচন কমিশনের ভোট ঘোষণার আগেই সম্প্রতি ক্ষমতাসীন কংগ্রেস-ডিএমকে জোট সরকার থেকে একের পর এক বিধায়ক ইস্তফা দিতে থাকেন। এই পরিস্থিতিতে সোমবার (২২ ফেব্রুয়ারি) আস্থা ভোট হয় পুদুচেরি বিধানসভায়। তবে তাতে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হন মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী। এরপর পদ থেকে ইস্তফা দেন তিনিও।

তারপর পুদুচেরিতে সরকার গড়ার দাবি জানাতে পারে বিজেপি ও তার শরিকরা, এমন সম্ভাবনাই ছিল। তবে বিজেপি সরকার গড়ার দাবি করেনি। এমন অবস্থায় অঞ্চলটিতে রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করেন উপরাজ্যপাল তামিলিসাই সৌন্দরারাজন। বুধবার রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এরপর সেখানে রাষ্ট্রপতি শাসন যে জারি হতে চলেছে, তা একপ্রকার নিশ্চিত ছিল। আর বৃহস্পতিবার দেওয়া হলো আনুষ্ঠানিক ঘোষণা।

উল্লেখ্য, গত রবিবার (২১ ফেব্রুয়ারি) পুদুচেরিতে কংগ্রেসের দুই বিধায়ক ইস্তফা দেন। এতে সংখ্যালঘু হয়ে পড়ে কংগ্রেস সরকার। সোমবার পুদুচেরি বিধানসভায় আস্থা ভোটের শুরুতেই শাসকদলের বিধায়করা ওয়াক আউট করেন। এমন অবস্থায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হয় কংগ্রেস সরকার। আস্থা ভোটে হারের পরই মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন নারায়ণস্বামী। ভি নারায়ণস্বামী বলেন, 'পুদুচেরিতে জোর করে হিন্দি চাপানোর চেষ্টা করছে বিজেপি। বিধায়কদের দলের প্রতি অনুগত থাকা উচিত। যারা ইস্তফা দিয়েছেন, তারা সুবিধাবাদী।'

/এফইউ/
সম্পর্কিত
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বশেষ খবর
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!