X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

পরীক্ষার দাবি‌তে সড়কে শিক্ষার্থীরা, পুলিশের ধরপাকড়-লাঠিচার্জ

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৫:০৪আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৫:১৮

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব ধরনের পরীক্ষা স্থগিতের প্রতিবাদে ও চলমান বিভিন্ন পরীক্ষা গ্রহণের দাবিতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। তবে কর্মসূচি চলাকালে পুলিশ বিভিন্নস্থানে শিক্ষার্থীদের ধরপাকড় চালায় ও আন্দোলন পণ্ড করে দেয় বলে অভিযোগ উঠেছে।

ঢাকায় শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন কর্মসূচি পালনকালে পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় ১৩ শিক্ষার্থীকে হেফাজতে নেওয়া হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান নেবেন বলে আমরা জানতে পারি। শাহবাগ অনেক ব্যস্ততম একটা জায়গা। অনেক হাসাপাতাল রয়েছে। জনদুর্ভোগ এড়াতে এ রাস্তায় যান চলাচল নির্বিঘ্ন রাখতে চেষ্টা করি। রাস্তায় শৃঙ্খলা ফেরাতে আমরা শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিয়ে ১৩ জন শিক্ষার্থীকে হেফাজতে নিয়েছি। জিজ্ঞাসাবাদ শেষে যথাসময়ে তাদের ছেড়ে দেওয়া হবে বলে জানান তিনি।

শাহবাগে পুলিশভ্যানে তোলা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের স্থগিত পরীক্ষা দ্রুত নেওয়ার দাবিতে নেত্রকোনায় কর্মসূচি পালনকালে শিক্ষার্থীদের ওপর পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় কয়েকজন শিক্ষার্থীসহ গণমাধ্যমকর্মীও আহত হন। পরে পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়।

তবে নেত্রকোনার পুলিশ সুপার আকবর আলী মুন্সী জানান, ছাত্রদের কর্মসূচিতে পুলিশের এমন আচরণ উচিত হয়নি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় ইতোমধ্যে একজন এসআই ও কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে বলে জানান তিনি।

বরিশালে পরীক্ষা গ্রহণসহ শিক্ষা কার্যক্রম সচলের দাবিতে সড়ক অব‌রোধ ক‌রে বি‌ক্ষোভ করে‌ছেন সরকারি বিএম ক‌লে‌জের শিক্ষার্থীরা। বেলা ১১টা থে‌কে বিএম ক‌লে‌জে‌র সাম‌নের সড়ক অব‌রোধ ক‌রে বি‌ক্ষোভ শুরু ক‌রেন তারা। এতে সড়কের দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বেলা সা‌ড়ে ১২টার দি‌কে ক‌লে‌জের অধ্যক্ষ আ‌ন্দোলনরত শিক্ষার্থী‌দের নানা আশ্বাস প্রদান কর‌লেও শিক্ষার্থীরা দাবি না আদায় হওয়া পর্যন্ত আন্দোলন চা‌লি‌য়ে যাওয়ার ঘোষণা দেন।

বরিশালে সড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ বরিশাল কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার মো. রাসেল জানান, আ‌লোচনার মাধ্যমে সমাধা‌নের চেষ্টা করা হ‌চ্ছে।

বিএম কলেজের অধ্যক্ষ ড. গোলাম কিবরিয়া বলেন, জাতীয় বিশ্ব‌বিদ্যালয় কর্তৃপক্ষ‌কে জানা‌নো হ‌বে যা‌তে পরীক্ষা গ্রহণ করা হয়।

একই দাবিতে টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজের শিক্ষার্থীরাও কর্মসূচি পালন করেছেন। দুপুরে কলেজের শহীদ মিনার চত্বরে শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন। এসময় ‘সব চলে সব হয়, পরীক্ষা নিতে কিসের ভয়’, ‘সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’ ই্ত্যাদি নানা স্লোগান দেন তারা।

টাঙ্গাইলে শিক্ষার্থীদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বক্তরা বলেন, সরকারি সিদ্ধান্ত আমরা মানতে পারছি না। কারণ আমরা দীর্ঘ এক বছর পরীক্ষা ছাড়া। আমাদের জীবন থেকে একটি বছর চলে গেছে। আবার যদি মে মাস পর্যন্ত সময় বাড়ানো হয় তাহলে দেড় বছর চলে যাবে। সেশনজটে পড়ে যাচ্ছি। আমাদের যে পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। সেই পরীক্ষাগুলো যেন অনতিবিলম্বে নেওয়া হয়। এছাড়া মার্চের প্রথম সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক হল খুলে দেওয়ার দাবি জানান তারা। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষ বরাবর একটি স্বারকলিপি প্রদান করেন।

আরও পড়ুন:
স্থগিত পরীক্ষার নতুন সূচি ঘোষণা, ভর্তি কার্যক্রম শুরু ৮ জুন
শাহবাগে পরীক্ষা স্থগিতের প্রতিবাদে অবস্থান, পুলিশ হেফাজতে ১৩ শিক্ষার্থী

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ