X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

অক্ষরে লেখা প্রথম দিন

স্পোর্টস ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২১, ২৩:৩৪আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ২৩:৩৪

চেন্নাইয়ে অভিষেক টেস্টে নিয়েছিলেন ৫ উইকেট। লাল বল ছেড়ে গোলাপি বলেও সেই ধার ধরে রাখলেন অক্ষর প্যাটেল। আহমেদাবাদের দিবারাত্রির টেস্টে যেন আরেকটু বেশিই ছোবল মারলেন ইংল্যান্ডকে। তাই সন্ধ্যা না হতেই ১১২ রানে গুটিয়ে গেল সফরকারীরা। আর ভারত প্রথম দিন শেষ করলো ৩ উইকেটে ৯৯ রানে। রোহিত শর্মা ফিফটি করে অপরাজিত, তবে তৃতীয় টেস্টের প্রথম দিনটা লিখলেন আসলে ৩৮ রানে ৬ উইকেট নেওয়া অক্ষর।

রবীন্দ্র জাদেজার অভাব একেবারেই টের পেতে দিচ্ছেন না মাত্রই টেস্ট আঙিনায় পা রাখা অক্ষর। ২৭ বছর বয়সী স্পিনারের জাদুতে খেই হারিয়েছে ইংল্যান্ড। তার সামনে অসহায় আত্মসমর্পণ করেছেন জনি বেয়ারস্টো (০), বেন স্টোকস (৬), বেন ফকস (১২), জোফরা আর্চার (১১) ও স্টুয়ার্ট ব্রড (৩)। ব্যাটিং ব্যর্থতার ভিড়ে ইংল্যান্ডকে একাহাতে টেনে নেওয়া হাফসেঞ্চুরিয়ান জ্যাক ক্রাউলিকেও (৫৩) ফিরিয়েছেন অক্ষর।

ক্যারিয়ারসেরা বোলিংয়ে অক্ষর ২১.৪ ওভারে ৩৮ রান খরচায় নিয়েছেন ৬ উইকেট। আরেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ২৬ রান দিয়ে পেয়েছেন ৩ উইকেট। আর ইশান্ত নিয়েছেন ১ উইকেট।

ইংল্যান্ডকে দ্রুত অলআউট করে অবশ্য স্বস্তিতে নেই ভারতও। ৯৯ রানে তারা হারিয়েছে ৩ উইকেট। ওপেনার শুবমান গিল লড়াই করেও ১১ রানের বেশি করতে পারেননি। চেতেশ্বর পূজারা তো রানেরই খাতাই খুলতে পারেননি জ্যাক লেচের শিকার হয়ে। এই লেচই দিন শেষে আরও বড় ধাক্কা দিয়েছেন বিরাট কোহলিকে ফিরিয়ে। দ্রুত ২ উইকেট হারানোর ধাক্কা কাটিয়ে ভারত যখন রোহিত ও কোহলির ব্যাটে ঘুরে দাঁড়িয়ে দিন শেষ করার অপেক্ষায়, ঠিক তখনই ২৭ রান করা ভারতীয় অধিনায়ককে বোল্ড করে প্যাভিলিয়নে ফেরান ইংলিশ স্পিনার।

তবে একপ্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিং করে যাচ্ছেন রোহিত। টেস্ট ক্যারিয়ারের ১২তম হাফসেঞ্চুরি পূরণ করে অপরাজিত ৫৭ রানে। তিনি দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন ১ রানে অপরাজিত থাকা আজিঙ্কা রাহানেকে নিয়ে।

লেচ ২৭ রান দিয়ে পেয়েছেন ২ উইকেট। ভারতের হারানো অন্য উইকেটটি জোফরা আর্চারের।

সংক্ষিপ্ত স্কোর:

(প্রথম দিন শেষে)

ইংল্যান্ড: প্রথম ইনিংসে ৪৮.৪ ওভারে ১১২ (ক্রাউলি ৫৩, রুট ১৭, ফকস ১২, আর্চার ১১, স্টোকস ৬; অক্ষর ৬/৩৮, অশ্বিন ৩/২৬)।

ভারত: প্রথম ইনিংসে ৩৩ ওভারে ৯৯/৩ (রোহিত ৫৭*, কোহলি ২৭, শুবমান ১১, রাহানে ১*; লেচ ২/২৭, আর্চার ১/২৪)।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক