X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

বগুড়ায় বিদ্রোহী প্রার্থী মান্নানকে আ.লীগ থেকে অব্যাহতি

বগুড়া প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৫৪আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৫৪

বগুড়া পৌরসভার নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী) আবদুল মান্নান আকন্দকে আওয়ামী লীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।  বুধবার (২৪ ফেব্রুয়ারি) বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন এবং সাধারণ সম্পাদক নৌকার প্রার্থী আবু ওবায়দুল হাসান ববি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। তার বিরুদ্ধে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে অংশগ্রহণের অভিযোগ আনা হয়েছে।

বগুড়া পৌর আওয়ামী লীগের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আবদুল মান্নান আকন্দকে সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগে দলীয় পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। তার সঙ্গে আওয়ামী লীগের কোনও সম্পর্ক নেই। দলীয় নেতাকর্মীদের মান্নানের সঙ্গে সম্পর্ক না রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। কেউ এ নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য বগুড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ওবায়দুল হাসান ববিকে মনোনয়ন দেওয়া হয়। নির্বাচনে পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমানে ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মান্নান আকন্দ বিদ্রোহী প্রার্থী হন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে জগ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অব্যাহতি প্রসঙ্গে আবদুল মান্নান আকন্দ জানিয়েছেন, কোনও সভা না করে এককভাবে কাউকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া যায় না। তিনি বলেন, ‘আমি বঙ্গবন্ধুর একজন সৈনিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার উচিত নয়। তাই নিজের সিদ্ধান্তে স্বতন্ত্র প্রার্থী হয়েছি।’

নাম প্রকাশে অনিচ্ছুক মান্নান সমর্থকরা জানান, আবু ওবায়দুল হাসান ববি দলীয় প্রার্থী হলেও আওয়ামী লীগের দায়িত্বশীল অনেক নেতা তার বিপক্ষে কাজ করছেন। কোনও কোনও নেতা ব্যক্তিস্বার্থে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশার জন্য ভোট চাইছেন। ভোট সংগ্রহে বাড়ি বাড়ি লোক পাঠানো হচ্ছে। অথচ সংগঠন এসব ছদ্মবেশীর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে প্রতিহিংসার কারণে আবদুল মান্নানকে অবৈধভাবে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা মনে করেন, এ অব্যাহতির কারণে মান্নানের নির্বাচনে ফলাফল আরও ভালো হবে।

বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন জানান, আবদুল মান্নান আকন্দ দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া তিনি নির্বাচনি প্রচারণায় সিনিয়র নেতৃবৃন্দকে গালিগালাজ করছেন। বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে অবহিত করা হয়। কেন্দ্রের পরামর্শে তাকে পৌর আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ড কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!