X
শুক্রবার, ১১ জুলাই ২০২৫
২৭ আষাঢ় ১৪৩২

খালেদা জিয়ার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৪৭আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৪৭

চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশে যাত্রায় আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি। সোমবার (২২ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এই দাবি জানান।  দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকের সিদ্ধান্ত জানাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

নজরুল ইসলাম খান বলেন, ‘খালেদা জিয়া দারুণভাবে অসুস্থ। তার সুচিকিৎসা প্রয়োজন। যে চিকিৎসা এখানে সম্ভব নয়। এমনকি যে হাসপাতালে তিনি ছিলেন, সেখানেও সম্ভব হয়নি। সুচিকিৎসার জন্য তার বাইরে যাওয়া হয়তো দরকার হবে। কিন্তু এ ব্যাপারে সরকারের একটা নিষেধাজ্ঞা আছে। আমরা দাবি জানাবো, এ ব্যাপারে যে নিষেধাজ্ঞা, সেটা প্রত্যাহার করা হোক এবং খালেদা জিয়ার এই মৌলিক অধিকার নিশ্চিত করা হোক। যেন  তার চিকিৎসার প্রয়োজনে যখন যেখানে যেতে চান, তিনি যেতে পারেন।’

নিষেধাজ্ঞা সম্পর্কে নজরুল ইসলাম খান বলেন,‘যদিও এই নিষেধাজ্ঞাটা অমানবিক ও অযৌক্তিক। কারণ, এ দেশের ইতিহাস বলে যে, অসুস্থতার কারণে রাজনৈতিক নেতাদের বাইরে যাওয়ার বহু দৃষ্টান্ত আছে। এমনকি জেলে থাকা অবস্থাও বাইরে যাওয়ার দৃষ্টান্ত আছে। কিন্তু   খালেদা জিয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়ে রাখা হয়েছে। তিনি  তিন বারের প্রধানমন্ত্রী, বার বার বিরোধী দলীয় নেত্রী, দেশের সবচেয়ে জনপ্রিয় মানুষ। তিনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন— তার শারীরিক অবস্থা বিবেচনা করে যে,কখন কোথায় চিকিৎসার জন্য যেতে চান।  যেটাই প্রয়োজন হবে সেটা যাতে বিঘ্নিত না হয়, সরকারের উচিত সেটা নিশ্চিত করা।’

বিএনপির বর্তমান অবস্থা প্রসঙ্গে তিনি বলেন,‘আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছি না। এটা রাজনৈতিক বিষয় না, এটা তার চিকিৎসার বিষয়। আমরা তার নিঃশর্ত মুক্তি দাবি করি। কারণ, আমরা বিশ্বাস করি, তাকে সাজাই দেওয়া হয়েছে অন্যায়ভাবে,বিনা অপরাধে। আমরা মনে করি, সরকার সকলের সরকার হওয়া উচিত। যেটা প্রমাণ করার জন্য হলেও অবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তি দেওয়া এবং তিনি যাতে স্বাধীনভাবে জীবন-যাপন করতে পারেন, সুচিকিৎসা নিতে পারেন এবং নাগরিক হিসেবে তার যে অধিকার, সেই অধিকার প্রয়োগ করতে পারেন।’

খালেদা জিয়া এখন কেমন আছেন, সাংবাদিকদের এমন প্রশ্নে নজরুল ইসলাম খান বলেন, ‘এ ব্যাপারে তার যারা চিকিৎসক টিম এবং তার আত্মীয়-স্বজনদের বক্তব্য আপনারা বিভিন্ন সময়ে জানছেন এবং প্রকাশও করছেন। এর বাইরে তো বলার কিছু নাই। কারণ, আমরা তো তার সঙ্গে দেখাই করতে পারি না। আমরা আপনাদের মতো যতটুকু জানি, তিনি দারুণভাবে অসুস্থ। তার সুচিকিৎসা প্রয়োজন।’

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
ইয়াবাসহ গ্রেফতার বিএনপি নেতাকে বহিষ্কার
বৈঠক শেষে ব্রিফিংয়ের প্রতিযোগিতা, অসন্তোষ সালাহ উদ্দিনের
একটি দলের প্রস্তাবে ঘোষণাপত্র নিয়ে মধ্যস্থতা করছে সরকার: সালাহ উদ্দিন
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১১ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১১ জুলাই, ২০২৫)
ত্রয়োদশ সংসদ নির্বাচন: চার ইসির নেতৃত্বে পাঁচ বিশেষ কমিটি
ত্রয়োদশ সংসদ নির্বাচন: চার ইসির নেতৃত্বে পাঁচ বিশেষ কমিটি
বিপর্যয় নয়, এবারের ফল বর্তমান বাস্তবতা
বিপর্যয় নয়, এবারের ফল বর্তমান বাস্তবতা
সাবালেঙ্কাকে চমকে দিয়ে ফাইনালে আনিসিমোভা, প্রতিপক্ষ শিয়াটেক
সাবালেঙ্কাকে চমকে দিয়ে ফাইনালে আনিসিমোভা, প্রতিপক্ষ শিয়াটেক
সর্বাধিক পঠিত
ধর্ম অবমাননার অভিযোগ সরকারি চাকরিজীবীকে ওএসডি
ধর্ম অবমাননার অভিযোগ সরকারি চাকরিজীবীকে ওএসডি
আবার আন্দোলনে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা
আবার আন্দোলনে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা
দোষ স্বীকার করে ট্রাইব‍্যুনালে যা বললেন ‘রাজসাক্ষী’ সাবেক আইজিপি মামুন
দোষ স্বীকার করে ট্রাইব‍্যুনালে যা বললেন ‘রাজসাক্ষী’ সাবেক আইজিপি মামুন
আসামি থেকে রাজসাক্ষী: সুবিধা-অসুবিধা
আসামি থেকে রাজসাক্ষী: সুবিধা-অসুবিধা
ফরিদপুরে আ.লীগ কার্যালয়ের ধ্বংসস্তূপের ওপর নির্মাণ হচ্ছে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ
ফরিদপুরে আ.লীগ কার্যালয়ের ধ্বংসস্তূপের ওপর নির্মাণ হচ্ছে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ