X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আবার মেলবোর্নের ‘রানী’ ওসাকা

স্পোর্টস ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫৪আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫৪

২০১৯ সালে মেলবোর্ন পার্কে উঁচিয়ে ধরেছিলেন ট্রফি। একবছর ‘বিরতি’ দিয়ে আবারও মেলবোর্নের রানী নাওমি ওসাকা। অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের এককের ফাইনালে শিরোপা জিতেছেন এই জাপানিজ। আজ (শনিবার) শিরোপা নির্ধারণী ম্যাচে তিনি ৬-৪, ৬-৩ গেমে হারিয়েছেন যুক্তরাষ্ট্রের জেনিফার ব্র্যাডিকে।

২৩ বছর বয়সী ওসাকার জয়রথ ছুটছে। টানা একবছর কোনও ম্যাচ হারেননি তিনি! ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জেতার পথে জিতেছেন টানা ২১ ম্যাচ। মেলবোর্ন পার্কে জিতলেন তিনি দ্বিতীয় শিরোপা। ২০১৯ সালে প্রথমবার হাতে তুলেছিলেন ট্রফি। সব মিলিয়ে এটি তার চতুর্থ গ্র্যান্ড স্লাম জয়। এর আগে ২০১৮ ও ২০২০ সালের ইউএস ওপেনের শিরোপা উঁচিয়ে ধরেছিলেন।

সবচেয়ে বড় ব্যাপার হলো, গ্র্যান্ড স্লাম ফাইনালে শতভাগ জয়ের রেকর্ড অক্ষুন্ন রাখলেন ওসাকা। এবারের অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে চতুর্থবার মেজর টুর্নামেন্টের ফাইনালে উঠেছিলেন। ব্র্যাডিকে হারিয়ে চারে চার করলেন এই জাপানি তরুণী। তাতে পুরনো একটা রেকর্ডও নতুন করে সামনে আনলেন। ১৯৯১ সালে মনিকা সেলসের পর প্রথম খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারের প্রথম চার গ্র্যান্ড স্লাম ফাইনালে অজেয় থাকলেন ওসাকা।

এই জয়টাও এসেছে আবার দর্শকদের সামনে। মেয়েদের ফাইনাল দেখতে রড লেভার অ্যারেনায় অনুমতি দেওয়া হয়েছিল সাড়ে ৭ হাজার দর্শককে। এতে ২০২০ সালের ইউএস ওপেনের দুঃখ জুড়িয়েছে ওসাকার। কারণ গত বছর যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতায় ট্রফি জিতলেও ফাঁকা গ্যালারিতে উদযাপন ঠিকঠাক হয়নি। তাই দর্শক পেয়ে তার আনন্দ বেড়ে গেছে কয়েক গুণ।

ওসাকা সেই আনন্দ প্রকাশ করলেন এভাবে, ‘ভক্তদের সামনে পাওয়াটা অবিশ্বাস্য ব্যাপার। আগের গ্র্যান্ড স্লাম খেলতে হয়েছিল ভক্তদের ছাড়া, তাদের সমর্থন অন্যরকম মানে রাখে।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী