X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

বরিশালে বিএনপির বিক্ষোভ সমাবেশে ছাত্রদলের দু’পক্ষে চেয়ার ছোড়াছুড়ি

বরিশাল প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২১, ২২:৪২আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ২২:৫৫

বরিশালে বিএনপি আয়োজিত সমাবেশে ছাত্রদলের দুপক্ষে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল তিনটার পরে শুরু হওয়া এ সমাবেশে স্লোগান দেওয়া নিয়ে ছাত্রদলের দু’পক্ষে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সমাবেশ শুরুর পর বিভিন্ন স্থান থেকে আগত নেতাকর্মীরা মঞ্চে থাকা এক এক নেতার নাম ধরে শ্লোগান দিতে থাকে। নেতৃবৃন্দের বক্তৃতার ফাঁকে ফাঁকে এ শ্লোগান চলে। কিন্তু সেখানে বরিশাল মহানগর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র-এমপি সরোয়ারের নাম ধরে কেউ কোনও শ্লোগান দেয়নি। এতে করে সরোয়ারের অনুসারী মহানগর ছাত্রদলের স্থানীয় নেতারা ক্ষুব্ধ হন।

এ সময় সরোয়ারের পক্ষে শ্লোগান দিতে মহানগর ছাত্রদলের সভাপতি রনি তাদের একই গ্রুপের অভিকে নির্দেশ দেয়। কিন্তু তারপরও অভি এবং তার সাথে থাকা ছাত্রদলের নেতাকর্মীরা সরোয়ার পক্ষে কোনও শ্লোগান না দিলে তাদের মধ্যে দ্বন্দ্ব হয়। এক পর্যায়ে অভি ও রনি পোশাক টানাটানি করে। বিকেল পৌনে ৫টায় মঞ্চের সামনে ওই দুইজনের অনুসারীরা চেয়ার নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। পরে সামনে থাকা নেতারা এসে তাদের শান্ত করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি’র ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, সরকার দেউলিয়াত্বের শেষ পর্যায়ে এসেছে বলেই জিয়াউর রহমানের খেতাব কেড়ে নিতে চাইছে। জনগণকে দেওয়ার মতো সরকারের কিছুই নেই। নিরপেক্ষ নির্বাচনের দাবিতে  বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে বরিশাল নগরীর জিলা স্কুল মাঠে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

বরিশালে বিএনপির বিভাগীয় বিক্ষোভ সমাবেশ

বরিশাল মহানগর বিএনপি’র সভাপতি ও বরিশাল সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে সমাবেশে হাফিজ উদ্দিন আহমেদ আরও বলেন,  ’৭১ সালে দেশের আপামর জনগণ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মুক্তিযুদ্ধ করেছিল। কিন্তু, এখন দেশের কোথাও গণতন্ত্র নেই। সরকার ভোট ডাকাতি করে জনগণের ভোটের অধিকার হরণ করেছে।’

এ সমাবেশে যোগ দেন দলের প্রয়াত নেতা মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ছেলে ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত বিএনপি’র মেয়র প্রার্থী ইশরাক হোসেন। সমাবেশে আসার পথে বাধা পাওয়ার অভিযোগ করেন তিনি।

এছাড়াও সমাবেশে ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত বিএনপি’র মেয়র প্রার্থী তাবিথ আউয়াল, চট্টগ্রাম সিটি নির্বাচনে পরাজিত দলীয় প্রার্থী ডা. শাহাদাত হোসেন, রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত বিএনপি’র মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল, খুলনা সিটি করপোরেশনে পরাজিত বিএনপি’র মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুসহ স্থানীয় নেতারা।

/টিএন/
সম্পর্কিত
মানুষের কাছে ভোট দেওয়ার মতো নির্ভরযোগ্য বিকল্প বিএনপি ছাড়া অন্যটি নেই: মান্না
সরকারবিরোধী বক্তব্য নয়, বিএনপির আলোচনা সভায় আত্মসমালোচনা
ছাত্রদলের কর্মসূচিতে সব শিক্ষক-শিক্ষার্থীকে থাকতে অধ্যক্ষের নোটিশ, চলছে সমালোচনা
সর্বশেষ খবর
পাট খাতভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য কর্মসূচি
পাট খাতভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য কর্মসূচি
টিকাটুলিতে কেমিক্যাল গোডাউনে আগুন, ২ ঘণ্টার পর নিয়ন্ত্রণে
টিকাটুলিতে কেমিক্যাল গোডাউনে আগুন, ২ ঘণ্টার পর নিয়ন্ত্রণে
মায়ের কাছে চিঠি লিখে মাদ্রাসাছাত্রীর ‘আত্মহত্যা’
মায়ের কাছে চিঠি লিখে মাদ্রাসাছাত্রীর ‘আত্মহত্যা’
অসহায় মা-মেয়ের সরকারি চাল খেয়েছেন আওয়ামী লীগ নেতা
অসহায় মা-মেয়ের সরকারি চাল খেয়েছেন আওয়ামী লীগ নেতা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক