X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘মার্চে অনলাইনে যাচ্ছে ট্রেড লাইসেন্স সেবা’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৭ ফেব্রুয়ারি ২০২১, ১৯:২৬আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ১৯:২৮

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেছেন, ‘আগামী মার্চ থেকে ট্রেড লাইসেন্স সেবা বিডার ওয়েবসাইটে চলে আসবে।’ বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ‘ইজি অব ডুয়িং বিজনেস’ শীর্ষক এক ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এই ওয়ার্কশপের আয়োজন করে।

ট্রেড লাইসেন্স সেবা অনলাইনে নেওয়া প্রসঙ্গে সিরাজুল ইসলাম বলেন, ‘সিটি করপোরেশন এলাকায় ট্রেড লাইসেন্স নিতে সাড়ে তিন হাজার টাকা ফি দিতে হয়। কিন্তু এই ফির সঙ্গে আরও তিন হাজার টাকা বাড়তি না দিলে ট্রেড লাইসেন্স পাওয়া যায় না। ট্রেড লাইসেন্স নিয়ে এই ভোগান্তি দূর করতে বিডা কাজ করে যাচ্ছে। ২০১৮ সালের ৮ নভেম্বর বিডার সঙ্গে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের সমঝোতা স্মারক সই হয়েছিল।’

এ সময় তিনি বলেন, ‘ইজি ডুয়িং বিজনেস একটি বড় কাজ। আজ এই ওয়ার্কশপে সাতটি সূচক নিয়ে আমরা আলোচনা করেছি। এই ক্ষেত্রে উন্নয়নের জন্য এই সাতটি ছাড়াও আরও অনেক কাজ করতে হবে। এই সূচকগুলো নিয়ে আরও কীভাবে কাজ করা যায়, সেটি নিয়ে আমরা আগামী বছর টার্গেট ঠিক করে কাজ করবো।’

তিনি আরও বলেন, ‘বিশ্বব্যাংকের সহজে ব্যবসা সূচকে বাংলাদেশকে ১৬৮তম অবস্থান থেকে দুই অঙ্কে নামাতে কাজ চলছে। চলতি বছরের এপ্রিলের মধ্যে ট্রেড লাইসেন্সের মাধ্যমে ব্যবসা শুরু, ভবন ও অবকাঠামো নির্মাণে অনুমোদন, জমির নিবন্ধনের মতো বিষয়ে নানামুখী সংস্কার কার্যক্রম শেষ হবে।’

ওয়ার্কশপে ব্যবসা শুরুর অনুমোদন, ভবন নির্মাণের অনুমতি, বিদ্যুৎ সংযোগ, সম্পত্তি নিবন্ধন, ঋণপ্রাপ্তি, ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুরক্ষা, কর প্রদান, বৈদেশিক বাণিজ্য চুক্তির বাস্তবায়ন এবং দেউলিয়া হওয়া ব্যবসার উন্নয়ন সহজীকরণ এই ১০টি মানদণ্ডের ওপর ভিত্তি করে ব্যবসা সহজীকরণ সূচক তৈরি নিয়ে আলোচনা করা হয়। এতে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম, চট্টগ্রাম বন্দর, চট্টগ্রাম কাস্টমস, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম ওয়াসাসহ চট্টগ্রামের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিতর্কিত আউটের ছবি পোস্ট করে মুশফিক লিখলেন...
বিতর্কিত আউটের ছবি পোস্ট করে মুশফিক লিখলেন...
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
বিএনপি গণতন্ত্রে অকার্যকর ডামি রাজনৈতিক দল: ওবায়দুল কাদের
বিএনপি গণতন্ত্রে অকার্যকর ডামি রাজনৈতিক দল: ওবায়দুল কাদের
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী