X
শুক্রবার, ১১ জুলাই ২০২৫
২৭ আষাঢ় ১৪৩২

মিয়ানমারে আবারও বন্ধ ইন্টারনেট

বিদেশ ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৪০আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ০৯:০৮
image

মিয়ানমারের নতুন সামরিক শাসক দ্বিতীয় রাতের মতো দেশটিতে ইন্টারনেট সংযোগ বন্ধ করে রেখেছে। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক নেটব্লক জানিয়েছে মঙ্গলবার স্থানীয় সময় একটা থেকে দেশটিতে ইন্টারনেট সংযোগ প্রায় পুরোপুরি বন্ধ রয়েছে। সেনা শাসকেরা ক্ষমতা দখলের পর এনিয়ে চতুর্থবারের মতো বন্ধ রাখা হলো ইন্টারনেট। অনলাইনে ভিন্নমত দমনের চেষ্টা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইন্টারনেট বন্ধ ছাড়াও অভ্যুত্থানের নেতাদের বিরোধিতা বন্ধে বেশ কিছু আইনি সংস্কার করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে মিয়ানমারে প্রতিদিনই জোরালো হচ্ছে বিক্ষোভ। অং সান সু চিসহ নির্বাচিত নেতাদের মুক্তি দেওয়ার পাশাপাশি গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি তুলেছেন তারা। বিক্ষোভের বাইরে জান্তা সরকারের বিষফোঁড়ার কারণ হয়ে দাঁড়িয়েছে অভ্যুত্থানকারীদের প্রতি জনগণের প্রকাশ্য অবাধ্যতা। সামরিক শাসনের অবসান এবং বেসামরিক রাজনীতিকদের মুক্তির দাবিতে কর্মবিরতি পালন করছে হাজার হাজার সরকারি চাকরিজীবি।

নাগরিক অসহযোগ আন্দোলন সংগঠিত করার অন্যতম প্লাটফর্ম ফেসবুক। এই কারণে অভ্যুত্থানের পরেই ফেসবুকে প্রবেশ নিষিদ্ধ করা হয়। এছাড়া টুইটার ও ইন্সটাগ্রামের ব্যবহারও বিঘ্নিত হচ্ছে।

মিয়ানমারের অন্যতম বড় টেলিকম সেবাদাতা টেলিনর জানিয়েছে, প্রবেশ বন্ধ রাখা ওয়েবসাইটের তালিকা আর হালনাগাদ করা হবে না। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পরিস্থিতি বিভ্রান্তিকর ও অস্পষ্ট। আর তারা কর্মীদের নিরাপত্তাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

এদিকে মিয়ানমারের রাজপথগুলোতে সেনা উপস্থিতি ক্রমেই বাড়ছে। কৌশলগত বহু স্থানে পুলিশের জায়গা নিয়ে নিচ্ছে সেনা সদস্যরা। মূল শহর ইয়াঙ্গুনে ব্যস্ত সময়ে রাজপথে দ্রুত গতিতে চলাচল করেছে আট চাকার সামরিক গাড়ি। তবে এসব গাড়ির চারপাশে থাকা গাড়ি থেকে হর্ন বাজিয়ে অভ্যুত্থানের বিরুদ্ধে ক্ষোভ দেখানো হয়েছে। বিক্ষোভকারীদের মূল মনোযোগ কেন্দ্রীয় ব্যাংক ভবন, যুক্তরাষ্ট্র ও চীনা দূতাবাস এবং সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) সদর দফতর।

সোমবার মান্দালয় শহরে বিক্ষোভকারীরা আবারও জড়ো হলে পুলিশ রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করেছে। তবে তা উপেক্ষা করে বিক্ষোভ চালিয়ে যেতে দেখা গেছে।

/জেজে/
সম্পর্কিত
মালয়েশিয়ায় রুশ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
শুল্ক কার্যকরে আগস্টের সময়সীমা পেছাবে না: ট্রাম্প
কবি নজরুলের পাণ্ডুলিপি ও সম্পত্তি সংরক্ষণে আর্থিক অনিয়মের অভিযোগ
সর্বশেষ খবর
এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
দায়িত্বরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
দায়িত্বরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
যমুনায় পানি বাড়ছে, দিশেহারা নদীপাড়ের মানুষ
যমুনায় পানি বাড়ছে, দিশেহারা নদীপাড়ের মানুষ
সর্বাধিক পঠিত
আসামি থেকে রাজসাক্ষী: সুবিধা-অসুবিধা
আসামি থেকে রাজসাক্ষী: সুবিধা-অসুবিধা
দোষ স্বীকার করে ট্রাইব‍্যুনালে যা বললেন ‘রাজসাক্ষী’ সাবেক আইজিপি মামুন
দোষ স্বীকার করে ট্রাইব‍্যুনালে যা বললেন ‘রাজসাক্ষী’ সাবেক আইজিপি মামুন
অধ্যাপক আবুল বারাকাত গ্রেফতার
অধ্যাপক আবুল বারাকাত গ্রেফতার
‘আমার ও মোহামেডানের মধ্যে আর কোনও সম্পর্ক নেই’
‘আমার ও মোহামেডানের মধ্যে আর কোনও সম্পর্ক নেই’
আমিরের নেতৃত্বে চীন যাচ্ছেন জামায়াতের প্রতিনিধি দল
আমিরের নেতৃত্বে চীন যাচ্ছেন জামায়াতের প্রতিনিধি দল