X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বিএসএফের ধরে নিয়ে যাওয়া পুলিশ সদস্যকে ২২ ঘণ্টা পর উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২১, ২৩:০৮আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ২৩:২৭

পঞ্চগড় সীমান্ত দিয়ে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি পুলিশ সদস্যকে ২২ ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ)। উৎকণ্ঠা সৃষ্টিকারী এ ঘটনার সমাধান হয়েছে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকে। সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে পঞ্চগড় সীমান্তের ৭৫৩ নম্বর মেইন পিলার সংলগ্ন বাংলাদেশি ভূখণ্ডে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। 

বিজিবির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

উদ্ধার হওয়া পুলিশ সদস্যের নাম ওমর ফারুক। তাকে বিএসএফ মারধর করেছে। মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থায় তাকে হস্তান্তর করা হয়।

সূত্রটি জানায়, পতাকা বৈঠকে বিজিবি’র নেতৃত্ব দেন ৫৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মামুন এবং বিএসএফের পক্ষে নেতৃত্বে ছিলেন ২১ বিএন কমান্ড্যান্ট জিএস টমার। এ বৈঠক শেষে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বিজিবির হাতে পুলিশ সদস্য ওমর ফারুককে হস্তান্তর করে বিএসএফ। এরপর বিজিবি তাকে ঘাগড়া বিওপি ক্যাম্পে নিয়ে আসে। সেখানে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সূত্রটি আরও জানায়, পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সুদর্শন কুমার রায় ও পঞ্চগড় সদর থানার ওসি (তদন্ত) জামাল হোসেন পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য ইউসুফ আলী বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, পুলিশ সদস্য ওমর ফারুককে ভীষণ মারধর করা হয়েছে। তার মাথায় ব্যান্ডেজ রয়েছে।

উল্লেখ্য, পঞ্চগড় সদর উপজেলার মমিনপাড়া সীমান্ত থেকে পুলিশ সদস্য ওমর ফারুককে রবিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে ধরে নিয়ে যায় বিএসএফ। নীলফামারী ৫৬ বিজিবির আওতাধীন ওই সীমান্তের ৪৫৩ মেইন পিলার এলাকায় এ ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে পুলিশ সদস্য ওমর ফারুকসহ তিন জন মমিনপাড়া সীমান্তের কাছে যান। এসময় মমিনপাড়া সীমান্তের বিপরীতে ভারতের সিপাইপাড়া মহল্লার ভারতীয় নাগরিকরা তাদের আটক করেন। পরে সেখান থেকে দুই জন পালিয়ে আসলেও ওমর ফারুককে আটক করে ভারতের চানাকিয়া বিএসএফ সদস্যদের হাতে তুলে দেন ভারতীয়রা।

আরও পড়ুন: 

পঞ্চগড়ের সীমান্ত থেকে পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!