X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

নিজের চ্যানেলে প্রথম গান (ভিডিও)

বিনোদন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২১, ১০:৩১আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ১০:৩১

দিনাত জাহান মুন্নী দিনাত জাহান মুন্নী। সুকণ্ঠী। দুই দশক ধরে অডিও, প্লেব্যাক আর স্টেজে গাইছেন সমানতালে।

এই পর্যায়ে এসে তিনিও যুক্ত হলেন ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবের সঙ্গে। গত বছর জুলাইতে খুললেন নিজের নামে চ্যানেল। মাঝের সময়টুকু পরীক্ষামূলকভাবে প্রকাশ করেছেন নিজের স্টেজ শো আর পুরনো গানের কিছু ভিডিও। স্থান পেয়েছে দুই কন্যাকে নিয়ে ঘরোয়া গানের কনটেন্টও।

এই ভালোবাসা দিবসে এসে প্রথমবার তিনি প্রকাশ করলেন নতুন গান। নাম ‘কার্নিশে রোজ একটা পাখি’। মিষ্টি প্রেমের এই গানটি লিখেছেন তারই জীবনসঙ্গী কবির বকুল। এস আই টুটুলের সুরে গানটির সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। ভিডিও নির্মাণ করেছেন ইয়ামিন এলান।

১২ ফেব্রুয়ারি গানচিত্রটি উন্মুক্ত হয়।

দিনাত জাহান মুন্নী বলেন, ‘আমার ইউটিউব চ্যানেলের জন্য প্রথম (নতুন) গান এটি। গানটির মাধ্যমে সংগীত প্রকাশের নতুন একটি মাধ্যমে যাত্রা করলাম। সবার কাছে এরজন্য দোয়া চাই। আমি পরম সৌভাগ্যবান- গানটির সঙ্গে পেয়েছি ৩ জন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত মানুষকে। কবির বকুল, এস আই টুটুল ও ইমন চৌধুরী- প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ।’

দিনাত জাহান মুন্নী জানান, আগের মতোই তিনি আগামীতেও বিভিন্ন সিনেমা ও প্রযোজনা প্রতিষ্ঠানের জন্য গান গাওয়া অব্যাহত রাখবেন। তবে বিশেষ দিবসে নিজের মতোকরে কিছু গান নিয়মিত প্রকাশ করবেন এই ইউটিউব চ্যানেলে।

তার ভাষায়, ‘এই চ্যানেলটি খোলার উদ্দেশ্য খুবই সাধারণ। মাধ্যমটিকে আমি আসলে ডিসকভার করতে চাই। ইউটিউব তো এখন সময়ের দাবি। আমিও সেই দাবিটার সঙ্গে একাত্ম হলাম। এর বেশি কিছু নয়। তবে আমার ইচ্ছে প্রতিযোগিতায় না নেমে, একান্তই নিজের পছন্দের কিছু গান করবো এই চ্যানেলটির মাধ্যমে। আশা করছি, আমার এই শুভ ইচ্ছার পক্ষে রায় দেবেন ভক্ত, শ্রোতা ও সমালোচকরা।’

/এমএম/
সম্পর্কিত
‘তোর ভাতের প্লেটে আমার দেয়া কিছু ঘৃণা থাকুক’
‘তোর ভাতের প্লেটে আমার দেয়া কিছু ঘৃণা থাকুক’
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
বিনোদন বিভাগের সর্বশেষ
অনুরাগ কাশ্যপের সিনেমায় ঋদ্ধি!
অনুরাগ কাশ্যপের সিনেমায় ঋদ্ধি!
কান থেকে ভাবনা: নিজেকে ছোট অনুভব করাটাও দরকার
কান থেকে ভাবনা: নিজেকে ছোট অনুভব করাটাও দরকার
আমরা একে-অপরের খুব কাছের: জাহ্নবী
আমরা একে-অপরের খুব কাছের: জাহ্নবী
বাংলাদেশ ও রুনা লায়লাকে নিয়ে যা বললেন নাসিরুদ্দিন শাহ
কান উৎসব ২০২৪বাংলাদেশ ও রুনা লায়লাকে নিয়ে যা বললেন নাসিরুদ্দিন শাহ
জয়িতা আঁকলেন সুরে সুরে রবির ছবি
জয়িতা আঁকলেন সুরে সুরে রবির ছবি