X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের গল্পে এ আর রাহমান

বিনোদন ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৫১আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৫২

বলিউডের সেলুলয়েড ফিতায় আবারও উঠে আসবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের খণ্ডচিত্র।

ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান আরএসভিপি ও রয় কাপুর ফিল্মস যৌথভাবে ঘোষণা দিয়েছিল ‌‘পিপ্পা’ শিরোনামের ছবির। এবার তারা জানালো, এতে যুক্ত হচ্ছেন মিউজিক মায়েস্ত্রো এ আর রাহমান। ছবির স্কোরিং করবেন তিনি।

ভারতীয় ব্রিগেডিয়ার বলরাম মেহেতার লেখা ‘দ্য বার্নিং শ্যাফিজ’ বই থেকে এটি তৈরি হচ্ছে। ১৯৭১ সালের যুদ্ধে তিনি অংশ নিয়েছিলেন। মূলত তাকে নিয়েই ছবিটি নির্মিত হচ্ছে। তার ভূমিকায় দেখা যাবে শহিদ কাপুরের ছোট ভাই ইশান কাট্টারকে। এটি পরিচালনা করছেন রাজা কৃষ্ণ মেনন।

মজার বিষয় হলো, ছবির নামটি নেওয়া হয়েছে রাশিয়ান যুদ্ধ ট্যাংক ‌‌‌‘পিটি-৭৬’ থেকে। যাকে আদর করে ‘ঘি কা ডিব্বা’ বা ‘পিপ্পা’ বলে ডাকা হতো।

লক্ষ্যভেদী এ ট্যাংকের বিশেষ গুণ ছিল। এটি পানির ওপর দিয়েও দ্রুত ভেসে যেতে পারতো।

এদিকে, এ প্রযোজনা প্রতিষ্ঠান দুটি এর আগেও কাজ করেছে এ আর রাহমানের সঙ্গে। ছবিগুলোর মধ্যে আছে, স্বদেশ, রাঙ দে বাসন্তি, যোধা আকবর ও দিল্লি-৬।

ভারতীয় সংবাদমাধ্যমকে এই সংগীত তারকা বলেন, ‘নতুন ছবির গল্পটা অনেক মানবিক। প্রায় প্রতিটি পরিবার এটি জানেন। আমি মুখিয়ে আছি ছবির কাজটি করার জন্য।’

জানা যায়, সিনেমাটি চলতি বছরই মুক্তি পাবে।

সূত্র: ইন্ডিয়া হান্ট, আইএমডিবি

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া