X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে পৌঁছেছে ৪৮ হাজার ডোজ করোনার ভ্যাকসিন

বাগেরহাট প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২১, ২০:২৬আপডেট : ৩১ জানুয়ারি ২০২১, ২০:২৬

বাগেরহাট জেলায় পৌঁছেছে করোনার প্রথম ধাপের ৪৮ হাজার ডোজ ভ্যাকসিন। রবিবার (৩১ জানুয়ারি) দুপুরে বাগেরহাট জেলা সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছায় ভ্যাকসিনগুলো। এসময় সিভিল সার্জনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে গাড়ি থেকে ভ্যাকসিন নামিয়ে ইপিআই ভবনের একটি কক্ষে তা সংরক্ষণ করা হয়।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. এ কে এম হুমাউন কবীর জানান, বাগেরহাট জেলার জন্য প্রথম ধাপে ৪৮ হাজার ডোজ করোনার ভ্যাকসিন হাতে পাওয়া গেছে। এই ভ্যাকসিন ৪৮ হাজার জনকে দেওয়া যাবে।

তিনি আরও জানান, বাগেরহাট জেলায় আগামী ৭ ফেব্রুয়ারি থেকে কোভিড-১৯ এর ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম শুরু হবে। ইতোমধ্যে জেলা স্বাস্থ্য বিভাগের তরফ থেকে ডাক্তার, নার্স ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুত রাখা হয়েছে। প্রথম পর্যায়ে ভ্যাকসিন পাবেন স্বাস্থ্যকর্মী, পুলিশ, মিডিয়াকর্মীসহ বিভিন্ন অধিদফতরের কর্মকর্তা কর্মচারীরা। এ বিষেয়ে সিভিল সার্জন অফিস থেকে আগে থেকে তালিকা তৈরি করা হয়েছে। প্রথম ধাপে ১৫ ধরনের পেশাজীবী সুরক্ষা অ্যাপের মাধ্যমে আবেদন করতে পারবেন। তালিকার সঙ্গে মিলিয়ে মোবাইলে তাদের কাছে এসএমএস যাবে। সেই এসএমএস দেখিয়ে তাদের ভ্যাকসিন নিতে হবে।

উল্লেখ্য, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রেজেনেকা ফার্মাসিউটিক্যালসের যৌথ উদ্ভাবনায় উদ্ভাবিত ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে তিন স্তরে পরীক্ষিত করোনার ভ্যাকসিন ‘কোভিশিল্ড’ এর বাণিজ্যিক উৎপাদন ও বিপণনের দায়িত্ব পেয়েছে ভারতের সেরাম ইনস্টিটিউট। ভারতীয় প্রতিষ্ঠানটি উৎপাদন শুরুর সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস বাংলাদেশ সরকারের অনুমোদনক্রমে ৩ কোটি ডোজ ভ্যাকসিন আনার চুক্তি করে। এরপর প্রথম দফায় ৫০ লাখ ডোজ ভ্যাকসিন এনে প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর তা দেশের সব জেলায় পৌঁছে দিচ্ছে বেক্সিমকো।  

/টিএন/
সম্পর্কিত
করোনা শনাক্তের হার ৮ শতাংশ ছাড়ালো
দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট জেএন.১ শনাক্ত
দ্রুত করোনার টিকা দেওয়ার নির্দেশ
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!