X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

‘সরকারের প্রতি মানুষের একবিন্দু বিশ্বাস নেই’

ঢাবি প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২১, ০২:০৬আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ০২:০৬

শিক্ষাঙ্গন থেকে সংসদ সবখানে লুটপাট চলছে বলে মনে করে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নেতারা। তারা বলেন, ‘বর্তমান সরকারের প্রতি মানুষের আর একবিন্দু বিশ্বাস নেই। আইনশৃঙ্খলা বাহিনীর জনগণের নিরাপত্তা দেওয়ার কথা, কিন্তু তাদের সদস্যদের নামে মাদক, হত্যা, চাঁদাবাজি, যৌন নিপীড়নের অভিযোগে মামলা হচ্ছে। ফলে এদের  প্রতিও মানুষের ভরসা নেই। কোনও প্রতিষ্ঠানই বিনা হয়রানিতে জনসেবা নিশ্চিত করতে পারছে না।’

সংগঠনটির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২৬ জানুয়ারি) শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ছাত্র সমাবেশে নেতারা এসব কথা বলেন।

বক্তারা পলিটেকনিক কলেজগুলোর চলমান সংকট নিরসনের জন্য শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। তারা বলেন, ‘পরিবর্তনকামী ছাত্র, শিল্পী, কার্টুনিস্ট, লেখক, রাজনৈতিক সংগঠকদের নামে নিবর্তনমূলক আইনে মামলা দিয়ে দমন-পীড়ন করছে সরকার।’ খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের নামে বহিষ্কারাদেশ প্রত্যাহার করার আহ্বান জানান তারা।

প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি ও গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য মনির উদ্দীন পাপ্পু বলেন, ‘লাখ লাখ মানুষ জীবন দিয়েছিল স্বাধীনতা, মুক্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। কিন্তু স্বাধীনতার ৫০ বছরে উপনীত হলেও জনমানুষের সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়নি, সব স্বপ্ন ধূলিসাৎ হয়েছে। প্রতিদিনকার জীবনের যে বঞ্চনা সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমরা একটা চরম ফ্যাসিবাদী শাসনের মধ্যে আছি। আমাদের সব অধিকার কেড়ে নেওয়া হয়েছে। ফলে এই স্বৈরাচারী শাসনের বিপরীতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে। একটি নিরাপদ, মানবিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য ছাত্র-তরুণদেরই লড়াকু ভূমিকা পালন করতে হবে।’

সভাপতির বক্তব্যে ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা বলেন, ‘আমরা বলি, শত ফুল ফুটতে দাও; সরকার বলে, সব অধিকার কেড়ে নাও! সব কুঁড়ি ছেটে দাও! আমরা বলি, কথা চলবে, কলম চলবে; সরকার ডিজিটিাল নিরাপত্তা আইন দিয়ে বাকস্বাধীনতা রুদ্ধ করে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাট খাতভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য কর্মসূচি
পাট খাতভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য কর্মসূচি
টিকাটুলিতে কেমিক্যাল গোডাউনে আগুন, ২ ঘণ্টার পর নিয়ন্ত্রণে
টিকাটুলিতে কেমিক্যাল গোডাউনে আগুন, ২ ঘণ্টার পর নিয়ন্ত্রণে
মায়ের কাছে চিঠি লিখে মাদ্রাসাছাত্রীর ‘আত্মহত্যা’
মায়ের কাছে চিঠি লিখে মাদ্রাসাছাত্রীর ‘আত্মহত্যা’
অসহায় মা-মেয়ের সরকারি চাল খেয়েছেন আওয়ামী লীগ নেতা
অসহায় মা-মেয়ের সরকারি চাল খেয়েছেন আওয়ামী লীগ নেতা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক