X
বুধবার, ০৯ জুলাই ২০২৫
২৫ আষাঢ় ১৪৩২

জাপানি উদ্যোক্তাদের বাংলাদেশে ‘অফশোর ডেভেলপমেন্ট সেন্টার’ স্থাপনের আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২১, ২১:১৩আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ২১:১৩

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বাংলাদেশের তরুণদের কাজে লাগাতে জাপানি আইটি উদ্যোক্তাদের বাংলাদেশে ‘অফশোর ডেভেলপমেন্ট সেন্টার’ স্থাপনের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি বাংলাদেশি আইটি প্রতিষ্ঠানগুলোকে জাপানে ব্যবসা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) জাপানের বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) যৌথ উদ্যোগে জাপানি কোম্পানির সঙ্গে সংযোগ স্থাপন ও বাজার গবেষণার লক্ষ্যে অনলাইনে আয়োজিত ‘বাংলাদেশ-জাপান বিটুবি আইটি বিজনেস ম্যাচমেকিং মিটিং ২০২১’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, ‘বাংলাদেশ বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল দেশ।  ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সমন্বিত উন্নয়ন সূচকে অনেক বড় দেশকে ছাড়িয়ে বাংলাদেশ বর্তমানে ৩৪তম অবস্থানে রয়েছে।  আগামী ২০৩০ সাল নাগাদ বাংলাদেশ হবে বিশ্বের ২৪তম বৃহৎ অর্থনৈতিক দেশ।’ 

তিনি আরও বলেন, ‘অক্সফোর্ড ইন্টারন্যাশনাল ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, গ্লোবাল অনলাইন ওয়ার্কফোর্সে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়।  এ সাফল্য অর্জনে চালিকাশক্তি হিসেবে ভূমিকা রাখছে দেশের সব খাতে আইসিটির স্মার্ট ব্যবহার।’

জাপান হচ্ছে বাংলাদেশের দীর্ঘ পরীক্ষিত বন্ধু ও উন্নয়ন সহযোগী উল্লেখ করে পলক বলেন, ‘‘জাপানি তথ্যপ্রযুক্তি কোম্পানির সঙ্গে সংযোগ স্থাপন, ব্যবসা সম্প্রসারণ এবং বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন ও বিকাশে এই ‘বিটুবি ম্যাচমেকিং প্রোগ্রাম’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’’

অনুষ্ঠানে আরও  বক্তৃতা করেন— তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি, জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. জাফর উদ্দিন, বাংলাদেশে নিযুক্ত জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) কান্ট্রি রিপ্রেজেনটেটিভ হায়াকাওয়া ইউহু প্রমুখ।

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিইসির সঙ্গে বৈঠক করতে নির্বাচন ভবনে বিদেশি প্রতিনিধিদল
সিইসির সঙ্গে বৈঠক করতে নির্বাচন ভবনে বিদেশি প্রতিনিধিদল
সরকারের নিজস্ব উদ্যোগেও সংস্কার হচ্ছে: অর্থ উপদেষ্টা
সরকারের নিজস্ব উদ্যোগেও সংস্কার হচ্ছে: অর্থ উপদেষ্টা
ভুটানকে বাংলাদেশের সব অবকাঠামোগত সুবিধা নেওয়ার পরামর্শ প্রধান উপদেষ্টার 
ভুটানকে বাংলাদেশের সব অবকাঠামোগত সুবিধা নেওয়ার পরামর্শ প্রধান উপদেষ্টার 
৭ শতাধিক ড্রোন নিয়ে ইউক্রেনে রাশিয়ার হামলা
৭ শতাধিক ড্রোন নিয়ে ইউক্রেনে রাশিয়ার হামলা
সর্বাধিক পঠিত
‘সুড়ঙ্গ’, ‘দাগি’, ‘তাণ্ডব’ পেরিয়ে ‘দম’
‘সুড়ঙ্গ’, ‘দাগি’, ‘তাণ্ডব’ পেরিয়ে ‘দম’
ভেঙে ফেলা হচ্ছে ‘বিজয় চত্বর’, হবে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’
ভেঙে ফেলা হচ্ছে ‘বিজয় চত্বর’, হবে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’
মিয়ানমারের বিরল খনিজ ঘিরে চীনের হুমকি
মিয়ানমারের বিরল খনিজ ঘিরে চীনের হুমকি
হাউজ লোন ও ক্রেডিট কার্ড ঋণের সীমা বাড়ছে
হাউজ লোন ও ক্রেডিট কার্ড ঋণের সীমা বাড়ছে
মন্ত্রণালয়ে আটকে আছে ফাইল, ফুটবলার ঋতুপর্ণার বাড়ি নির্মাণ বন্ধ
মন্ত্রণালয়ে আটকে আছে ফাইল, ফুটবলার ঋতুপর্ণার বাড়ি নির্মাণ বন্ধ