X
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
২৪ আষাঢ় ১৪৩২

এখন লাগবে ৬৯-এর মতো গণঅভ্যুত্থান: মান্না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২১, ২২:৪০আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ২২:৪০

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ১৯৬৯ সালে যে গণঅভ্যুত্থান হয়েছিল, তা পাকিস্তানের শাসনকে ভেঙে বাংলাদেশের জন্ম দিয়েছিল। আজ সেই দিন, যে গণঅভ্যুত্থান থেকে শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু হিসেবে জন্ম হয়েছিল।তিনি বলেন,‘এই সরকার কি আজকের এই দিনের কথা মনে রেখেছে? রাখেনি। ভোট ডাকাতি করে ক্ষমতায় আছে। ১৯৬৯-এর মতো করে আরেকটি গণঅভ্যুত্থান এখন লাগবে।’

রবিবার (২৪ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এক আলোচনা সভায় মান্না এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আজ এখানে ঘোষণা করছি, গণঅভ্যুত্থান ঘটিয়ে এই অবৈধ সরকারের বিদায় করবো। আজ যারা মঞ্চে আছেন, নাগরিক ঐক্যের পক্ষ থেকে সবাইকে আহ্বান জানাচ্ছি— আসুন, একসঙ্গে একমঞ্চ থেকে আন্দোলন করে, এক মঞ্চে সম্ভব না হলে এরশাদবিরোধী আন্দোলনের মতো করে, যার যার জায়গা থেকে এক কর্মসূচি নিয়ে আন্দোলন করুন। ’

মান্না প্রশ্ন করেন, ‘প্রধানমন্ত্রী কেন আজ নিজে টিকা না দিয়ে জনগণকে বলেন। এই টিকা নিতে ভয় পাচ্ছেন? নিজেদের জানের ভয় আছে, জনগণের প্রতি কোনও দরদ নেই কেন? এই টিকা নিয়ে দুর্নীতি বন্ধ করতে হবে।’

তিনি বলেন, ‘আমি সবাইকে, সব রাজনৈতিক দলকে ডাকবো। লাখ-কোটি টাকা দুর্নীতি লুট করছেন, পদ্মা সেতুর একেকটা স্প্যান বসিয়ে বিশাল প্রচারণা করছেন। কত টাকার দুর্নীতি করছেন? প্রধানমন্ত্রী বলেছেন, কারা কারা বিদেশে টাকা পাঠান, তিনি জানেন। কেন তাদেরকে কিছু বলেন না? এই দুর্নীতি রোধ করতে হবে। এই লিস্ট বের করবো, তৈরি হোন।  আজ নাগরিক ঐক্যের পক্ষ থেকে এই গণঅভ্যুত্থান দিবসে সবাইকে এক মঞ্চে এসে এই সরকারের পদত্যাগের জন্য আন্দোলনের শপথ নিতে আহ্বান জানাই।’

সভায় ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘১৬ বছরের মতিউররা জীবন দিয়ে আইয়ুব খানকে পদত্যাগ করতে বাধ্য করতে পেরেছিলেন। আজকে যা আমরা এখনও পারিনি। সবকিছুতে যেভাবে দুর্নীতি হচ্ছে, ২ ডলারের টিকা ৫ ডলারে আনা হচ্ছে। এই দুর্নীতির ভাগবাটোয়ারার টাকা কারা কারা পায় আমরা জানি না।’

তিনি আরও বলেন, ‘বিনা টেন্ডারে ১২০০ কোটি টাকা দিয়ে দেয় সরকার। ভারতীয় গোয়েন্দা ও দুর্নীতিবাজ— এসব থেকে বেরিয়ে আসেন প্রধানমন্ত্রী। আমি আপনার জন্য রাস্তায় নামবো। জনগণের জন্য আবারও এখান থেকে আমি দাবি করছি, এই দেশের সব জনগণকে বিনামূল্যে করোনার টিকা দিতে হবে। এটি আমাদের অধিকার।’

দলের সমন্বয়ক শহীদুল্লাহ কায়সারের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন— সাইফুল হক, সাদেক আহমেদ খান, এস এম আকরাম, এস এম এ কবীর হাসান, ফেরদৌসী আক্তার প্রমুখ।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১৮তম শিক্ষক নিবন্ধনের ফল পুনর্মূল্যায়নের দাবিতে অবস্থান
১৮তম শিক্ষক নিবন্ধনের ফল পুনর্মূল্যায়নের দাবিতে অবস্থান
দারাজ নিয়ে এলো ‘লাকি ৭.৭’ ক্যাম্পেইন
দারাজ নিয়ে এলো ‘লাকি ৭.৭’ ক্যাম্পেইন
বাংলাদেশের বিপক্ষে নেই শাদাব, হারিস
বাংলাদেশের বিপক্ষে নেই শাদাব, হারিস
উপন্যাসের ৯০ বছর পূর্তিতে সিনেমা মুক্তি
উপন্যাসের ৯০ বছর পূর্তিতে সিনেমা মুক্তি
সর্বাধিক পঠিত
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
আপাতত আন্দোলন নয়, অধ্যাদেশ জারির পর সিদ্ধান্ত
আপাতত আন্দোলন নয়, অধ্যাদেশ জারির পর সিদ্ধান্ত
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
তিন নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের
তিন নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের
আসন্ন নির্বাচনে এগিয়ে বিএনপি, দ্বিতীয় জামায়াত: সানেমের জরিপ
আসন্ন নির্বাচনে এগিয়ে বিএনপি, দ্বিতীয় জামায়াত: সানেমের জরিপ