X
শনিবার, ০৫ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

সেনা সদস্যদের কাছে ক্ষমা চাইলেন বাইডেন

বিদেশ ডেস্ক
২৩ জানুয়ারি ২০২১, ১৭:৪৬আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ১৭:৪৯
image

শপথ অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে এসে ওয়াশিংটনের ক্যাপিটল ভবনের গাড়ি পার্কিংয়ে ঘুমাতে বাধ্য হওয়ায় সেনা সদস্যদের কাছে ক্ষমা চেয়েছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার ন্যাশনাল গার্ড ব্যুরোর প্রধানকে ডেকে নিয়ে ক্ষমা প্রার্থনা করেন বাইডেন। এছাড়া এই সমস্যা সমাধানে কী করা যায় সে সম্পর্কে পরামর্শও চান তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকদের তাণ্ডবের পর গত বুধবার প্রেসিডেন্ট বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে সারা দেশ থেকে ২৫ হাজারের বেশি ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা হয়।  বৃহস্পতিবার অনলাইনে ছড়িয়ে পড়া বেশ কিছু ছবিতে দেখা যায়, ক্লান্ত সেনা সদস্যরা বিশ্রাম নিতে গাড়ি রাখার একটি গ্যারেজে ঘুমিয়ে আছেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন দেশটির রাজনীতিকরা। নিজ নিজ রাজ্যের সেনা সদস্যদের ডেকে পাঠান কয়েকটি রাজ্যের গভর্নর।

শুক্রবার প্রেসিডেন্ট জো বাইডেন সেনা সদস্যদের কাছে ক্ষমা প্রার্থনা করার পাশাপাশি ফার্স্ট লেডি জিল বাইডেন ব্যক্তিগতভাবে বেশ কিছু সেনা সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানানোর পাশাপাশি তাদেরকে হোয়াইট হাউজের পক্ষ থেকে বিস্কুট উপহার দেন। তিনি বলেন, ‘আমাকে এবং আমার পরিবারকে সুরক্ষিত রাখায় শুধু কৃতজ্ঞতা জানাতেআমি আজ এখানে এসেছি’।

সেনাদের বিশ্রাম নেওয়ার ছবি ভাইরাল হয়ে পড়ার পর কংগ্রেস সদস্যরা বিভিন্ন পর্যায়ের মার্কিন নাগরিকেরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ক্ষোভের ঝড় তোলেন। বদ্ধ পরিবেশে গাড়ির ধোঁয়ায় সেনাসদস্যরা ‍অসুস্থ হয়ে যেতে পারতেন বলেও উদ্বেগ প্রকাশ করেন কেউ কেউ। সেখানে এমনকি পর্যাপ্ত টয়লেটও ছিল না। এমনকি করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকির কথাও তোলেন কেউ কেউ।

ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে নিজ নিজ সেনা সেদস্যদের ফিরে আসার নির্দেশ দিয়েছেন বেশ কয়েকটি রাজ্যের গভর্নর। এদের মধ্যে রয়েছেন ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস। তিনি বলেন, ‘এখন মনে হচ্ছে এটা প্রস্তুতিহীন একটি মিশন এবং এই মুহূর্তে সবথেকে সঠিক কাজ হচ্ছে তাদের (সেনাদের) বাড়িতে ফিরিয়ে আনা।’

নিউ ইয়র্ক টাইমস-এর খবরে বলা হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে প্রায় ১৯ হাজার ন্যাশনাল গার্ড সদস্যকে নিজ নিজ রাজ্যে ফিরিয়ে নেওয়া হবে।  আর বাকি সাত হাজার সেনা দায়িত্ব পালনের জন্য ওয়াশিংটনে থেকে যাবেন বলে ধারণা করা হচ্ছে।

 

/জেজে/
সম্পর্কিত
ব্যাংকারদের সঙ্গে ইহুদি চরিত্র ‘শাইলক’-এর তুলনা করে তোপের মুখে ট্রাম্প
আগামী সপ্তাহেই হতে পারে গাজায় যুদ্ধবিরতি: হামাসের ‘ইতিবাচক’ সাড়ার পর ট্রাম্প
গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি হামলায় নিহত ৬১৩: জাতিসংঘ
সর্বশেষ খবর
বলিরেখা কমাতে সাহায্য করে এই ৪ খাবার
বলিরেখা কমাতে সাহায্য করে এই ৪ খাবার
২৪-এর গণঅভ্যুত্থানকে কোনোভাবেই বেহাত হতে দেবো না: নাহিদ ইসলাম
২৪-এর গণঅভ্যুত্থানকে কোনোভাবেই বেহাত হতে দেবো না: নাহিদ ইসলাম
‘নারী ফুটবল দলের জন্য পুরো পৃথিবী বাংলাদেশকে নতুন করে চিনছে’
‘নারী ফুটবল দলের জন্য পুরো পৃথিবী বাংলাদেশকে নতুন করে চিনছে’
চেয়ারম্যান ও মেম্বারের ইন্ধনে মুরাদনগরে মা ও দুই সন্তানকে পিটিয়ে হত্যা: র‍্যাব
চেয়ারম্যান ও মেম্বারের ইন্ধনে মুরাদনগরে মা ও দুই সন্তানকে পিটিয়ে হত্যা: র‍্যাব
সর্বাধিক পঠিত
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা
জুলাই অভ্যুত্থানের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড: মাহফুজ আলম
জুলাই অভ্যুত্থানের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড: মাহফুজ আলম
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন