X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

‘বিশ্বমানের শিক্ষাব্যবস্থা অনুসরণে তৈরি হচ্ছে শাবির পাঠ্যসূচি’

শাবি প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২১, ২১:১৯আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ২১:১৯

আগামী শিক্ষাবর্ষ থেকে বিশ্বমানের শিক্ষাব্যবস্থা অনুসরণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক বিভাগের পাঠ্যসূচি তৈরি হবে বলে মন্তব্য করেছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে আউটকামভিত্তিক পাঠ্যসূচির মডেল তৈরি ও তা উন্নয়নের বিভিন্ন কৌশল নিয়ে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

কর্মশালায় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘বিশ্বের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সামঞ্জস্য রেখে আগামী শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য পাঠ্যসূচি প্রস্তুত করার জন্য আমরা কাজ করছি। শিক্ষা ও গবেষণায় গতিশীলতা আনতে প্রতিবছরই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক বিভাগের পাঠ্যসূচি আপডেট করা করা হয়।’

উপাচার্য আরও বলেন, ‘বর্তমানে শাবিপ্রবি সুশাসন, শিক্ষা ও গবেষণায় বাংলাদেশে অন্যতম রোল মডেল। এরই ধারাবাহিকতায় গবেষণা প্রকাশনার দিকে থেকে বাংলাদেশে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে আমরা দেশ সেরা হয়েছি। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের দক্ষতা ও গুণগত শিক্ষার ব্যবস্থা তারই পরিচয় বহন করে। আশা করি, আগামীতে উন্নয়নের এ ধারা অব্যহত থাকবে।’

‘গুণগত শিক্ষা ও গবেষণা এবং মানসম্পন্ন অবকাঠামো তৈরিতে প্রশাসনের পক্ষ থকে কার্যকর পরিকল্পনা নেওয়া হয়েছে’ উল্লেখ করে উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়টিকে বিশ্বমানের করে গড়ে তুলতে গুণগত শিক্ষা, গুণগত গবেষণা ও মানসম্পন্ন অবকাঠামো গঠনে কার্যকর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এরই ধরাবাহিকতায় গবেষণা খাতে প্রায় সাত গুণ বরাদ্ধ বৃদ্ধি করা হয়েছে। লাইব্রেরিকে সর্বাধুনিক ডিজিটাল ই-লাইব্রেরি হিসেবে তৈরি করা হয়েছে। এমনকি গবেষণার গুণগত মান বজায় রাখতে সর্বাধুনিক র্টানেটইন সফটওয়্যার চালু করা হয়েছে।’ এছাড়া অবকাঠামোগত দিক থেকেও বিশ্ববিদ্যালয়ে বিশাল পরিবর্তন শুরু হয়েছে বলে জানান উপাচার্য।

আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি, জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, জিওগ্রাফি অ্যান্ড ইনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সাইন্স বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি