X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

ভারতে পরিচ্ছন্নতাকর্মীকে দিয়ে টিকা কর্মসূচির সূচনা

বিদেশ ডেস্ক
১৬ জানুয়ারি ২০২১, ১৯:০৪আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ০৮:৩০
image

করোনাভাইরাসের টিকাদান কর্মসূচিতে ভারতের প্রথম ব্যক্তি হিসেবে তা গ্রহণ করেছেন দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সাইন্সের (এআইআইএমএস) এক পরিচ্ছন্নতা কর্মী। মনিশ কুমার (৩৩) নামের এই পরিচ্ছন্নতা কর্মীর পর একে একে টিকা গ্রহণ করেন স্বাস্থ্যকর্মী ধাওয়াল দিবেদি, এআইআইএমএস’র পরিচালক ড. রনদীপ গুলেরিয়া এবং নিতি আয়োগের সিনিয়র সদস্য ড. ভিকে পাল। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

আনুষ্ঠানিকভাবে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু করেছে ভারত। শনিবার সকালে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ কর্মসূচির উদ্বোধন করেন। টিকাদান কর্মসূচিতে দুইটি কোম্পানির টিকা সরবরাহ করছে ভারত। এগুলো হচ্ছে সেরাম ইনস্টিটিউট কর্তৃক উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন টিকা।

প্রথম ব্যক্তি হিসেবে টিকা নেওয়ার পর এক প্রতিক্রিয়ায় মনিশ কুমার বলেন, ‘আমার অভিজ্ঞতা চমৎকার। টিকা নিতে আমি অনিচ্ছুক ছিলাম না... মানুষের ভয় পাওয়ার কিছু নেই। টিকা নিয়ে এখন আমার কোনও সন্দেহ নেই। সবারই টিকা নেওয়া উচিত।’ তিনি বলেন, ‘অনেক মানুষ টিকা নিতে ভয় পাচ্ছে কিন্তু আমি স্বেচ্ছায় টিকা নিয়েছি। কর্মকর্তাদের বলেছিলাম আমি প্রথমেই টিকা নিতে চাই... আমার কোনও পার্শ্বপ্রতিক্রিয়াস হয়নি।’

আট বছর ধরে এআইআইএমএস-এ কাচ করছেন মনিশ কুমার। তিনি বলেন, গত কয়েক মাস তার জন্য ছিলো কঠিন সময়। করোনাভাইরাসের মহামারি চললেও তাকে প্রতিদিনই কাজে হাজির হতে হয়েছে। তিনি জানান, তার মাসহ পরিবারের আরও কয়েক সদস্য দিল্লির এই হাসপাতালে পরিচ্ছন্নতা এবং নার্সিংয়ের কাজে যুক্ত। তার সহকর্মী শওকত আলী বলেন, প্রাথমিকভাবে দ্বিধাগ্রস্থ থাকলেও মনিশের সাহস দেখে উৎসাহ পেয়ে নিজেও টিকা নিয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি কর্মসূচির উদ্বোধন করলেও টিকাদান অনুষ্ঠানে হাজির ছিলেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। তিনি বলেন, ‘মহামারি মোকাবিলায় এসব টিকা আমাদের সঞ্জিবনী। পোলিও বিরুদ্ধে লড়াইয়ে আমরা জিতেছি আর করোনার বিরুদ্ধে লড়াইয়ের মাহেন্দ্রক্ষণে পৌঁছেছি। আজকের এই দিনে আমি সামনের সারির কর্মীদের ধন্যবাদ জানাতে চাই।’

/জেজে/বিএ/
সম্পর্কিত
ভারতীয় পর্যটন প্রচারের আকর্ষণ এখন ব্রিটিশ এফ-৩৫ যুদ্ধবিমান
দালাই লামার উত্তরসূরি, চীন-ভারত সংঘাত আর একটি সোনার কৌটো
ভারতে চালু হতে চলেছে মোবাইল ভোটিং 
সর্বশেষ খবর
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
৯ জনের দল নিয়েও বায়ার্নকে হারিয়ে সেমিতে পিএসজি
৯ জনের দল নিয়েও বায়ার্নকে হারিয়ে সেমিতে পিএসজি
পুরান ঢাকায় তাজিয়া মিছিল বের হবে সকাল ১০টায়
পুরান ঢাকায় তাজিয়া মিছিল বের হবে সকাল ১০টায়
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
‘নতুন করে লিখতে আপত্তি নেই, তবে এটি এখনও বিশ্বের সবচেয়ে ভালো সংবিধানের একটি’
‘নতুন করে লিখতে আপত্তি নেই, তবে এটি এখনও বিশ্বের সবচেয়ে ভালো সংবিধানের একটি’