X
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
১২ বৈশাখ ১৪৩২

নওগাঁয় প্রাকৃতিক দুর্যোগের কারণে বৈশাখের হালখাতা জ্যৈষ্ঠে

নওগাঁ প্রতিনিধি
১৭ মে ২০১৮, ১০:৩৮আপডেট : ১৭ মে ২০১৮, ১০:৩৯

হালখাতা উপলক্ষে চলছে প্রস্তুতি প্রতি বছর পয়লা বৈশাখে জাঁকজমকের সঙ্গে হালখাতা পালন করা হলেও এবার প্রাকৃতিক দুর্যোগের কারণে তা করতে পারেননি নওগাঁর ব্যবসায়ীরা। তাই জ্যৈষ্ঠ মাসে নওগাঁর বিভিন্ন উপজেলার ব্যবসায়ীরা হালখাতা শুরু করেছেন।

রীতি অনুযায়ী বিভিন্ন হাট-বাজারের দোকানগুলোতে হালখাতার আয়োজন করার কথা ছিলো পহেলা বৈশাখে। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের ফসল ঘরে তুলতে দেরি হওয়ায় ব্যবসায়িরা বৈশাখের পরিবর্তে জ্যৈষ্ঠের প্রথম দিন থেকে শুরু করেছেন হালখাতা। হালখাতার উৎসব উপলক্ষে আত্রাই উপজেলার ভবানীপুর, নওদুলী, কাশিয়াবাড়ি, শাহাগোলা, বান্ধাইখাড়াসহ বিভিন্ন এলাকার অধিকাংশ দোকানেই চলছে ধোয়া-মোছা ও হিসাব-নিকাশের কাজ। আবার কেউ নতুন বছর উপলক্ষে পুরো দোকানেই নতুনত্ব আনার জন্য পুরোনো জিনিসপত্রে রং করার কাজ শেষ করেছেন।  দোকানগুলো সাজানো হয়েছে হালখাতা উদযাপনের নানা উপকরণ দিয়ে। দূরের ক্রেতাদের কার্ড বা ফোনের মাধ্যমে দাওয়াত দেওয়া হয়েছে। এখন চলছে আশপাশের ক্রেতাদের দাওয়াতের কাজ।

হালখাতা উপলক্ষে চলছে প্রস্তুতি একটা  সময় ছিল  হালখাতায় ব্যবসায়ীরা ক্রেতাদের মিষ্টি, জিলাপি ও অন্যান্য খাবার দিয়ে আপ্যায়ন করতেন। সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে খাবারের আয়োজনেও পরিবর্তন এসেছে। বেশিরভাগ ব্যবসায়ী হোটেল বুকিং করে রেখেছেন এবং টোকেনের ব্যবস্থা করেছেন। ক্রেতারা ব্যবসা প্রতিষ্ঠানে দেনা মিটিয়ে একটি টোকেন নিয়ে হোটেল থেকে খাবার নেবেন।

আত্রাই উপজেলার ভবানীপুর বাজারের সওদা ফ্যাশন অ্যান্ড ক্লথ স্টোরের মালিক আলহাজ মো. আব্দুর রশিদ বলেন, টআমার পূর্ব পুরুষরাও হালখাতা করেছেন। ঐতিহ্য হিসেবে তাই আমরাও এই উৎসবটি আনন্দের সঙ্গে পালন করে থাকি। পাশাপাশি অনেক পাওনা টাকাও আদায় হয় এই উৎসব উপলক্ষে।’

এ বিষয়ে ভাই ভাই বস্ত্রালয় অ্যান্ড গার্মেন্টস এর মালিক মো. বাবর আলী শেখ বলেন, ‘প্রায় এক সপ্তাহ আগে থেকে হালখাতার প্রস্তুতি নিয়ে রেখেছি। দোকান পরিষ্কার, মেরামত, দাওয়াত কার্ড ছাপানো আর ক্রেতাদের দাওয়াত দেওয়া চলছে।’

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগ শিরোপা জেতার ‘বড় দায়িত্ব’ আছে লিভারপুলের: স্লট
অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগ শিরোপা জেতার ‘বড় দায়িত্ব’ আছে লিভারপুলের: স্লট
প্রথমবার কানের স্বল্পদৈর্ঘ্য প্রতিযোগিতায় বাংলাদেশ
প্রথমবার কানের স্বল্পদৈর্ঘ্য প্রতিযোগিতায় বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগের উপকমিটির সদস্য রিমান্ডে 
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগের উপকমিটির সদস্য রিমান্ডে 
সর্বাধিক পঠিত
সাবেক রাষ্ট্রপতি হামিদের জামাতাকে অবসরে পাঠালো সরকার
সাবেক রাষ্ট্রপতি হামিদের জামাতাকে অবসরে পাঠালো সরকার
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
নতুন দলের নাম ইস্যুতে ইলিয়াস কাঞ্চনকে আইনি নোটিশ
নতুন দলের নাম ইস্যুতে ইলিয়াস কাঞ্চনকে আইনি নোটিশ
ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
ফেনীতে মামুনুল হকইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
রেমিট্যান্সের টাকায় দেনা শোধ, প্রবাসীদের কৃতজ্ঞতা জানালেন প্রধান উপদেষ্টা 
রেমিট্যান্সের টাকায় দেনা শোধ, প্রবাসীদের কৃতজ্ঞতা জানালেন প্রধান উপদেষ্টা