X
রবিবার, ২৫ মে ২০২৫
১১ জ্যৈষ্ঠ ১৪৩২

প্রধান উপদেষ্টার সঙ্গে নাহিদের সাক্ষাৎ, পদত্যাগ না করার অনুরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০২৫, ২১:৪৮আপডেট : ২৩ মে ২০২৫, ০৮:৫২

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পদত্যাগ না করার অনুরোধ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। 

বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় তার সঙ্গে সাক্ষাৎ করে এ অনুরোধ জানান নাহিদ।  

সাক্ষাৎতের বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক সালেহীন।

তিনি জানান, প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে যাচ্ছেন—বৃহস্পতিবার বিকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। এরই পরিপ্রেক্ষিতে তার সঙ্গে দেখা করতে যান নাহিদ ইসলাম। এসময় দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

মুশফিক সালেহীন বলেন, ‘সাক্ষাতে প্রধান উপদেষ্টা নাহিদ ইসলামকে জানিয়েছেন—সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে ধারাবাহিক আন্দোলনের কারণে তিনি কিছুটা বিব্রত। স্বাধীনভাবে কাজ না করতে পারলে তিনি থাকতে চান না। তখন নাহিদ ইসলাম তাকে বুঝিয়ে বলেছেন এবং পরিস্থিতি ঠিক হয়ে যাবে বলে আশ্বস্ত করেন।’

এ সময় প্রধান উপদেষ্টা সবার সহযোগিতা কামনা করেছেন বলেও জানান তিনি।

বিবিসি বাংলাকে যা বললেন নাহিদ

সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের বিষয়ে রাতে বিবিসি বাংলার খবরে বলা হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন, এমন খবর পেয়ে তার সঙ্গে দেখা করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বিবিসিকে বলেন, ‘দেশের চলমান পরিস্থিতি, স্যারের তো পদত্যাগের একটা খবর আমরা আজ (বৃহস্পতিবার) সকাল থেকে শুনছি। তো ওই বিষয় নিয়ে আলোচনা করতে স্যারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম।’ 

প্রধান উপদেষ্টা দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না, এমন শঙ্কা প্রকাশ করেছেন বলেও বিবিসি বাংলাকে বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘স্যার বলছেন, আমি যদি কাজ করতে না পারি... যে জায়গা থেকে তোমরা আমাকে আনছিলে একটা গণঅভ্যুত্থানের পর। দেশের পরিবর্তন, সংস্কার...। কিন্তু যেই পরিস্থিতি যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে। আমি তো এভাবে কাজ করতে পারব না।’

প্রধান উপদেষ্টা ‘পদত্যাগের বিষয়ে ভাবছেন’ এমনটি উল্লেখ করে নাহিদ ইসলাম বিবিসি বাংলাকে বলেন, ‘উনি (প্রধান উপদেষ্টা) বলেছেন তিনি এ বিষয়ে ভাবছেন। ওনার কাছে মনে হয়েছে পরিস্থিতি এ রকম যে তিনি কাজ করতে পারবেন না।’

নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টাকে বলেছেন, আমাদের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং জাতীয় নিরাপত্তা ও দেশের ভবিষ্যৎ সবকিছু মিলিয়ে উনি (প্রধান উপদেষ্টা) যাতে শক্ত এবং সব দলকে নিয়ে যাতে ঐক্যের জায়গায় থাকেন। সবাই তার  সঙ্গে  আশা করি কো-অপারেট করবেন।

/এমকে/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
নজরুলের কবিতা-গানে অনুপ্রাণিত হয়ে চব্বিশের অভ্যুত্থানে প্রাণ দিয়েছে ছাত্র-জনতা: এনসিপি
শেখ হাসিনার আমলের সব নির্বাচন বাতিল করতে হবে: নাহিদ ইসলাম
নির্বাচনের আগে সংস্কার ও বিচারকাজ সম্পন্নের দাবি জামায়াতের
সর্বশেষ খবর
ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবেলায় ইন্দোনেশিয়ার সঙ্গে কাজ করতে চায় চীন
ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবেলায় ইন্দোনেশিয়ার সঙ্গে কাজ করতে চায় চীন
কসবা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত
কসবা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত
একনেকর অনুমোদন পেলেই ঢাবি পাবে আরও ৯টি হল: ভিসি
একনেকর অনুমোদন পেলেই ঢাবি পাবে আরও ৯টি হল: ভিসি
পেট্রলপাম্পগুলোতে ধর্মঘট চলছে
পেট্রলপাম্পগুলোতে ধর্মঘট চলছে
সর্বাধিক পঠিত
সাংবাদিক সংকটে ফারুকীর সংবাদ সম্মেলন স্থগিত
সাংবাদিক সংকটে ফারুকীর সংবাদ সম্মেলন স্থগিত
অবশেষে বিএনপিকে সময় দিলেন ড. ইউনূস, ডাকলেন জামায়াতকেও
অবশেষে বিএনপিকে সময় দিলেন ড. ইউনূস, ডাকলেন জামায়াতকেও
নুরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের
নুরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের
জয়নুল হক সিকদারের স্ত্রীসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
জয়নুল হক সিকদারের স্ত্রীসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বিমানের প্রধান ফ্লাইট পার্সারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ
বিমানের প্রধান ফ্লাইট পার্সারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ